Ajker Patrika

কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ৪০
কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা

ঈশ্বরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলার একটি গ্রামের আবু তালেব ওরফে পিনু মিয়াকে (৩৫)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী তাঁর মা-বাবার সঙ্গে গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। চাকরিরত অবস্থায় পিনু মিয়ার সঙ্গে মোবাইলে পরিচয় হয় তাঁর। এর পর থেকেই পিনু প্রায়ই বিয়ের প্রস্তাব দিত। একপর্যায়ে তিনি বিয়ের আশ্বাসে ওই কিশোরীকে গাজীপুর থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন।

পরে গত ১৪ নভেম্বর ওই কিশোরীর ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে পিনু তাঁকে ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে পিনু টালবাহানা শুরু করেন এবং গত ১৫ নভেম্বর এ বিষয়ে থানায় মামলা করতে চাইলে ভুক্তভোগীকে বাধা দিয়ে স্থানীয়ভাবে সমাধানের কথা বলেন। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় রোববার মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত