Ajker Patrika

পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকারের

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৫০
পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকারের

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা না থাকা, পুরোনো মূল্য তালিকা রাখা ও নিম্নমানের খাবার তৈরির কারণে এই জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আলেকজান্ডার বাজার ও উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসাইন এ জরিমানা করেন। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

এর মধ্যে মধুবন রেস্তোরাঁকে ৮ হাজার, মুসলিম হোটেলকে ৩ হাজার, আবদুল মতিন হোটেলকে ২ হাজার, ভান্ডারী হোটেলকে ৩ হাজার এবং ইব্রাহিম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সব সময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যেকোনো কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স দেখাবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত