
পঞ্জিকার হিসেবে বর্ষাকাল চললেও কৃষকেরা বৃষ্টির অভাবে আমন ধানের চারা রোপণ করতে পারছেন না। পানি না থাকায় মাঠের অনেক জমি ফেটে যাচ্ছে। কৃষকদের বাধ্য হয়ে সেচযন্ত্র ব্যবহার করতে হচ্ছে। এতে শুরুতেই বেড়ে যাচ্ছে চাষের খরচ। প্রতিনিধিদের পাঠানো খবর:
পীরগঞ্জ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা পানির অভাবে চারা রোপণ করতে পারছেন না। প্রচণ্ড রোদে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। চাষ দিয়ে রাখা জমিতে কাদার পরিবর্তে ধুলো উড়ছে।
সেতরাই গ্রামের কৃষক রিপন আলী বলেন, ‘শ্যালো মেশিন দিয়ে সেচে খরচ অনেক। সে তুলনায় ধানের দাম পাওয়া যায় না। সেচ দিয়ে আবাদ করার তো সামর্থ্য নেই।’
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. খায়রুল ইসলাম জানান, বৃষ্টির দেখা না মিললে সম্পূরক সেচের গভীর নলকূপগুলো চালু করা হবে। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে তা চালু করা হয়েছে।
রাণীশংকৈল: বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ধানের জমিতে পানি নেই। সেচের অভাবে মাঠ ফেটে রয়েছে। উপজেলার নয়ানপুর এলাকার কৃষক জামালউদ্দীন বলেন, গত বছর জমি থেকে পানি বের করে চারা রোপণ করতে হয়েছে। কিন্তু এবার তার উল্টো। সেচ দিয়ে চারা লাগাতেই পানি শুকিয়ে মাঠ ফেটে গেছে।
হাটগাঁও গ্রামের কৃষক রহমতুল্লাহ বলেন, ‘প্রায় ১০ বিঘা জমিতে পানির অভাবে ধান রোপণ করতে পারছি না। শ্যালোমেশিন দিয়ে চাষাবাদ করা খুব কষ্টসাধ্য ব্যাপার। বিঘাপ্রতি পানি দিতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে।’
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, নলকূপের ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় কিছু জায়গায় সেচের সমস্যা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দু-চার দিনের মধ্যেই বৃষ্টিপাত হবে।
আজকের পত্রিকা ডেস্ক পানির অভাবে চারা রোপণ করতে না পারায় চরম বিপাকে পড়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার হাজারো কৃষক। অনেকেই বৃষ্টির অপেক্ষায় থাকলেও কেউ কেউ সেচ দিয়ে চারা রোপণ করছেন। এতে খরচ বেড়েছে কয়েক গুণ।
উপজেলার বাংলাবান্ধা এলাকার কৃষক নকিবুল ইসলাম বলেন, ‘আমরা তিন বিঘা জমি আমন ধান করার জন্য প্রস্তুত করেছি। কিন্তু গত কয়েক দিন ধরে বৃষ্টি না হওয়ায় বীজতলা নষ্ট এবং চাষ করা জমি শক্ত হয়ে যাচ্ছে।’
একই সমস্যার কথা জানান নাওয়াপাড়া এলাকার কৃষক হবিবর রহমান। তিনি বলেন, ‘বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়ে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছি। এতে খরচ হচ্ছে কয়েক গুন বেশি। চারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, গত কয়েক দিন ধরে উপজেলায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে । তবে দু-এক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পঞ্জিকার হিসেবে বর্ষাকাল চললেও কৃষকেরা বৃষ্টির অভাবে আমন ধানের চারা রোপণ করতে পারছেন না। পানি না থাকায় মাঠের অনেক জমি ফেটে যাচ্ছে। কৃষকদের বাধ্য হয়ে সেচযন্ত্র ব্যবহার করতে হচ্ছে। এতে শুরুতেই বেড়ে যাচ্ছে চাষের খরচ। প্রতিনিধিদের পাঠানো খবর:
পীরগঞ্জ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা পানির অভাবে চারা রোপণ করতে পারছেন না। প্রচণ্ড রোদে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। চাষ দিয়ে রাখা জমিতে কাদার পরিবর্তে ধুলো উড়ছে।
সেতরাই গ্রামের কৃষক রিপন আলী বলেন, ‘শ্যালো মেশিন দিয়ে সেচে খরচ অনেক। সে তুলনায় ধানের দাম পাওয়া যায় না। সেচ দিয়ে আবাদ করার তো সামর্থ্য নেই।’
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. খায়রুল ইসলাম জানান, বৃষ্টির দেখা না মিললে সম্পূরক সেচের গভীর নলকূপগুলো চালু করা হবে। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে তা চালু করা হয়েছে।
রাণীশংকৈল: বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ধানের জমিতে পানি নেই। সেচের অভাবে মাঠ ফেটে রয়েছে। উপজেলার নয়ানপুর এলাকার কৃষক জামালউদ্দীন বলেন, গত বছর জমি থেকে পানি বের করে চারা রোপণ করতে হয়েছে। কিন্তু এবার তার উল্টো। সেচ দিয়ে চারা লাগাতেই পানি শুকিয়ে মাঠ ফেটে গেছে।
হাটগাঁও গ্রামের কৃষক রহমতুল্লাহ বলেন, ‘প্রায় ১০ বিঘা জমিতে পানির অভাবে ধান রোপণ করতে পারছি না। শ্যালোমেশিন দিয়ে চাষাবাদ করা খুব কষ্টসাধ্য ব্যাপার। বিঘাপ্রতি পানি দিতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে।’
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, নলকূপের ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় কিছু জায়গায় সেচের সমস্যা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দু-চার দিনের মধ্যেই বৃষ্টিপাত হবে।
আজকের পত্রিকা ডেস্ক পানির অভাবে চারা রোপণ করতে না পারায় চরম বিপাকে পড়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার হাজারো কৃষক। অনেকেই বৃষ্টির অপেক্ষায় থাকলেও কেউ কেউ সেচ দিয়ে চারা রোপণ করছেন। এতে খরচ বেড়েছে কয়েক গুণ।
উপজেলার বাংলাবান্ধা এলাকার কৃষক নকিবুল ইসলাম বলেন, ‘আমরা তিন বিঘা জমি আমন ধান করার জন্য প্রস্তুত করেছি। কিন্তু গত কয়েক দিন ধরে বৃষ্টি না হওয়ায় বীজতলা নষ্ট এবং চাষ করা জমি শক্ত হয়ে যাচ্ছে।’
একই সমস্যার কথা জানান নাওয়াপাড়া এলাকার কৃষক হবিবর রহমান। তিনি বলেন, ‘বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়ে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছি। এতে খরচ হচ্ছে কয়েক গুন বেশি। চারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, গত কয়েক দিন ধরে উপজেলায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে । তবে দু-এক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫