নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনের তফসিল গত সোমবার ঘোষণা করা হয়েছে। তবে এর বেশ আগে থেকেই বিএনপি ছাড়া ক্ষমতাসীন দলসহ আরও কয়েকটি দলের নেতারা তৎপর হয়ে উঠেছেন। চালাচ্ছেন প্রচার। ভোটারদের রাজনৈতিক আলাপে সরগরম হয়ে উঠেছে পুরো নগর।
কেসিসির বর্তমান মেয়র আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক। খুলনা নগরীর চলমান উন্নয়নে তাঁর কৃতিত্ব রয়েছে। সেই সুবাদে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাঁকে এক প্রকার ঘোষণা দেওয়া হয়েছে অনেক আগেই। এ ছাড়া মেয়র পদে এবার দলের মনোনয়ন পেতে আগ্রহী খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা বারের সভাপতি সাইফুল ইসলামও। নগরীর ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর বিষয়ে অবশ্য এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দলটির বর্তমান কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে প্রচার চালাচ্ছেন।
মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, ‘আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও আবার নির্বাচন করার ব্যাপারে আমি আশাবাদী। সে জন্য নির্বাচনী তৎপরতা অনেক আগেই শুরু করেছি। এরই মধ্যে নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নিয়েছি। খুলনাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চেষ্টা অব্যাহত রেখেছি।’
এদিকে তফসিল ঘোষণা করা হলেও বিএনপি অনেকটাই নিশ্চুপ। দলটির নেতাদের পরিষ্কার বার্তা, তাঁরা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবেন না। যদি দলের কেউ নির্বাচনে প্রার্থী হন, তাহলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। তবে দলটির নগর কমিটির সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু মনে করেন, নির্বাচনকে কৌশল হিসেবে নিলে আন্দোলন আরও জোরদার করা সম্ভব।
খুলনা নগরে অন্যতম রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি (এরশাদ)। দলটি মহাজোটে থাকায় শরিক দল আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করেই কেসিসি নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছে বলে জানান জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু।
এদিকে ইসলামী আন্দোলন কেসিসি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাদের দলের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। চালাচ্ছে তৎপরতা। তবে তফসিল ঘোষণার পর তাদের নির্বাচনী তৎপরতা আরও জোরদার হচ্ছে বলে জানা গেছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনের তফসিল গত সোমবার ঘোষণা করা হয়েছে। তবে এর বেশ আগে থেকেই বিএনপি ছাড়া ক্ষমতাসীন দলসহ আরও কয়েকটি দলের নেতারা তৎপর হয়ে উঠেছেন। চালাচ্ছেন প্রচার। ভোটারদের রাজনৈতিক আলাপে সরগরম হয়ে উঠেছে পুরো নগর।
কেসিসির বর্তমান মেয়র আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক। খুলনা নগরীর চলমান উন্নয়নে তাঁর কৃতিত্ব রয়েছে। সেই সুবাদে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাঁকে এক প্রকার ঘোষণা দেওয়া হয়েছে অনেক আগেই। এ ছাড়া মেয়র পদে এবার দলের মনোনয়ন পেতে আগ্রহী খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা বারের সভাপতি সাইফুল ইসলামও। নগরীর ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর বিষয়ে অবশ্য এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দলটির বর্তমান কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে প্রচার চালাচ্ছেন।
মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, ‘আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও আবার নির্বাচন করার ব্যাপারে আমি আশাবাদী। সে জন্য নির্বাচনী তৎপরতা অনেক আগেই শুরু করেছি। এরই মধ্যে নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নিয়েছি। খুলনাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চেষ্টা অব্যাহত রেখেছি।’
এদিকে তফসিল ঘোষণা করা হলেও বিএনপি অনেকটাই নিশ্চুপ। দলটির নেতাদের পরিষ্কার বার্তা, তাঁরা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবেন না। যদি দলের কেউ নির্বাচনে প্রার্থী হন, তাহলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। তবে দলটির নগর কমিটির সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু মনে করেন, নির্বাচনকে কৌশল হিসেবে নিলে আন্দোলন আরও জোরদার করা সম্ভব।
খুলনা নগরে অন্যতম রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি (এরশাদ)। দলটি মহাজোটে থাকায় শরিক দল আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করেই কেসিসি নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছে বলে জানান জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু।
এদিকে ইসলামী আন্দোলন কেসিসি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাদের দলের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। চালাচ্ছে তৎপরতা। তবে তফসিল ঘোষণার পর তাদের নির্বাচনী তৎপরতা আরও জোরদার হচ্ছে বলে জানা গেছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫