আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা)

গাইবান্ধার ফুলছড়িতে বাজারদরের চেয়ে সরকারি মূল্য কম হওয়ায় চলতি আমন মৌসুমে খাদ্যগুদামে চাল সংগ্রহ অনিশ্চিত হয়ে পড়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চাল সরবরাহে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করেননি মিলমালিকেরা। তবে কর্তৃপক্ষ বলছে, মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই সমস্যার সমাধান করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ফুলছড়ি থেকে সরকারিভাবে ৬৪৭ টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ৪২ টাকা।
এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খাদ্য বিভাগের সঙ্গে চালকলমালিকদের চুক্তি হওয়ার শেষ দিন ছিল গত ২৬ নভেম্বর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও উপজেলার ৩৮টি মিলের একটির মালিকও চাল সরবরাহের চুক্তি করেননি। পরে সরকার এ চুক্তির মেয়াদ ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। সময় বর্ধিত করা হলেও মালিকেরা এখনো ৪২ টাকা দরে চাল দিতে নারাজ। তাঁদের দাবি, বাজারমূল্য থেকে সামান্য হলেও বেশি দিয়ে কিনলে তাঁরা সরকারকে চাল দেবেন। সরকারকে চাল দিয়ে ব্যবসায়িক ক্ষতি করতে তাঁরা রাজি নন।
চাতাল ও চালকলের কয়েকজন মালিকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, সরকার-নির্ধারিত দামের চেয়ে বাজারে চালের দর বেশি। তা ছাড়া মোট বিলের ওপর মালিকদের ২ শতাংশ উৎসে কর ধার্য করা হয়েছে। এ কারণে তাঁরা সরকারি খাদ্যগুদামে চাল দিতে আগ্রহী হচ্ছেন না।
উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আতাউর রহমান বাদল বলেন, বর্তমান বাজারে প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। তাই বাজার থেকে চড়া দামে ধান কিনে গুদামে কম দামে চাল সরবরাহ করা সম্ভব নয়। এ ছাড়া এবার সরবরাহ করা চালের মোট বিলের ওপর ২ শতাংশ হারে উৎসে কর ধার্য করা হয়েছে, যা খুবই দুঃখজনক। ক্ষতি করে কেউ ব্যবসা করবেন না। তাই চালকলমালিকেরা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুসা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ধান কিনে চাল তৈরির পর (গুণগত মানের) মিটার পাসের জন্য চাল শুকানো ও গুদাম পর্যন্ত পরিবহনে খরচ বেশি হওয়ায় এবং উৎসে কর ধার্য করায় মিলমালিকেরা চাল দিতে আগ্রহী হচ্ছেন না। তবে সরকারিভাবে চাল কেনা সফল করতে মালিকদের বোঝানো হচ্ছে। কিছুদিনের মধ্যে তাঁদের সঙ্গে সমঝোতা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গাইবান্ধার ফুলছড়িতে বাজারদরের চেয়ে সরকারি মূল্য কম হওয়ায় চলতি আমন মৌসুমে খাদ্যগুদামে চাল সংগ্রহ অনিশ্চিত হয়ে পড়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চাল সরবরাহে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করেননি মিলমালিকেরা। তবে কর্তৃপক্ষ বলছে, মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই সমস্যার সমাধান করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ফুলছড়ি থেকে সরকারিভাবে ৬৪৭ টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ৪২ টাকা।
এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খাদ্য বিভাগের সঙ্গে চালকলমালিকদের চুক্তি হওয়ার শেষ দিন ছিল গত ২৬ নভেম্বর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও উপজেলার ৩৮টি মিলের একটির মালিকও চাল সরবরাহের চুক্তি করেননি। পরে সরকার এ চুক্তির মেয়াদ ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। সময় বর্ধিত করা হলেও মালিকেরা এখনো ৪২ টাকা দরে চাল দিতে নারাজ। তাঁদের দাবি, বাজারমূল্য থেকে সামান্য হলেও বেশি দিয়ে কিনলে তাঁরা সরকারকে চাল দেবেন। সরকারকে চাল দিয়ে ব্যবসায়িক ক্ষতি করতে তাঁরা রাজি নন।
চাতাল ও চালকলের কয়েকজন মালিকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, সরকার-নির্ধারিত দামের চেয়ে বাজারে চালের দর বেশি। তা ছাড়া মোট বিলের ওপর মালিকদের ২ শতাংশ উৎসে কর ধার্য করা হয়েছে। এ কারণে তাঁরা সরকারি খাদ্যগুদামে চাল দিতে আগ্রহী হচ্ছেন না।
উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আতাউর রহমান বাদল বলেন, বর্তমান বাজারে প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। তাই বাজার থেকে চড়া দামে ধান কিনে গুদামে কম দামে চাল সরবরাহ করা সম্ভব নয়। এ ছাড়া এবার সরবরাহ করা চালের মোট বিলের ওপর ২ শতাংশ হারে উৎসে কর ধার্য করা হয়েছে, যা খুবই দুঃখজনক। ক্ষতি করে কেউ ব্যবসা করবেন না। তাই চালকলমালিকেরা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুসা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ধান কিনে চাল তৈরির পর (গুণগত মানের) মিটার পাসের জন্য চাল শুকানো ও গুদাম পর্যন্ত পরিবহনে খরচ বেশি হওয়ায় এবং উৎসে কর ধার্য করায় মিলমালিকেরা চাল দিতে আগ্রহী হচ্ছেন না। তবে সরকারিভাবে চাল কেনা সফল করতে মালিকদের বোঝানো হচ্ছে। কিছুদিনের মধ্যে তাঁদের সঙ্গে সমঝোতা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫