পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার মামলায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে তিন গ্রাম। গত সোমবার অজ্ঞাত ৭০০ জনের নামে এই মামলা করা হয়। তাই গ্রেপ্তার এড়াতে ওই ইউনিয়নের ঘিডব, হাবিবপুর, সিটঘিডব গ্রামের পুরুষেরা বাড়ির বাইরে অবস্থান করছেন।
এদিকে খনগাঁও ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিজিবির গুলিতে আহত চারজনের মধ্যে রহিমা বেগম নামের আরও একজন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। সোমবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয়। তিনি খনগাঁও ইউনিয়নের ঘিডোবপুরের আব্দুল বাকির স্ত্রী। অন্য নিহতরা হলেন শাহাবুদ্দিন ওরফে সাহাবুলি, মো. মুজা ও পরাগ আলী।
গতকাল বুধবার ঘিডোব গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে গুলি ও রক্তের চিহ্ন লেগে আছে। এই বিদ্যালয়টি এবার তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। কেন্দ্রের আশপাশ এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। নেই কোনো মানুষের জটলা। স্থানীয় দোকানপাটও বন্ধ। অপরিচিত মানুষ দেখলেই ভয়ে সরে যাচ্ছেন ওই এলাকার নারীসহ বৃদ্ধরা। কিন্তু সেখানে কোনো পুরুষের দেখা পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক নারী বলেন, ঘিডোব শান্ত প্রকৃতির একটি গ্রাম। কিন্তু ভোটের সঠিক ফলাফলের দাবি করাই আমাদের হয়তো ভুল হয়েছে। আমরা সংঘাত চাইনি। তবুও এ নির্বাচনটি আমাদের জন্যে দুঃস্বপ্নের মতো এসেছে। আমরা নারীরাও ভয় পাচ্ছি এবং গ্রেপ্তারের শঙ্কায় আছি। তবে ভিটার মায়া থাকায় যেতে পারিনি।
তাঁরা আরও বলেন, আমরাই মরলাম আবার আমরাই মামলার শিকার হলাম। মামলাটি করা হয়েছে হয়রানি করার জন্য। একদিকে স্বজন হারানোর ব্যথা, অন্যদিকে গ্রেপ্তারের ভয়ে আমাদের পালিয়ে থাকতে হচ্ছে। আহত স্বজনের চিকিৎসার খরচ আমাদের নিম্ন আয়ে সম্ভব নয়। উপরন্তু পালিয়ে থাকার কারণে খাবারের জন্য অর্থ উপার্জন বন্ধ হয়ে গেছে। তাঁরা এই মামলা প্রত্যাহার দাবি করেছেন।
খনগাঁও ইউনিয়নে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মহসিনা বেগম বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। এর আগে নির্বাচনে এরকম ঘটনা ঘটেনি। ঘিডোব শান্ত প্রকৃতির একটি গ্রাম। এখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করি।’
এলাকাবাসী বলেন, ‘ভোটকেন্দ্র বহিরাগতদের বিশৃঙ্খলার কারণে এ সহিংসতার ঘটনাটি ঘটে।’
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনের রাতে সরকারি কাজে বাধা দেওয়া ও সহিংসতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার মামলায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে তিন গ্রাম। গত সোমবার অজ্ঞাত ৭০০ জনের নামে এই মামলা করা হয়। তাই গ্রেপ্তার এড়াতে ওই ইউনিয়নের ঘিডব, হাবিবপুর, সিটঘিডব গ্রামের পুরুষেরা বাড়ির বাইরে অবস্থান করছেন।
এদিকে খনগাঁও ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিজিবির গুলিতে আহত চারজনের মধ্যে রহিমা বেগম নামের আরও একজন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। সোমবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয়। তিনি খনগাঁও ইউনিয়নের ঘিডোবপুরের আব্দুল বাকির স্ত্রী। অন্য নিহতরা হলেন শাহাবুদ্দিন ওরফে সাহাবুলি, মো. মুজা ও পরাগ আলী।
গতকাল বুধবার ঘিডোব গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে গুলি ও রক্তের চিহ্ন লেগে আছে। এই বিদ্যালয়টি এবার তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। কেন্দ্রের আশপাশ এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। নেই কোনো মানুষের জটলা। স্থানীয় দোকানপাটও বন্ধ। অপরিচিত মানুষ দেখলেই ভয়ে সরে যাচ্ছেন ওই এলাকার নারীসহ বৃদ্ধরা। কিন্তু সেখানে কোনো পুরুষের দেখা পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক নারী বলেন, ঘিডোব শান্ত প্রকৃতির একটি গ্রাম। কিন্তু ভোটের সঠিক ফলাফলের দাবি করাই আমাদের হয়তো ভুল হয়েছে। আমরা সংঘাত চাইনি। তবুও এ নির্বাচনটি আমাদের জন্যে দুঃস্বপ্নের মতো এসেছে। আমরা নারীরাও ভয় পাচ্ছি এবং গ্রেপ্তারের শঙ্কায় আছি। তবে ভিটার মায়া থাকায় যেতে পারিনি।
তাঁরা আরও বলেন, আমরাই মরলাম আবার আমরাই মামলার শিকার হলাম। মামলাটি করা হয়েছে হয়রানি করার জন্য। একদিকে স্বজন হারানোর ব্যথা, অন্যদিকে গ্রেপ্তারের ভয়ে আমাদের পালিয়ে থাকতে হচ্ছে। আহত স্বজনের চিকিৎসার খরচ আমাদের নিম্ন আয়ে সম্ভব নয়। উপরন্তু পালিয়ে থাকার কারণে খাবারের জন্য অর্থ উপার্জন বন্ধ হয়ে গেছে। তাঁরা এই মামলা প্রত্যাহার দাবি করেছেন।
খনগাঁও ইউনিয়নে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মহসিনা বেগম বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। এর আগে নির্বাচনে এরকম ঘটনা ঘটেনি। ঘিডোব শান্ত প্রকৃতির একটি গ্রাম। এখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করি।’
এলাকাবাসী বলেন, ‘ভোটকেন্দ্র বহিরাগতদের বিশৃঙ্খলার কারণে এ সহিংসতার ঘটনাটি ঘটে।’
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনের রাতে সরকারি কাজে বাধা দেওয়া ও সহিংসতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫