নাগরপুর প্রতিনিধি

নাগরপুরে পানিনিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই উপজেলা সদর বাজারে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে সড়কে পানি জমে চলাচলে চরম দুর্ভোগ হয়। একটু ভারী বৃষ্টি হলে বাজারসহ বিভিন্ন সড়কে প্রায় হাঁটুপানি জমে যায়। দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢোকে। দেখে মনে হয়, সড়ক নয়, যেন সরু খাল। এতে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। বিড়ম্বনার শিকার হচ্ছে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ পথচারীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, নালার ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে কষ্ট ও দুর্ভোগ জনসাধারণের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে জনগণের এ দুর্ভোগ আরও বহুগুণে বেড়ে যায়। তখন বেহাল রাস্তাঘাটে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়ে। এ ছাড়া ছোটবড় খানাখন্দে পানি জমে ঘটে নানা দুর্ঘটনা।
জানা গেছে, ২০০৬ সালের শেষের দিকে এলজিইডির তত্ত্বাবধানে সদর বাজারের এক পাশ দিয়ে পানিনিষ্কাশন নালা নির্মাণ করা হয়। এরপর সংস্কারের আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নালাটি বন্ধ হয়ে জনগণের দুর্ভোগ চরমে উঠেছে।
সরেজমিনে সদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, উপজেলা সদর বাজারের বটতলা থেকে সোনালী ব্যাংক সড়ক, তালতলা থেকে অগ্রণী ব্যাংক সড়ক ও টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের উপজেলা গেট-সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধ সড়কে ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। এদিকে জলজটের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
কথা হয় স্থানীয় আইনজীবী রাজিউল ইসলাম লেবুর সঙ্গে। তিনি জানান, তালতলা হয়ে অগ্রণী ব্যাংক সড়কে বৃষ্টির পানি জমে এমন বেহাল হয়ে পড়েছে যে হাঁটা দুষ্কর। বাধ্য হয়ে কাঁচাবাজার সড়ক ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
স্কুলশিক্ষক হারুন-অর-রশিদ বলেন, সেতু, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলেও উপজেলা সদর বাজারে শুধু নালার ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছে জনগণ।
স্কুলছাত্র দিপু, রবিন, সুমন বলেন, রাস্তা পাকা হলেও একটু বৃষ্টিতেই এ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পানির কারণে আমাদের অন্য রাস্তা ব্যবহার করতে হয়। তাতে সময়ও লাগে অনেক বেশি। নালা তৈরির মাধ্যমে এ সমস্যার সমাধান করা দরকার বলে দাবি জানান তারা।
সিএনজিচালিত অটোরিকশাচালক শহিদুল বলেন, সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে অনেক সময় গাড়ি উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী ও চালকেরা।
নাগরপুর বাজারের ব্যবসায়ী সুজন সাহা, খোকন, আকাশ বলেন, এ সড়কে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। এ সড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা নেই বলেই চলে। সড়কে পানি থাকার কারণে বিক্রি অনেক কমে গেছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।
নাগরপুর বাজার বনিক সমিতির আহ্বায়ক হাবিবুর রহমান লিটন বলেন, দীর্ঘদিন ধরে নাগরপুর সদর বাজারের সড়কটি বেহাল। নালা ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে যাতায়াতকারীসহ ব্যবসায়ীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুবুর রহমান জানান, তালতলা থেকে অগ্রণী ব্যাংক সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে এডিবি থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া নিচু সড়কগুলো বৃষ্টির মৌসুম শেষে ব্রিক সলিং করে যান ও পথচারীদের চলাচলের উপযোগী করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি আমার নজরে এসেছে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সাধারণ মানুষের ভোগান্তি নিরসন করা হবে।

নাগরপুরে পানিনিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই উপজেলা সদর বাজারে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে সড়কে পানি জমে চলাচলে চরম দুর্ভোগ হয়। একটু ভারী বৃষ্টি হলে বাজারসহ বিভিন্ন সড়কে প্রায় হাঁটুপানি জমে যায়। দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢোকে। দেখে মনে হয়, সড়ক নয়, যেন সরু খাল। এতে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। বিড়ম্বনার শিকার হচ্ছে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ পথচারীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, নালার ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে কষ্ট ও দুর্ভোগ জনসাধারণের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে জনগণের এ দুর্ভোগ আরও বহুগুণে বেড়ে যায়। তখন বেহাল রাস্তাঘাটে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়ে। এ ছাড়া ছোটবড় খানাখন্দে পানি জমে ঘটে নানা দুর্ঘটনা।
জানা গেছে, ২০০৬ সালের শেষের দিকে এলজিইডির তত্ত্বাবধানে সদর বাজারের এক পাশ দিয়ে পানিনিষ্কাশন নালা নির্মাণ করা হয়। এরপর সংস্কারের আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নালাটি বন্ধ হয়ে জনগণের দুর্ভোগ চরমে উঠেছে।
সরেজমিনে সদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, উপজেলা সদর বাজারের বটতলা থেকে সোনালী ব্যাংক সড়ক, তালতলা থেকে অগ্রণী ব্যাংক সড়ক ও টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের উপজেলা গেট-সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধ সড়কে ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। এদিকে জলজটের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
কথা হয় স্থানীয় আইনজীবী রাজিউল ইসলাম লেবুর সঙ্গে। তিনি জানান, তালতলা হয়ে অগ্রণী ব্যাংক সড়কে বৃষ্টির পানি জমে এমন বেহাল হয়ে পড়েছে যে হাঁটা দুষ্কর। বাধ্য হয়ে কাঁচাবাজার সড়ক ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
স্কুলশিক্ষক হারুন-অর-রশিদ বলেন, সেতু, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলেও উপজেলা সদর বাজারে শুধু নালার ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছে জনগণ।
স্কুলছাত্র দিপু, রবিন, সুমন বলেন, রাস্তা পাকা হলেও একটু বৃষ্টিতেই এ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পানির কারণে আমাদের অন্য রাস্তা ব্যবহার করতে হয়। তাতে সময়ও লাগে অনেক বেশি। নালা তৈরির মাধ্যমে এ সমস্যার সমাধান করা দরকার বলে দাবি জানান তারা।
সিএনজিচালিত অটোরিকশাচালক শহিদুল বলেন, সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে অনেক সময় গাড়ি উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী ও চালকেরা।
নাগরপুর বাজারের ব্যবসায়ী সুজন সাহা, খোকন, আকাশ বলেন, এ সড়কে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। এ সড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা নেই বলেই চলে। সড়কে পানি থাকার কারণে বিক্রি অনেক কমে গেছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।
নাগরপুর বাজার বনিক সমিতির আহ্বায়ক হাবিবুর রহমান লিটন বলেন, দীর্ঘদিন ধরে নাগরপুর সদর বাজারের সড়কটি বেহাল। নালা ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে যাতায়াতকারীসহ ব্যবসায়ীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুবুর রহমান জানান, তালতলা থেকে অগ্রণী ব্যাংক সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে এডিবি থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া নিচু সড়কগুলো বৃষ্টির মৌসুম শেষে ব্রিক সলিং করে যান ও পথচারীদের চলাচলের উপযোগী করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি আমার নজরে এসেছে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সাধারণ মানুষের ভোগান্তি নিরসন করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫