Ajker Patrika

ক্ষণিকের অতিথি

সম্পাদকীয়
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৯: ৪১
ক্ষণিকের অতিথি

জাপানে গিয়েছিলেন আনিসুজ্জামান। বেশ ছিলেন। সম্মেলনের বিভিন্ন সেশনে উপস্থিত থেকেছেন। একসময় সাঙ্গ হলো সম্মেলন। এবার ফেরার পালা। শ্যালক আজিজ অনুরোধ করেছিলেন, টোকিওর এক বিশেষ দোকান থেকে তাঁর জন্য যেন একটা টাই কিনে আনা হয়। শ্যালকের অনুরোধ রক্ষার জন্য সকালবেলায় মেট্রোতে করে সেই জায়গায় এসে টাই কিনলেন আনিসুজ্জামান। হাতে ছিল ইংরেজিতে লেখা নির্দেশিকা, যা দেখে দেখে এখানে এসেছিলেন তিনি। কিন্তু সেই দোকানেই ভুলে ফেলে গেলেন নির্দেশিকা। এবার ঠিক জায়গায় ফিরবেন কী করে, তা নিয়ে চিন্তিত হয়ে উঠলেন তিনি।

টোকিওতে ইংরেজিতে কোনো সাইনবোর্ড নেই, যা লেখা বা যে ছবি আঁকা আছে, তা-ও জাপানি ভাষায়। এখন যদি ঠিক জায়গায় না নামেন, তাহলে তো বিপদ! কী করা যায়! এ সময় এক মেয়েকে দেখলেন, যাকে দেখে মনে হলো মার্কিন। সাহস করে তার কাছে গিয়ে ইংরেজিতে জিজ্ঞেস করলেন তাঁর গন্তব্য সম্পর্কে কোনো ধারণা দিতে পারে কি না। সেই মেয়ে বাতলে দিল পথ।

সন্ধ্যায় আনিসুজ্জামানের ফ্লাইট ছিল হংকংয়ের। প্যানাম এয়ারওয়েজে। যে দুজন বিমানের দরজায় দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছিল, তাদের একজন বলে উঠল, ‘তুমি কি আজ সকালে মেট্রোতে অমুক স্টেশনের দিকে যাচ্ছিলে?’

আনিসুজ্জামান বললেন, ‘তুমিই কি আমার সেই উদ্ধারকারিণী?’

মেয়েটি হেসে বলল, ‘হ্যাঁ।’

মেয়েটি ইউনিফর্মে আছে বলে আনিসুজ্জামান চিনতে পারেননি। মেয়েটি বলল, ‘বিমান ছাড়লে ফের দেখা হবে।’

বিমান ছাড়ার পর সত্যিই মেয়েটি এসে কিছু লাগবে কি না, জানতে চাইল। আনিসুজ্জামান বললেন, ‘এই কেবিনে তোমার ডিউটি থাকলে আমার ভালো লাগত।’ 
মেয়েটি বললেন, ‘বিমান নামার আগে আবার আসব।’

সত্যিই সে এল। জানতে চাইল, কোন হোটেলে উঠেছেন আনিসুজ্জামান। ক্ষণিকের এই অতিথির সংস্পর্শে এসে মুগ্ধ হয়েছিলেন তিনি। হোটেলে পৌঁছে ভেবেছিলেন, ওকে একবার ফোন করবেন। পরক্ষণেই রবীন্দ্রনাথের পোস্টমাস্টারের সেই প্রশ্নটিই সামনে এল আনিসুজ্জামানের, ‘পৃথিবীতে কে কাহার?’ 

সূত্র: আনিসুজ্জামান, বিপুলা পৃথিবী, পৃষ্ঠা ৩৩৭–৩৩৮ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত