কামরুজ্জামান রাজু, কেশবপুর

কেশবপুরে ২৭ বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে ২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির উদ্যোগে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা এলাকার মানুষের বাড়িঘরে উঠে আসা পানির মধ্যে দাঁড়িয়ে এ মানববন্ধন হয়। এ সময় মানববন্ধনে জলাবদ্ধ মানুষের পক্ষ থেকে ১৩টি দাবি উত্থাপন করা হয়। এসব বিল এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন।
জানা গেছে, শ্রীহরি নদীর অববাহিকায় অবস্থিত ২৭ বিল। একে পূর্ব ও পশ্চিম বিল খুকশিয়াও বলা হয়। শ্রীহরি নদীতে পলি পড়ায় সৃষ্টি হয়েছে এ জলাবদ্ধতার। এ বিলে ৪০ হাজার বিঘার ওপরে জমি রয়েছে। বিলের চারপাশে ৬ ইউনিয়নে ৬৮টি গ্রামে মানুষের বসবাস। এর মধ্যে কেশবপুরের মাদারডাঙ্গা, মনোহরনগর, বাগডাঙ্গা ও ডোঙ্গাঘাটা গ্রামের প্রায় ৭০০ শত পরিবার এখন পানিবন্দী। এ ছাড়া মনিরামপুরের অনেক গ্রামেও পানি ঢুকে পড়েছে।
মানববন্ধনে ২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির ১৩টি দাবির মধ্যে অন্যতম হলো জরুরি ভিত্তিতে শ্রীহরি নদী খনন করা, খালের প্রতিবন্ধকতাসমূহ অপসারণ করা, গেটের জলকপাট সংস্কার করা, বিল কপালিয়ায় জোয়ারধার (টিআরএম) প্রকল্প চালু করা ও জলাবদ্ধতা সমাধানে লোকজ জ্ঞানের সমন্বয় ঘটানো।
২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সনজিৎ বিশ্বাস, ইউপি মেম্বার বৈদ্যনাথ সরকার প্রমুখ।
এ সময় বাগডাঙ্গা গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী চায়না সরকার বলেন, ‘বাঁশের সাঁকো দিয়ে ছেলেমেয়েদের স্কুলে যেতে হচ্ছে। আমরা আর ত্রাণ নয়, পানিবন্দী থেকে মুক্তি চাই।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুনশি আছাদুল্লাহ বলেন, ‘গত বছর অক্টোবরে ৬ লাখ টাকা ব্যয়ে ডায়ের খাল পুনঃখনন করা হয়েছিল। বিল কমিটির পক্ষ থেকে এবার পলি অপসারণের একটা ব্যবস্থা করা হচ্ছে। শ্রীহরি নদী খননের বিষয়ে ভবদহ প্রকল্পের একটি প্লানিং জমা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই এলাকা সম্প্রতি পরিদর্শন করে দেখেছি নদীর ভয়াবহ অবস্থা। শ্রীহরি নদী পুনঃখনন জরুরি হয়ে পড়েছে। নয়তো এ জলাবদ্ধতার হাত থেকে বাঁচা যাবে না।’

কেশবপুরে ২৭ বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে ২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির উদ্যোগে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা এলাকার মানুষের বাড়িঘরে উঠে আসা পানির মধ্যে দাঁড়িয়ে এ মানববন্ধন হয়। এ সময় মানববন্ধনে জলাবদ্ধ মানুষের পক্ষ থেকে ১৩টি দাবি উত্থাপন করা হয়। এসব বিল এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন।
জানা গেছে, শ্রীহরি নদীর অববাহিকায় অবস্থিত ২৭ বিল। একে পূর্ব ও পশ্চিম বিল খুকশিয়াও বলা হয়। শ্রীহরি নদীতে পলি পড়ায় সৃষ্টি হয়েছে এ জলাবদ্ধতার। এ বিলে ৪০ হাজার বিঘার ওপরে জমি রয়েছে। বিলের চারপাশে ৬ ইউনিয়নে ৬৮টি গ্রামে মানুষের বসবাস। এর মধ্যে কেশবপুরের মাদারডাঙ্গা, মনোহরনগর, বাগডাঙ্গা ও ডোঙ্গাঘাটা গ্রামের প্রায় ৭০০ শত পরিবার এখন পানিবন্দী। এ ছাড়া মনিরামপুরের অনেক গ্রামেও পানি ঢুকে পড়েছে।
মানববন্ধনে ২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির ১৩টি দাবির মধ্যে অন্যতম হলো জরুরি ভিত্তিতে শ্রীহরি নদী খনন করা, খালের প্রতিবন্ধকতাসমূহ অপসারণ করা, গেটের জলকপাট সংস্কার করা, বিল কপালিয়ায় জোয়ারধার (টিআরএম) প্রকল্প চালু করা ও জলাবদ্ধতা সমাধানে লোকজ জ্ঞানের সমন্বয় ঘটানো।
২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সনজিৎ বিশ্বাস, ইউপি মেম্বার বৈদ্যনাথ সরকার প্রমুখ।
এ সময় বাগডাঙ্গা গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী চায়না সরকার বলেন, ‘বাঁশের সাঁকো দিয়ে ছেলেমেয়েদের স্কুলে যেতে হচ্ছে। আমরা আর ত্রাণ নয়, পানিবন্দী থেকে মুক্তি চাই।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুনশি আছাদুল্লাহ বলেন, ‘গত বছর অক্টোবরে ৬ লাখ টাকা ব্যয়ে ডায়ের খাল পুনঃখনন করা হয়েছিল। বিল কমিটির পক্ষ থেকে এবার পলি অপসারণের একটা ব্যবস্থা করা হচ্ছে। শ্রীহরি নদী খননের বিষয়ে ভবদহ প্রকল্পের একটি প্লানিং জমা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই এলাকা সম্প্রতি পরিদর্শন করে দেখেছি নদীর ভয়াবহ অবস্থা। শ্রীহরি নদী পুনঃখনন জরুরি হয়ে পড়েছে। নয়তো এ জলাবদ্ধতার হাত থেকে বাঁচা যাবে না।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫