Ajker Patrika

বাংলাদেশে ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১: ০২
বাংলাদেশে ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ হয়েছে। গতকাল শনিবার ছবির বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়। বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া ও সাভার এলাকায় শুটিংয়ের মাধ্যমে শেষ হয় বাংলাদেশ অংশের কাজ।

জানা যায়, এরপর ভারতের মুম্বাইয়ে আরও ৭-৮ দিন কাজ করে শেষ হবে পুরো ছবির শুটিং। এমনটাই জানিয়েছেন এই বায়োপিকের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী।

ছবিটি নিয়ে খুব বেশি তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন মোহাম্মদ হোসেন জেমী। তিনি বলেন, ‘এ ছবি নিয়ে অনেক কিছুই বলার আছে। তবে এখনই বলার অনুমতি নেই আমাদের। এতটুকু বলতে পারি, শুটিং শেষ হলেও পোস্ট প্রোডাকশনের অনেক কাজ বাকি আছে। যদিও শুটিংয়ের পাশাপাশি পোস্ট প্রোডাকশনের কাজও সমান গতিতে চলছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে শুটিং বলে গ্রাফিকসের প্রচুর কাজ রয়েছে।’

শেষ দিনের শুটিং প্রসঙ্গে জেমী বলেন, ‘দুই ইউনিট দুই জায়গায় শুটিং করেছে। শেষ দিনে একটি ইউনিট টুঙ্গিপাড়ায়, আরেকটি ইউনিট সাভারে কাজ করেছে। শেষ দিনে বড় কোনো তারকার শুটিং ছিল না। ইন্ডিয়ান আর্মি, পাকিস্তান আর্মি ও বীর মুক্তিযোদ্ধাদের কিছু দৃশ্যের শুটিং হয়েছে এদিন।’

গত নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ছবির পরিচালক শ্যাম বেনেগাল ঢাকায় আসেন। ২১ নভেম্বর থেকে ঢাকা ও আশপাশের এলাকায় ছবির শুটিং শুরু করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও রেজিস্ট্রার ভবন এলাকায় ছবির বাংলাদেশ অংশের দৃশ্য ধারণ শুরু হয়। ঢাকা কলেজের মাঠে নির্মাণ করা হয় ৭ মার্চের ভাষণের সেট। এরপর ঢাকার বেশ কয়েকটি এলাকায় শুটিং হয়। বাংলাদেশ অংশের শুটিংয়ের জন্য ভারত থেকে শতাধিক কলাকুশলী ঢাকায় এসেছিলেন।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ছবির অর্ধেকের বেশি দৃশ্য ধারণ করা হয়েছে। বাকি কিছু অংশের শুটিং করা হয় বাংলাদেশে। সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে তা পেছানো হয়েছিল।

এ ছবিতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

বাংলাদেশে শুটিং শুরু হলে বেশ কয়েকজন অভিনয়শিল্পী নতুনভাবে যুক্ত হয়েছেন। যেমন টিক্কা খানের চরিত্রে জায়েদ খান, তোফায়েল আহমেদের চরিত্রে সাব্বির হোসেন, খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মিসহ অনেকেই নতুন করে যুক্ত হয়েছেন।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটের ছবিটি আগামী বছরের মার্চে মুক্তি পাবে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত