Ajker Patrika

বেতাগীতে অজ্ঞান পার্টির খপ্পরে ১৬ জন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৬
বেতাগীতে অজ্ঞান পার্টির খপ্পরে ১৬ জন

বরগুনার বেতাগীতে তাবলিগ জামাতের ১৬ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এশার নামাজের পরে বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইফরান মৌলভির বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে।

অসুস্থ ব্যক্তিদের মধ্যে ৮ জনকে বেতাগী উপজেলা ৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৭ সদস্যের একটি দল ওই মসজিদে যায়। এর আমির সোনাইমুড়ীর বাসিন্দা মুহাম্মদ রুস্তুম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার সময় হঠাৎ তাঁরা অসুস্থবোধ করেন। বিছানা থেকে কেউ উঠে দাঁড়াতে পারছিলেন না।

পরে স্থানীয় তাবলিগ জামাতের লোকজন ও পুলিশ খবর পেয়ে সেখানে যান। এরপর গুরুতর অসুস্থ জামালপুরের মো. ইব্রাহিম খলিল (৬৫), মো. শহীদুল্লাহ (৬৯), মো. শাহাবুদ্দিন (৬০), সাইদুর রহমান (৬৮), চাঁদপুরের মো. আনোয়ার হোসেন (৫৯), ঢাকার বসুন্ধরার মো. মাহামুদুল হাসান (৬০), সোনাইমুড়ির মো. আবুল বাসার (৬২) ও মো. কামাল হোসেনকে (৫০) উদ্ধার করে রাত দুইটার দিকে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাদের সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা চালায়।

বেতাগী থানার ওসি শাহআলম হাওলাদার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত