
ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে দিল্লির সব সিনেমা হল বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি ‘আরআরআর’ পড়েছে বিপাকে। দুই দিন আগেও জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়েই অর্থাৎ ৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। কিন্তু গতকাল তেলুগুর একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মুক্তির তারিখ।
ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ছবি ‘আরআরআর’। এই ছবি বিপুলসংখ্যক দর্শককে আবার হলমুখী করবে বলে আশাবাদ ছিল ছবি-সংশ্লিষ্টদের। কিন্তু এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় ছবিটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে— এ নিয়ে কোনো সন্দেহ নেই।
বক্স অফিস ফ্রিক জানিয়েছে, আগের রাইটস থেকে ৬০ শতাংশ কেটে নতুন চুক্তিতে যেতে চাচ্ছেন অন্ধ্র প্রদেশের পরিবেশকেরা। কারণ টিকিটের মূল্য সেখানে কমেছে। তাঁরা লোকসানের ঝুঁকি নিতে চাচ্ছেন না। এতে এক অন্ধ্র প্রদেশেই ১০০ কোটির মতো ছবির রাইটস কমবে। অন্যদিকে বলিউডের বাজার এখন ভালো নয়। তার ওপর দিল্লির সিনেমা হল বন্ধ। এই ছবির হিন্দি রাইটস রেকর্ড পরিমাণ (১৪০ কোটি রুপি)। মানে হিট হতেই হিন্দিতে প্রায় ২৮০ কোটি রুপি আয় লাগবে। এখন পরিবেশকেরা ২৫ কোটির মতো দিতে চাচ্ছেন। মানে আগের রাইটস থেকে ৮০-৮৫ শতাংশ কমেছে।
এদিকে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতে ৫০ শতাংশ দর্শক নিয়ে চলছে সিনেমা হলগুলো। তাই সেখানেও মুক্তি দিতে চাচ্ছেন না পরিবেশকেরা। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, এই সময়ে মুক্তি দিলে আরআরআর-কে কমপক্ষে ২৫০ কোটি রুপির ক্ষতি বইতে হবে।
ছবির বাজেট ইতিমধ্যে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে তুমুল প্রচারণা চলছে। তাতেও বিপুল অর্থ খরচ হয়েছে। এত প্রমোশনের পর এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় বাজেট আরও বাড়বে। সব মিলে উভয় সংকটে পড়ে ‘আরআরআর’ নির্মাতা এস এস রাজামৌলি শেষ পর্যন্ত মুক্তি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন।
‘আরআরআর’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। তাঁদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেকে।

ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে দিল্লির সব সিনেমা হল বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি ‘আরআরআর’ পড়েছে বিপাকে। দুই দিন আগেও জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়েই অর্থাৎ ৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। কিন্তু গতকাল তেলুগুর একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মুক্তির তারিখ।
ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ছবি ‘আরআরআর’। এই ছবি বিপুলসংখ্যক দর্শককে আবার হলমুখী করবে বলে আশাবাদ ছিল ছবি-সংশ্লিষ্টদের। কিন্তু এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় ছবিটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে— এ নিয়ে কোনো সন্দেহ নেই।
বক্স অফিস ফ্রিক জানিয়েছে, আগের রাইটস থেকে ৬০ শতাংশ কেটে নতুন চুক্তিতে যেতে চাচ্ছেন অন্ধ্র প্রদেশের পরিবেশকেরা। কারণ টিকিটের মূল্য সেখানে কমেছে। তাঁরা লোকসানের ঝুঁকি নিতে চাচ্ছেন না। এতে এক অন্ধ্র প্রদেশেই ১০০ কোটির মতো ছবির রাইটস কমবে। অন্যদিকে বলিউডের বাজার এখন ভালো নয়। তার ওপর দিল্লির সিনেমা হল বন্ধ। এই ছবির হিন্দি রাইটস রেকর্ড পরিমাণ (১৪০ কোটি রুপি)। মানে হিট হতেই হিন্দিতে প্রায় ২৮০ কোটি রুপি আয় লাগবে। এখন পরিবেশকেরা ২৫ কোটির মতো দিতে চাচ্ছেন। মানে আগের রাইটস থেকে ৮০-৮৫ শতাংশ কমেছে।
এদিকে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতে ৫০ শতাংশ দর্শক নিয়ে চলছে সিনেমা হলগুলো। তাই সেখানেও মুক্তি দিতে চাচ্ছেন না পরিবেশকেরা। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, এই সময়ে মুক্তি দিলে আরআরআর-কে কমপক্ষে ২৫০ কোটি রুপির ক্ষতি বইতে হবে।
ছবির বাজেট ইতিমধ্যে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে তুমুল প্রচারণা চলছে। তাতেও বিপুল অর্থ খরচ হয়েছে। এত প্রমোশনের পর এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় বাজেট আরও বাড়বে। সব মিলে উভয় সংকটে পড়ে ‘আরআরআর’ নির্মাতা এস এস রাজামৌলি শেষ পর্যন্ত মুক্তি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন।
‘আরআরআর’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। তাঁদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেকে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫