ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল ঘেরাও করেছেন স্বজনেরা। এ ঘটনায় বেসরকারি হাসপাতালটির মালিক পক্ষের লোকজন নিহতের স্বজনদের ওপর চড়াও হয়। তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল বুধবার বিকেলে শহরের নিউ টাউন এলাকার স্বদেশ হাসপাতালে এ ঘটনা ঘটে।
ওই প্রসূতির পরিবারের অভিযোগ, মো. জাকির হোসেন নামের এক দালালের মাধ্যমে তাকমিনা বেগমকে গত রোববার বিকেলে সিজারিয়ান অপারেশনের জন্য
হাসপাতালটিতে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে তাকমিনা ছেলে সন্তান জন্ম দেন। কিন্তু নবজাতকের মায়ের শারীরিক অবস্থা ভালো নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁকে ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তাকমিনার মৃত্যু হয়েছে। আর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতেই তড়িঘড়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।
নিহতের বাবা মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পর দিন গত সোমবার মেয়ের মরদেহ দাফন করে আজ (বুধবার) বিকেলে তাঁরা হাসপাতালে এলে মালিকপক্ষের লোকজন শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ছাড়া বিষয়টি নিয়ে কেউ কথা বললে অবস্থা খুব খারাপ হবে বলে হুমকি দেয়। এমনকি তারা প্রয়োজনে ৫০ লাখ টাকা খরচ করবে, তবুও দেখে নিবে বলে হুমকি দেয়।
স্বদেশ হাসপাতাল মালিকপক্ষের পরিচালক মো. মাজহারুল ইসলাম কোনো কথা বলতে রাজি হননি। ভৈরব থানার উপপরিদর্শক কায়সার আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল ঘেরাও করেছেন স্বজনেরা। এ ঘটনায় বেসরকারি হাসপাতালটির মালিক পক্ষের লোকজন নিহতের স্বজনদের ওপর চড়াও হয়। তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল বুধবার বিকেলে শহরের নিউ টাউন এলাকার স্বদেশ হাসপাতালে এ ঘটনা ঘটে।
ওই প্রসূতির পরিবারের অভিযোগ, মো. জাকির হোসেন নামের এক দালালের মাধ্যমে তাকমিনা বেগমকে গত রোববার বিকেলে সিজারিয়ান অপারেশনের জন্য
হাসপাতালটিতে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে তাকমিনা ছেলে সন্তান জন্ম দেন। কিন্তু নবজাতকের মায়ের শারীরিক অবস্থা ভালো নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁকে ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তাকমিনার মৃত্যু হয়েছে। আর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতেই তড়িঘড়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।
নিহতের বাবা মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পর দিন গত সোমবার মেয়ের মরদেহ দাফন করে আজ (বুধবার) বিকেলে তাঁরা হাসপাতালে এলে মালিকপক্ষের লোকজন শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ছাড়া বিষয়টি নিয়ে কেউ কথা বললে অবস্থা খুব খারাপ হবে বলে হুমকি দেয়। এমনকি তারা প্রয়োজনে ৫০ লাখ টাকা খরচ করবে, তবুও দেখে নিবে বলে হুমকি দেয়।
স্বদেশ হাসপাতাল মালিকপক্ষের পরিচালক মো. মাজহারুল ইসলাম কোনো কথা বলতে রাজি হননি। ভৈরব থানার উপপরিদর্শক কায়সার আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫