Ajker Patrika

তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাজেদা ও তাঁর স্কুল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাজেদা ও তাঁর স্কুল

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ নারীপ্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোছা. সাজেদা খাতুন। সে সঙ্গে তাঁর প্রতিষ্ঠান বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন-উর-রশিদ গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি তালিকা পেয়েছি। এতে নারী ক্যাটাগরিতে সাজেদা খাতুনকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ও বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে।’

এ নিয়ে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ নির্বাচিত হলো। এটি জেলা পর্যায়েও একবার শ্রেষ্ঠ হয়েছিল। সে সঙ্গে সাজেদা প্রাথমিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন তিনবার।

শিক্ষা কর্মকর্তা জানান, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষার্থী ও সহকর্মীদের ওপর প্রভাব ও সহযোগিতা, চারিত্রিক দৃঢ়তা, সততা, আর্থিক স্বচ্ছতাসহ নানান বিষয় যাচাই-বাছাই শেষে সাজেদাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাজেদা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, তিনি ভীষণ খুশি এই সাফল্যে। এজন্য তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, পরিশ্রম করলে সফলতা আসবেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত