নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভালো মেকআপ করতে পারাও একটা শিল্প। ত্বক ও বয়স অনুযায়ী নিজেকে সাজানোর ক্ষেত্রে অনেকেই কিছু ভুল করেন। মেকআপের সময় সচরাচর করা ৫ ভুল সম্পর্কে জেনে নিন।
ত্বক প্রস্তুত না করা
কসমেটিকসের বাক্স খুলেই ফাউন্ডেশন লাগিয়ে মেকআপ শুরু করবেন না। আগে ত্বককে মেকআপের উপযোগী করে তোলা জরুরি। প্রথমে মুখ ধুয়ে টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বকে পানির ভারসাম্য থাকলে ভালোভাবে মেকআপ বসবে।
বয়স অনুসারে ফাউন্ডেশন না লাগানো
বয়স বাড়লে ফাউন্ডেশন বদলাতে হবে। ২৫ বছর বয়সে যে ফাউন্ডেশন ব্যবহার করতেন তা ৩৫ বছর বয়সের উপযোগী নয়। বয়স বাড়লে ত্বক শুষ্ক হতে শুরু করে। তাই ক্রিম ধরনের ফাউন্ডেশন বেছে নিন। মেকআপের আগে স্পঞ্জ ও ফাউন্ডেশন ব্রাশ ভিজিয়ে নিয়ে ময়েশ্চারাইজার লাগানো ভালো। এতে ত্বক তরতাজা থাকবে।
অন্ধকারে মেকআপ করা
পর্যাপ্ত আলো না থাকলে মেকআপে অনেক খুঁত থেকে যায়। মেকআপের জন্য সবচেয়ে ভালো সূর্যের আলো, কারণ প্রাকৃতিক আলোয় চেহারার সবচেয়ে ভালো প্রতিফলন দেখা যায় আয়নায়। সাদা এলইডি লাইট থেকেও মেকআপের উপযোগী আলো পাওয়া যায়।
অনেক বেশি কনসিলার দেওয়া
অনেকেই চোখের নিচের ডার্ক সার্কেল ঢাকতে যত পারেন, তত কনসিলার ব্যবহার করেন। তবে পরিমাণে বেশি নয়; বরং চেহারার সঙ্গে মানাবে এমন শেডের কনসিলার ব্যবহার করতে হবে। তরল কনসিলার বেছে নিলে ভালোভাবে মেকআপ বসবে।
ঠোঁটের যত্ন না নেওয়া
বয়স যত বাড়ে ঠোঁটের ওপরের অংশ তত পাতলা হয়, গোলাপি রংও হারাতে থাকে। সপ্তাহে একবার লাল চিনি বা ওটমিল দিয়ে স্ক্র্যাব করে লিপবাম লাগালে ঠোঁট সুন্দর থাকবে। মেকআপের সময় লিপস্টিক বা গ্লসের সঙ্গে লিপ লাইনার ব্যবহার করুন। এতে ঠোঁট পুরু দেখাবে। চেহারায় আসবে তারুণ্যের ভাব।

ভালো মেকআপ করতে পারাও একটা শিল্প। ত্বক ও বয়স অনুযায়ী নিজেকে সাজানোর ক্ষেত্রে অনেকেই কিছু ভুল করেন। মেকআপের সময় সচরাচর করা ৫ ভুল সম্পর্কে জেনে নিন।
ত্বক প্রস্তুত না করা
কসমেটিকসের বাক্স খুলেই ফাউন্ডেশন লাগিয়ে মেকআপ শুরু করবেন না। আগে ত্বককে মেকআপের উপযোগী করে তোলা জরুরি। প্রথমে মুখ ধুয়ে টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বকে পানির ভারসাম্য থাকলে ভালোভাবে মেকআপ বসবে।
বয়স অনুসারে ফাউন্ডেশন না লাগানো
বয়স বাড়লে ফাউন্ডেশন বদলাতে হবে। ২৫ বছর বয়সে যে ফাউন্ডেশন ব্যবহার করতেন তা ৩৫ বছর বয়সের উপযোগী নয়। বয়স বাড়লে ত্বক শুষ্ক হতে শুরু করে। তাই ক্রিম ধরনের ফাউন্ডেশন বেছে নিন। মেকআপের আগে স্পঞ্জ ও ফাউন্ডেশন ব্রাশ ভিজিয়ে নিয়ে ময়েশ্চারাইজার লাগানো ভালো। এতে ত্বক তরতাজা থাকবে।
অন্ধকারে মেকআপ করা
পর্যাপ্ত আলো না থাকলে মেকআপে অনেক খুঁত থেকে যায়। মেকআপের জন্য সবচেয়ে ভালো সূর্যের আলো, কারণ প্রাকৃতিক আলোয় চেহারার সবচেয়ে ভালো প্রতিফলন দেখা যায় আয়নায়। সাদা এলইডি লাইট থেকেও মেকআপের উপযোগী আলো পাওয়া যায়।
অনেক বেশি কনসিলার দেওয়া
অনেকেই চোখের নিচের ডার্ক সার্কেল ঢাকতে যত পারেন, তত কনসিলার ব্যবহার করেন। তবে পরিমাণে বেশি নয়; বরং চেহারার সঙ্গে মানাবে এমন শেডের কনসিলার ব্যবহার করতে হবে। তরল কনসিলার বেছে নিলে ভালোভাবে মেকআপ বসবে।
ঠোঁটের যত্ন না নেওয়া
বয়স যত বাড়ে ঠোঁটের ওপরের অংশ তত পাতলা হয়, গোলাপি রংও হারাতে থাকে। সপ্তাহে একবার লাল চিনি বা ওটমিল দিয়ে স্ক্র্যাব করে লিপবাম লাগালে ঠোঁট সুন্দর থাকবে। মেকআপের সময় লিপস্টিক বা গ্লসের সঙ্গে লিপ লাইনার ব্যবহার করুন। এতে ঠোঁট পুরু দেখাবে। চেহারায় আসবে তারুণ্যের ভাব।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫