Ajker Patrika

অজয়ের পরিচালনায় অমিতাভ বচ্চন

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১০: ২৩
অজয়ের পরিচালনায় অমিতাভ বচ্চন

অজয় দেবগনের নতুন সিনেমা আসছে। নাম ‘রানওয়ে ৩৪’। ঈদ উপলক্ষে আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। উড়োজাহাজের ককপিটে পুরো গল্পটি সাজানো হয়েছে। এ সিনেমায় ত্রিমূর্তি রূপে হাজির অজয়—পরিচালক, প্রযোজক ও অভিনেতা। ‘রানওয়ে ৩৪’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকেও। সোমবার প্রকাশ করা হলো সিনেমাটির ট্রেলার।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অজয় দেবগন জানান, অমিতাভ বচ্চন যদি এ সিনেমায় অভিনয়ের জন্য রাজি না হতেন, তাহলে ‘রানওয়ে ৩৪’ তৈরিই হতো না। কারণ এ সিনেমার নারায়ণ বেদান্ত চরিত্রে শুরু থেকে অমিতাভ ছাড়া কাউকে ভাবতে পারেননি অজয়। তিনি বলেন, ‘অমিতাভ বচ্চন যদি রাজি না হতেন, তাহলে তাঁর জায়গায় অন্য কোনো অভিনেতাকে আমি নিতাম কি না জানি না। হয়তো সিনেমাটিই আর তৈরি করা হতো না আমার।’

কথায় কথায় অজয় আরও জানান, অমিতাভ বচ্চন এর আগেও তাঁর পরিচালনায় কাজ করেছেন। ‘মেজর সাব’ সিনেমার সেটে পরিচালক তিন্নু আনন্দ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাময়িকভাবে পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন অজয়। তবে এই প্রথম পুরো সিনেমায় অজয়ের পরিচালনায় অভিনয় করলেন অমিতাভ বচ্চন।

একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘রানওয়ে ৩৪’ সিনেমার গল্প। ২০১৫ সালে ১৫০ জন যাত্রী নিয়ে কোচি থেকে দোহাগামী একটি ফ্লাইট ভয়াবহ ঝড়ের কবলে পড়ে। নিজের দক্ষতায় সেই পরিস্থিতি থেকে সবাইকে উদ্ধার করেন পাইলট বিক্রান্ত খান্না। তবে গল্পের মোড় ঘুরিয়ে দেয় আরেকটি দুর্ঘটনা। সিনেমায় বিক্রান্ত খান্না চরিত্রে আছেন অজয় দেবগন।

‘রানওয়ে ৩৪’ সিনেমায় আরও অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, বোমান ইরানি, আকাঙ্ক্ষা সিং প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত