কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায় আসছেন। আগামী জুলাই মাসের মাঝামাঝি এ সফর হবে বলে জানিয়েছে ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই দেশের সম্পর্কের এক জটিল সময়ে এ সফর হচ্ছে বলে কূটনীতিকেরা জানান।
এই সফরে কী আলোচনা হবে, কাদের সঙ্গে, এমন প্রশ্নে একজন বিশ্লেষক এবং সরকারের এক কর্মকর্তা জানান, উজরা জেয়ার সফরের সময় ও প্রেক্ষাপট এ ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবির আজকের পত্রিকাকে গতকাল সোমবার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ‘কাজ করতে’ আগ্রহী। সফরে হয়তো গণতন্ত্র, মানবাধিকার, নাগরিক নিরাপত্তা, গণমাধ্যম, বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন ইস্যু তাঁরা তুলবেন।
তবে তিনি (উজরা জেয়া) নির্দিষ্ট ‘প্রেসক্রিপশন’ নিয়ে আসছেন, এমনটা মনে হচ্ছে না বলে জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রদূত।
মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই দেশটির সঙ্গে টানাপোড়েন শুরু হয় বাংলাদেশ সরকারের। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবাধ ভোটে কেউ বাধা হয়ে দাঁড়ালে, তাদের বিষয়ে দেশটি গত মে মাসে ভিসা নীতি ঘোষণার পর সরকারের সঙ্গে সম্পর্কে জটিলতা শুরু হয়।
এর পরপরই কোনো দেশের নাম উল্লেখ না করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাঁর সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকান দলের কয়েকজন কংগ্রেস সদস্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চাপ দিলে দ্বিপক্ষীয় সম্পর্কে জটিলতা বাড়তে থাকে।
ঠিক এমন সময়ে দুই প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে কি না, সূক্ষ্মভাবে তা খতিয়ে দেখতে বলেছে বিশ্ব সংস্থাটিকে।
এমন প্রেক্ষাপটে, উজরা জেয়া এই সফরে দেশে নির্বাচনের পরিবেশ, মানবাধিকার পরিস্থিতি, নাগরিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সরকারের কয়েকজন মন্ত্রী, কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা, মানবাধিকার সংগঠনের প্রধান, জাতীয় কয়েকটি দৈনিকের সম্পাদক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে ঢাকায় মার্কিন এক কূটনীতিক জানান।

নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায় আসছেন। আগামী জুলাই মাসের মাঝামাঝি এ সফর হবে বলে জানিয়েছে ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই দেশের সম্পর্কের এক জটিল সময়ে এ সফর হচ্ছে বলে কূটনীতিকেরা জানান।
এই সফরে কী আলোচনা হবে, কাদের সঙ্গে, এমন প্রশ্নে একজন বিশ্লেষক এবং সরকারের এক কর্মকর্তা জানান, উজরা জেয়ার সফরের সময় ও প্রেক্ষাপট এ ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবির আজকের পত্রিকাকে গতকাল সোমবার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ‘কাজ করতে’ আগ্রহী। সফরে হয়তো গণতন্ত্র, মানবাধিকার, নাগরিক নিরাপত্তা, গণমাধ্যম, বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন ইস্যু তাঁরা তুলবেন।
তবে তিনি (উজরা জেয়া) নির্দিষ্ট ‘প্রেসক্রিপশন’ নিয়ে আসছেন, এমনটা মনে হচ্ছে না বলে জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রদূত।
মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই দেশটির সঙ্গে টানাপোড়েন শুরু হয় বাংলাদেশ সরকারের। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবাধ ভোটে কেউ বাধা হয়ে দাঁড়ালে, তাদের বিষয়ে দেশটি গত মে মাসে ভিসা নীতি ঘোষণার পর সরকারের সঙ্গে সম্পর্কে জটিলতা শুরু হয়।
এর পরপরই কোনো দেশের নাম উল্লেখ না করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাঁর সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকান দলের কয়েকজন কংগ্রেস সদস্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চাপ দিলে দ্বিপক্ষীয় সম্পর্কে জটিলতা বাড়তে থাকে।
ঠিক এমন সময়ে দুই প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে কি না, সূক্ষ্মভাবে তা খতিয়ে দেখতে বলেছে বিশ্ব সংস্থাটিকে।
এমন প্রেক্ষাপটে, উজরা জেয়া এই সফরে দেশে নির্বাচনের পরিবেশ, মানবাধিকার পরিস্থিতি, নাগরিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সরকারের কয়েকজন মন্ত্রী, কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা, মানবাধিকার সংগঠনের প্রধান, জাতীয় কয়েকটি দৈনিকের সম্পাদক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে ঢাকায় মার্কিন এক কূটনীতিক জানান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫