মুফতি ইশমাম আহমেদ

মৃত্যু অমোঘ, অনিবার্য ও অবধারিত সত্য। একে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমরা পূর্ণ বিনিময় পাবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
নির্দিষ্ট সময় শেষ হলে আর কাউকেই অবকাশ দেওয়া হবে না। এরশাদ হয়েছে, ‘হে আমার প্রতিপালক, যদি আপনি আমাকে আরও কিছুদিনের জন্য সময় দিতেন, তাহলে আমি সদকা করে আসতাম ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। অথচ নির্ধারিত সময়কাল যখন এসে যাবে, তখন আল্লাহ কাউকে আর অবকাশ দেবেন না।’ (সুরা মুনাফিকুন: ১০-১১)
তাই মৃত্যুর কথা স্মরণ করা মুমিনের বৈশিষ্ট্য। হাদিসে এমন ব্যক্তিকে বুদ্ধিমান বলা হয়েছে, যে মৃত্যুর কথা স্মরণ করে পরকালের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মহানবী (সা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে?’ তিনি বলেন, ‘যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু-পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে, তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান।’ (ইবনে মাজাহ: ৪২৫৯)
মৃত্যুর কথা ভুলে পার্থিব ভোগ-বিলাসে মেতে ওঠা মুমিনের বৈশিষ্ট্য নয়। দুনিয়ার লোভ আমাদের মৃত্যুর প্রস্তুতি থেকে দূরে সরিয়ে রাখে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘বেশি থেকে বেশি (পার্থিব ভোগ-বিলাসের উপকরণ) কামানোর লোভ তোমাদের গাফিল করে রাখে।’ (সুরা তাকাসুর: ১)
হাদিসে মহানবী (সা.) মৃত্যুকে স্বাদ ও রুচি নষ্টকারী বস্তু আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘তোমরা বেশি করে স্বাদ বিনষ্টকারী বস্তুটির কথা তথা মৃত্যুকে স্মরণ করো।’ (তিরমিজি: ২৩০৭) এমনটি বলার কারণ হলো, মৃত্যুর স্মরণ দুনিয়ার অস্থায়ী জীবনের আরাম-আয়েশে ডুবে থাকতে দেয় না। পরকালের প্রস্তুতি নিতে তাড়া দেয়।

মৃত্যু অমোঘ, অনিবার্য ও অবধারিত সত্য। একে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমরা পূর্ণ বিনিময় পাবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
নির্দিষ্ট সময় শেষ হলে আর কাউকেই অবকাশ দেওয়া হবে না। এরশাদ হয়েছে, ‘হে আমার প্রতিপালক, যদি আপনি আমাকে আরও কিছুদিনের জন্য সময় দিতেন, তাহলে আমি সদকা করে আসতাম ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। অথচ নির্ধারিত সময়কাল যখন এসে যাবে, তখন আল্লাহ কাউকে আর অবকাশ দেবেন না।’ (সুরা মুনাফিকুন: ১০-১১)
তাই মৃত্যুর কথা স্মরণ করা মুমিনের বৈশিষ্ট্য। হাদিসে এমন ব্যক্তিকে বুদ্ধিমান বলা হয়েছে, যে মৃত্যুর কথা স্মরণ করে পরকালের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মহানবী (সা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে?’ তিনি বলেন, ‘যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু-পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে, তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান।’ (ইবনে মাজাহ: ৪২৫৯)
মৃত্যুর কথা ভুলে পার্থিব ভোগ-বিলাসে মেতে ওঠা মুমিনের বৈশিষ্ট্য নয়। দুনিয়ার লোভ আমাদের মৃত্যুর প্রস্তুতি থেকে দূরে সরিয়ে রাখে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘বেশি থেকে বেশি (পার্থিব ভোগ-বিলাসের উপকরণ) কামানোর লোভ তোমাদের গাফিল করে রাখে।’ (সুরা তাকাসুর: ১)
হাদিসে মহানবী (সা.) মৃত্যুকে স্বাদ ও রুচি নষ্টকারী বস্তু আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘তোমরা বেশি করে স্বাদ বিনষ্টকারী বস্তুটির কথা তথা মৃত্যুকে স্মরণ করো।’ (তিরমিজি: ২৩০৭) এমনটি বলার কারণ হলো, মৃত্যুর স্মরণ দুনিয়ার অস্থায়ী জীবনের আরাম-আয়েশে ডুবে থাকতে দেয় না। পরকালের প্রস্তুতি নিতে তাড়া দেয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫