রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে লবলঙ্গ নদ জবরদখল এবং ভরাট করে চলছে রাস্তার নির্মাণকাজ। ডেকো গার্মেন্টস নামের একটি শিল্পপ্রতিষ্ঠান এ কাজ করছে। রাতদিন চলছে রাস্তা নির্মাণের কর্মযজ্ঞ। বড় বড় ডাম্প ট্রাকে বালু এনে ভরাট করা হচ্ছে লবলঙ্গ। কারখানা কর্তৃপক্ষের দাবি, জমি ক্রয় করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এদিকে নদের অধিকাংশ ভরাটের ফলে জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁরা বলছেন, কৃষিকাজ ব্যাহত হবে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের অংশে লবলঙ্গ দখল করে চলছে রাস্তার নির্মাণকাজ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জবরদখল করে বালু ভরাটের কাজ করছে ডেকু গার্মেন্টস। গার্মেন্টসের নিরাপত্তাপ্রহরী রাস্তার নির্মাণকাজ তদারক করছেন। বালু ভরাট করে পুরো নদ ইতিমধ্যে দখলে নেওয়া হয়েছে। এর বেশির ভাগ অংশ ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। কিছু কিছু অংশে রয়েছে বালুর স্তূপ।
স্থানীয় বাসিন্দা মফিজ উদ্দিন খান বলেন, ‘লবলঙ্গ ভরাট হয়ে গেলে কৃষিজমিতে চাষাবাদ বন্ধ হয়ে যাবে। জমিতে সব সময় জলাবদ্ধতা সৃষ্টি হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, লবলঙ্গকে রক্ষা করা হোক। না হলে লবলঙ্গপারের কৃষকদের না খেয়ে থাকতে হবে।’
সুমন সরকার নামের আরেক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘ডেকো গার্মেন্টস শুধু লবলঙ্গ নয়, সাধারণ কৃষকদের জমি জবরদখল করে বালু ভরাট করেছে। কয়েক দিন ধরে লবলঙ্গ দখলের রাজত্ব চালাচ্ছে। দেখার কেউ নেই।’
নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক সফি কামাল বলেন, ‘শ্রীপুরের নদীগুলো যারা বেশি ভোগ করছে, তারাই আবার দখল করছে। লবলঙ্গ আজ যে অবস্থায় পড়েছে, তা আর বাঁচানো সম্ভব নয়।’
নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, ‘সরেজমিনে দেখলাম, লবলঙ্গ দখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এটা কীভাবে সম্ভব। লবলঙ্গ বাঁচানোর জন্য আমাদের আন্দোলন সব সময় ছিল, আছে, থাকবে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক।’
দখলের বিষয়ে ডেকো গার্মেন্টসের জেনারেল ম্যানেজার (অপারেশন) তাপস বলেন, ‘আমরা জমি কিনে রাস্তা নির্মাণ করছি। আমরা লবলঙ্গ জবরদখল করিনি।’ নদের জমি কার কাছ থেকে কিনেছেন, নদ থেকে সরকারি হিসাবে ১০ মিটার দূরে স্থাপনা নির্মাণের আইন রয়েছে, তাহলে কি জবরদখল করেননি? এমন প্রশ্নে তিনি সরাসরি কথা বলতে অনুরোধ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ বলেন, ‘ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি জানিয়েছেন। আমি ঘটনাস্থলে গিয়ে যথাযথ আইনগত পদক্ষেপ নেব। দখলকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করব।’
ইউএনও সজিব আহমেদ বলেন, ‘ইতিমধ্যে বিষয়টি জেনেছি। লবলঙ্গ জবরদখল করে রাস্তা নির্মাণ কীভাবে সম্ভব? দ্রুততম সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে লবলঙ্গ নদ ভরাট করে চলছে রাস্তার নির্মাণকাজ। এ জন্য রাতদিন চলছে নদ দখলের কর্মযজ্ঞ। এর অধিকাংশ ভরাটের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং কৃষি উৎপাদন বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি উপজেলার দুখলা এলাকায়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে লবলঙ্গ নদ জবরদখল এবং ভরাট করে চলছে রাস্তার নির্মাণকাজ। ডেকো গার্মেন্টস নামের একটি শিল্পপ্রতিষ্ঠান এ কাজ করছে। রাতদিন চলছে রাস্তা নির্মাণের কর্মযজ্ঞ। বড় বড় ডাম্প ট্রাকে বালু এনে ভরাট করা হচ্ছে লবলঙ্গ। কারখানা কর্তৃপক্ষের দাবি, জমি ক্রয় করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এদিকে নদের অধিকাংশ ভরাটের ফলে জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁরা বলছেন, কৃষিকাজ ব্যাহত হবে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের অংশে লবলঙ্গ দখল করে চলছে রাস্তার নির্মাণকাজ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জবরদখল করে বালু ভরাটের কাজ করছে ডেকু গার্মেন্টস। গার্মেন্টসের নিরাপত্তাপ্রহরী রাস্তার নির্মাণকাজ তদারক করছেন। বালু ভরাট করে পুরো নদ ইতিমধ্যে দখলে নেওয়া হয়েছে। এর বেশির ভাগ অংশ ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। কিছু কিছু অংশে রয়েছে বালুর স্তূপ।
স্থানীয় বাসিন্দা মফিজ উদ্দিন খান বলেন, ‘লবলঙ্গ ভরাট হয়ে গেলে কৃষিজমিতে চাষাবাদ বন্ধ হয়ে যাবে। জমিতে সব সময় জলাবদ্ধতা সৃষ্টি হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, লবলঙ্গকে রক্ষা করা হোক। না হলে লবলঙ্গপারের কৃষকদের না খেয়ে থাকতে হবে।’
সুমন সরকার নামের আরেক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘ডেকো গার্মেন্টস শুধু লবলঙ্গ নয়, সাধারণ কৃষকদের জমি জবরদখল করে বালু ভরাট করেছে। কয়েক দিন ধরে লবলঙ্গ দখলের রাজত্ব চালাচ্ছে। দেখার কেউ নেই।’
নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক সফি কামাল বলেন, ‘শ্রীপুরের নদীগুলো যারা বেশি ভোগ করছে, তারাই আবার দখল করছে। লবলঙ্গ আজ যে অবস্থায় পড়েছে, তা আর বাঁচানো সম্ভব নয়।’
নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, ‘সরেজমিনে দেখলাম, লবলঙ্গ দখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এটা কীভাবে সম্ভব। লবলঙ্গ বাঁচানোর জন্য আমাদের আন্দোলন সব সময় ছিল, আছে, থাকবে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক।’
দখলের বিষয়ে ডেকো গার্মেন্টসের জেনারেল ম্যানেজার (অপারেশন) তাপস বলেন, ‘আমরা জমি কিনে রাস্তা নির্মাণ করছি। আমরা লবলঙ্গ জবরদখল করিনি।’ নদের জমি কার কাছ থেকে কিনেছেন, নদ থেকে সরকারি হিসাবে ১০ মিটার দূরে স্থাপনা নির্মাণের আইন রয়েছে, তাহলে কি জবরদখল করেননি? এমন প্রশ্নে তিনি সরাসরি কথা বলতে অনুরোধ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ বলেন, ‘ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি জানিয়েছেন। আমি ঘটনাস্থলে গিয়ে যথাযথ আইনগত পদক্ষেপ নেব। দখলকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করব।’
ইউএনও সজিব আহমেদ বলেন, ‘ইতিমধ্যে বিষয়টি জেনেছি। লবলঙ্গ জবরদখল করে রাস্তা নির্মাণ কীভাবে সম্ভব? দ্রুততম সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে লবলঙ্গ নদ ভরাট করে চলছে রাস্তার নির্মাণকাজ। এ জন্য রাতদিন চলছে নদ দখলের কর্মযজ্ঞ। এর অধিকাংশ ভরাটের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং কৃষি উৎপাদন বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি উপজেলার দুখলা এলাকায়। ছবি: আজকের পত্রিকা

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫