Ajker Patrika

বিজেপিবিরোধী ঐক্যে বিরোধীদের অনৈক্য

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৬
বিজেপিবিরোধী ঐক্যে বিরোধীদের অনৈক্য

কথার লড়াই থামছে না ভারতের অন্যতম প্রধান দুই বিরোধী দল কংগ্রেস আর তৃণমূলের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (তৃণমূল) থেকে সমানে ধেয়ে আসছে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে টিপ্পনী। কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলোর বৈঠকও সমানে বয়কট করছে তৃণমূল। তবে তৃণমূলের ধর্ণা কর্মসূচিতে রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতারা উপস্থিত হয়ে বিরোধী ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করলেও খোদ মমতাই কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক জোটের (ইউপিএ) অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত বুধবার মুম্বাই থেকে ইউপিএর অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে মমতা বুঝিয়ে দেন যে কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ তৃণমূল। আর এদিন মমতার ভোট কৌশলী প্রশান্ত কিশোর (পিকে) বলেন, বিরোধীদের নেতা কে হবেন, সেটা ঠিক হওয়া উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে। পিকের মতে, কংগ্রেসের নেতৃত্ব কারও ‘স্বর্গীয় অধিকার’ হতে পারে না। পিকের এই মন্তব্য সমর্থন করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, কংগ্রেস বিজেপি বিরোধী আন্দোলনে ব্যর্থ। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী ঐক্য চাইছেন।

তবে কটাক্ষের জবাব দিচ্ছে কংগ্রেসও। প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল বলেন, ‘কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য আর মুণ্ডুহীন দেহ এক জিনিস।’ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মনে করেন, বিজেপিকে সুবিধা করে দিতেই বিকল্প জোটের ভাবনা আসছে কারও কারও মাথায়।

এদিকে বিরোধীদের অনৈক্য নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, নরেন্দ্র মোদির কোনো বিকল্প নেই। দিশেহারা বিরোধীরা সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত