
গত শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ৯ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী দিনে হাজির হয়েছিলেন কলকাতার ফেলুদাখ্যাত জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
উৎসবের উদ্বোধনী মঞ্চে বসে কৃতজ্ঞতা জানিয়েছেন এ অভিনেতা। সব্যসাচী বলেন, ‘এটা আমার জন্য সৌভাগ্য যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বসার সুযোগ পেয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞ, ধন্য, গৌরবান্বিত। আগেও এই উৎসবে আসার কথা ছিল। মহামারির কারণে আসা হয়নি। এবার আসতে পেরে ভালো লাগছে।’
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হওয়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। এই সিনেমায় অভিনয় করেছেন সব্যসাচী। মূলত এ সিনেমার অভিনেতা হিসেবেই উৎসবে আলো ছড়াতে এসেছেন তিনি।
সিনেমাটি নিয়ে সব্যসাচী বলেন, ‘এবারের উৎসবে আমার জন্য আরও আনন্দের ব্যাপার হলো, যে সিনেমা দিয়ে উৎসবটি শুরু হচ্ছে, আমিও সেটার ক্ষুদ্র একটি অংশ। আমি একজন পাকিস্তানির ভূমিকায় অভিনয় করেছি। যে বিমানটি ছিনতাই হয়, আমি সেটার ক্যাপ্টেন।’
নির্মাতার অতৃপ্তির কথা জানিয়ে সব্যসাচী বলেছেন, ‘সিনেমাটি নিয়ে পরিচালক মশাই খুব একটা খুশি নন। আরও কিছু করতে পারলে তিনি খুশি হতেন। “আরও ভালো করা যেত”—সেটা সব সময়ই ঠিক। সবাই সেই চেষ্টাটা চালিয়ে যাব। আপাতত এই উৎসবের সাফল্য কামনা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশের দর্শকদের সঙ্গে বসে ‘জেকে ১৯৭১’ সিনেমাটি দেখেন সব্যসাচী। পুরোটা সময় তিনি সিনেমা উপভোগ করেছেন। সিনেমা দেখা শেষে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছেন, ‘আগে পুরো সিনেমাটি দেখা হয়নি। সিনেমাটির প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাই বাংলাদেশের দর্শকদের সঙ্গে বসে পুরো সিনেমাটি দেখে আমি আনন্দিত। এটা সত্যিই ভিন্ন এক অনুভূতি।’
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য জ্যঁ কুয়ে নামে এক ফরাসি যুবকের বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘জেকে ১৯৭১’। দেশ-বিদেশের অভিনয়শিল্পী নিয়ে বাংলার পাশাপাশি ইংরেজি ও ফরাসি ভাষায় নির্মিত ‘জেকে ১৯৭১’, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। বিমান ছিনতাইকারীর ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শুভ্র সৌরভ দাস। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, ইন্দ্রনীল প্রমুখ।
আজ আলো ছড়াবেন শ্রীলেখা
রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আজ বিকেল ৫টায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘এবং ছাদ’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। উৎসবে অংশ নিতে গতকাল ঢাকায় আসার কথা তাঁর। গত ডিসেম্বরেই এক ভিডিও বার্তায় ঢাকা উৎসবে আসার ব্যাপারটি নিশ্চিত করেছিলেন শ্রীলেখা। আজ দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করার কথা তাঁর। জানা গেছে, সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি।

গত শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ৯ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী দিনে হাজির হয়েছিলেন কলকাতার ফেলুদাখ্যাত জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
উৎসবের উদ্বোধনী মঞ্চে বসে কৃতজ্ঞতা জানিয়েছেন এ অভিনেতা। সব্যসাচী বলেন, ‘এটা আমার জন্য সৌভাগ্য যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বসার সুযোগ পেয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞ, ধন্য, গৌরবান্বিত। আগেও এই উৎসবে আসার কথা ছিল। মহামারির কারণে আসা হয়নি। এবার আসতে পেরে ভালো লাগছে।’
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হওয়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। এই সিনেমায় অভিনয় করেছেন সব্যসাচী। মূলত এ সিনেমার অভিনেতা হিসেবেই উৎসবে আলো ছড়াতে এসেছেন তিনি।
সিনেমাটি নিয়ে সব্যসাচী বলেন, ‘এবারের উৎসবে আমার জন্য আরও আনন্দের ব্যাপার হলো, যে সিনেমা দিয়ে উৎসবটি শুরু হচ্ছে, আমিও সেটার ক্ষুদ্র একটি অংশ। আমি একজন পাকিস্তানির ভূমিকায় অভিনয় করেছি। যে বিমানটি ছিনতাই হয়, আমি সেটার ক্যাপ্টেন।’
নির্মাতার অতৃপ্তির কথা জানিয়ে সব্যসাচী বলেছেন, ‘সিনেমাটি নিয়ে পরিচালক মশাই খুব একটা খুশি নন। আরও কিছু করতে পারলে তিনি খুশি হতেন। “আরও ভালো করা যেত”—সেটা সব সময়ই ঠিক। সবাই সেই চেষ্টাটা চালিয়ে যাব। আপাতত এই উৎসবের সাফল্য কামনা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশের দর্শকদের সঙ্গে বসে ‘জেকে ১৯৭১’ সিনেমাটি দেখেন সব্যসাচী। পুরোটা সময় তিনি সিনেমা উপভোগ করেছেন। সিনেমা দেখা শেষে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছেন, ‘আগে পুরো সিনেমাটি দেখা হয়নি। সিনেমাটির প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাই বাংলাদেশের দর্শকদের সঙ্গে বসে পুরো সিনেমাটি দেখে আমি আনন্দিত। এটা সত্যিই ভিন্ন এক অনুভূতি।’
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য জ্যঁ কুয়ে নামে এক ফরাসি যুবকের বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘জেকে ১৯৭১’। দেশ-বিদেশের অভিনয়শিল্পী নিয়ে বাংলার পাশাপাশি ইংরেজি ও ফরাসি ভাষায় নির্মিত ‘জেকে ১৯৭১’, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। বিমান ছিনতাইকারীর ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শুভ্র সৌরভ দাস। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, ইন্দ্রনীল প্রমুখ।
আজ আলো ছড়াবেন শ্রীলেখা
রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আজ বিকেল ৫টায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘এবং ছাদ’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। উৎসবে অংশ নিতে গতকাল ঢাকায় আসার কথা তাঁর। গত ডিসেম্বরেই এক ভিডিও বার্তায় ঢাকা উৎসবে আসার ব্যাপারটি নিশ্চিত করেছিলেন শ্রীলেখা। আজ দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করার কথা তাঁর। জানা গেছে, সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫