Ajker Patrika

মোল্লাহাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৭
মোল্লাহাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে সামাদ শরীফ (৪৫) নামে করাত কলের মালিকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার চুনখোলা গ্রামের সাইদের মোড়ে করাত কলের ঘরে গত সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শাসন গ্রামের সামাদ শরীফ প্রতিবন্ধী একটি শিশুকে একা পেয়ে তাঁর করাতকলের ঘরে নিয়ে জোর করে ধর্ষণ করেন। এরপর বিষয়টি গোপন রাখতে ওই প্রতিবন্ধী শিশুকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন। শিশুটি ভীত অবস্থায় বাড়ি ফিরে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে না পারায় কেবল অসুস্থ ভেবে তার যত্ন নেয়।

এর একদিন পর মঙ্গলবার কাপড়ে রক্ত দেখেন ভুক্তভোগীর মা। এরপর তিনি অভয় দিয়ে শিশুটির থেকে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন ওই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা করে জানিয়েছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত