Ajker Patrika

আজও স্বীকৃতি মেলেনি আব্দুল মান্নানের

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ২৩
আজও স্বীকৃতি মেলেনি আব্দুল মান্নানের

স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি আবু সালেহ মোহাম্মদ আব্দুল মান্নানের (৬৬)। তিনি নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী (বড্ডা) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর যুদ্ধে অংশ নিতে ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার ইলিয়াস চৌধুরী মাধ্যমে মহেশখোলা ইয়ুথ ক্যাম্পে প্রশিক্ষণে যান। পরে সীমান্ত পেরিয়ে প্রশিক্ষণের জন্য ভারতের ঢালু ইয়ুথ, দাম্বু ও রংড়া ক্যাম্পসহ বেশ কিছু ক্যাম্পে নিরস্ত্র প্রশিক্ষণ নেন তিনি। রংড়া থেকে বাঘমারা ক্যাম্প হয়ে ভারতের তুরাত ক্যাম্পে যোগ দেন আব্দুল মান্নান। তুরাত ক্যাম্পে প্রশিক্ষণার্থী অতিরিক্ত থাকায় মহাদেও ক্যাম্পে যান তিনি।

স্বাধীনতার যুদ্ধের পূর্বে আব্দুল মান্নানের আনসার প্রশিক্ষণের দুটি সনদপত্র থাকায় মহাদেও ক্যাম্পের উপদেষ্টা কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান আব্দুল মান্নানকে ওই ক্যাম্পেই রেখে দেন মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক হিসেবে। মহাদেও ক্যাম্পের প্রশিক্ষক আব্দুল মান্নানের নিকট হতে মুক্তিযোদ্ধারা প্রাথমিকভাবে প্রশিক্ষণ নিয়ে ভারতের যেতেন সশস্ত্র প্রশিক্ষণে। এভাবে তিনি দীর্ঘ চার মাস প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়েছেন। কর্নেল এমএজি ওসমানী স্বাক্ষরিত সনদপত্র লাভ করেন আব্দুল মান্নান।

মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ বলেন, আব্দুল মান্নান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধে অংশ নিয়েও মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়াটা দুঃখজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত