ইয়াহ্ইয়া মারুফ, সিলেট

করোনার শেষে গত ঈদুল ফিতরে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ছিল পর্যটকে মুখর। দুই বছর পর মুখে হাসি ফুটেছিল পর্যটন ব্যবসায়ীদের। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন তাঁরা।
তবে ঈদের দুদিন পর জাফলংয়ে স্বেচ্ছাসেবকদের মারধরের শিকার হন কয়েক পর্যটক। দেশজুড়ে সমালোচিত হলে নেতিবাচক প্রভাব পড়ে পর্যটন ব্যবসায়। এরই মধ্যে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে দুই দফায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার কারণে সিলেট বিভাগের সব কটি স্পটে পর্যটক সমাগম একেবারেই কমে যায়। আবারও ধস নামে পর্যটন ব্যবসায়। ব্যাপক ক্ষতি হয় এই শিল্পে। হোটেল-মোটেলের ব্যবসাও একেবারে মন্দা চলছে।
বন্যার পানি নেমে গেলেও এখনো পর্যটক সমাগম ঘটেনি। তবে ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন পর্যটন ব্যবসায়ীরা। হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও দোকানগুলো সাজানো হয়েছে মনোরম সাজে।
সিলেট বিভাগে প্রথম দফা ১১ থেকে ২২ মে এবং দ্বিতীয় দফায় ১৫ জুন শুরু হয়ে এখনো রয়েছে ভয়াবহ বন্যা। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সীমান্তবর্তী উপজেলাগুলো।
পাথর কোয়ারি নির্ভর সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ উপজেলার কোয়ারিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। ফলে খেটে খাওয়া মানুষ পর্যটনকে ঘিরে নানা পেশায় নিয়োজিত ছিলেন। দুই দফা বন্যা সবকিছু লন্ডভন্ড করে দিয়ে গেল।
কোম্পানীগঞ্জ ফটোগ্রাফার সোসাইটির সভাপতি ফখর উদ্দিন বলেন, ‘আমরা এখন একরকম বেকার। বন্যা পর্যটনের অনেক ক্ষতি করে গেছে। পানি নেমে গেছে, কিন্তু পর্যটকদের দেখা মিলছে না। এমনকি শুক্রবার ও শনিবারেও পর্যটক নেই বললেও চলে।’
জাফলং ভিউ হোটেলের পরিচালক মোহাম্মদ সানি বলেন, বন্যার কারণে পর্যটকেরা ভ্রমণে না আসায় তাঁদের বেচাকেনা একেবারে নেই।
নগরীঘেঁষা পর্যটন কেন্দ্র জলাবন রাতারগুল। ভরা মৌসুম হলেও এখনো পর্যটকদের আনাগোনা বাড়েনি। শুধু রাতারগুল নয় বন্যার কারণে পুরো পর্যটন খাতে স্থবিরতা দেখা দিয়েছে। রাতারগুলের নৌকা ব্যবসায়ী মখলিছুর রহমান জানান, ‘তাদের এখানে পর্যটকের অপেক্ষায় আছেন শতাধিক নৌকার মালিক। পর্যটক না আসায় তারা এখন বেকার।’
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘পর্যটনসমৃদ্ধ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যটক বরণের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিতকরণের।’
সিলেট জোনের অতিরিক্ত টুরিস্ট পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, এবারের ঈদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ মাঠে থাকবে।

করোনার শেষে গত ঈদুল ফিতরে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ছিল পর্যটকে মুখর। দুই বছর পর মুখে হাসি ফুটেছিল পর্যটন ব্যবসায়ীদের। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন তাঁরা।
তবে ঈদের দুদিন পর জাফলংয়ে স্বেচ্ছাসেবকদের মারধরের শিকার হন কয়েক পর্যটক। দেশজুড়ে সমালোচিত হলে নেতিবাচক প্রভাব পড়ে পর্যটন ব্যবসায়। এরই মধ্যে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে দুই দফায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার কারণে সিলেট বিভাগের সব কটি স্পটে পর্যটক সমাগম একেবারেই কমে যায়। আবারও ধস নামে পর্যটন ব্যবসায়। ব্যাপক ক্ষতি হয় এই শিল্পে। হোটেল-মোটেলের ব্যবসাও একেবারে মন্দা চলছে।
বন্যার পানি নেমে গেলেও এখনো পর্যটক সমাগম ঘটেনি। তবে ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন পর্যটন ব্যবসায়ীরা। হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও দোকানগুলো সাজানো হয়েছে মনোরম সাজে।
সিলেট বিভাগে প্রথম দফা ১১ থেকে ২২ মে এবং দ্বিতীয় দফায় ১৫ জুন শুরু হয়ে এখনো রয়েছে ভয়াবহ বন্যা। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সীমান্তবর্তী উপজেলাগুলো।
পাথর কোয়ারি নির্ভর সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ উপজেলার কোয়ারিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। ফলে খেটে খাওয়া মানুষ পর্যটনকে ঘিরে নানা পেশায় নিয়োজিত ছিলেন। দুই দফা বন্যা সবকিছু লন্ডভন্ড করে দিয়ে গেল।
কোম্পানীগঞ্জ ফটোগ্রাফার সোসাইটির সভাপতি ফখর উদ্দিন বলেন, ‘আমরা এখন একরকম বেকার। বন্যা পর্যটনের অনেক ক্ষতি করে গেছে। পানি নেমে গেছে, কিন্তু পর্যটকদের দেখা মিলছে না। এমনকি শুক্রবার ও শনিবারেও পর্যটক নেই বললেও চলে।’
জাফলং ভিউ হোটেলের পরিচালক মোহাম্মদ সানি বলেন, বন্যার কারণে পর্যটকেরা ভ্রমণে না আসায় তাঁদের বেচাকেনা একেবারে নেই।
নগরীঘেঁষা পর্যটন কেন্দ্র জলাবন রাতারগুল। ভরা মৌসুম হলেও এখনো পর্যটকদের আনাগোনা বাড়েনি। শুধু রাতারগুল নয় বন্যার কারণে পুরো পর্যটন খাতে স্থবিরতা দেখা দিয়েছে। রাতারগুলের নৌকা ব্যবসায়ী মখলিছুর রহমান জানান, ‘তাদের এখানে পর্যটকের অপেক্ষায় আছেন শতাধিক নৌকার মালিক। পর্যটক না আসায় তারা এখন বেকার।’
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘পর্যটনসমৃদ্ধ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যটক বরণের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিতকরণের।’
সিলেট জোনের অতিরিক্ত টুরিস্ট পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, এবারের ঈদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ মাঠে থাকবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫