মিলন উল্লাহ, কুষ্টিয়া

আজ ১ কার্তিক। ফকির লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনের লালন স্মরণোৎসব। ১৮৯০ সালের ১৭ অক্টোবর লালন সাঁই ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। লালন সাঁইয়ের তিরোধান দিবসে প্রতিবছর স্মরণোৎসব করেন তাঁর অনুসারীরা।
এ উপলক্ষে কয়েক দিন আগে থেকেই ছেঁউড়িয়ার আখড়াবাড়ি মুখর হয়ে উঠেছে সমবেত ভক্ত, সাধু ও লালন অনুসারীর পদচারণে।
জানামতে, চৈত্রের এক দোলপূর্ণিমার দিনে দুরারোগ্য ব্যাধি নিয়ে লালন সাঁইয়ের আবির্ভাব ঘটেছিল ছেঁউড়িয়ার কালীগঙ্গা নদীর ঘাটে। এর পর থেকে তিনি সেখানেই থেকে যান। তাই দেহত্যাগের পর তাঁর স্মৃতি ধরে রাখা এবং বাণী প্রচারের জন্য অনুসারীরা এই দিনটিতে তাঁকে বিশেষভাবে স্মরণ করেন। সেই ধারাবাহিকতায় এবার বসেছে লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবসের বিশাল আয়োজন।
আজ সকালে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে বাউল সাধুসঙ্গ। চলবে ১৯ অক্টোবর বা ৩ কার্তিক পর্যন্ত। উৎসবকে কেন্দ্র করে লালনের মাজার সাজানো হয়েছে বর্ণিল সাজে। মাজারের ভেতরে বসেছে বাউল ফকিরদের আসর আর কালীগঙ্গা নদীর পারে বসেছে বিশাল মেলা। লালন মঞ্চ প্রস্তুত করা হয়েছে আলোচনা সভা এবং রাতভর লালন গানের জন্য। সিসি ক্যামেরাসহ রয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।
এখানে আসা লালনের ভক্ত ও অনুসারীদের বিশ্বাস, সাধু দর্শনে মনের ময়লা কেটে যায়। তাই সাধুসঙ্গ করতে তাঁরা বারবার ফিরে আসেন সাঁইজির বারামখানায়।
ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুগুরুরা এসে জড়ো হয়েছেন ছেঁউড়িয়ায়। গতকাল রোববার বিকেলে গিয়ে দেখা যায়, বাউলসম্রাটের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই স্মরণোৎসব কেন্দ্রের এক দিকে চলছে শিল্পীদের শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে সাধুগুরুরা ব্যস্ত সময় পার করছেন তাঁদের প্রাণপুরুষকে স্মরণ করতে। সেই সঙ্গে লালন মেলাকে কেন্দ্র করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন কালীগঙ্গা নদীর পারের বিস্তীর্ণ জায়গাজুড়ে।
লালন মাজারের খাদেম মশিউর রহমান রাজন বলেন, এবার বেশ কয়েক দিন আগে থেকেই লালনের অনুসারীরা এসে ছেঁউড়িয়ায় এই আখড়াবাড়িতে ভিড় জমিয়েছেন। আশা করা যায়, এবারের তিরোধান দিবসে ফকির লালন সাঁইকে স্মরণ করতে অনেক বেশি সাধুগুরু এবং তাঁর অনুসারীরা এখানে জড়ো হবেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে স্মরণোৎসব সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। সাধুগুরুদের থাকা-খাওয়াসহ নিরাপত্তায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।
কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘লালন স্মরণোৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখো মানুষ এখানে আসবেন। এই উৎসবে যোগদানে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সে জন্য তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, সাধুগুরুদের থাকা-খাওয়াসহ সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূল মঞ্চে যেমন থাকবে আলোচনা সভা, তেমনি রাতভর দেশবরেণ্য লালনশিল্পীরা তাঁদের গান পরিবেশন কবেন।
আজ সন্ধ্যায় লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

আজ ১ কার্তিক। ফকির লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনের লালন স্মরণোৎসব। ১৮৯০ সালের ১৭ অক্টোবর লালন সাঁই ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। লালন সাঁইয়ের তিরোধান দিবসে প্রতিবছর স্মরণোৎসব করেন তাঁর অনুসারীরা।
এ উপলক্ষে কয়েক দিন আগে থেকেই ছেঁউড়িয়ার আখড়াবাড়ি মুখর হয়ে উঠেছে সমবেত ভক্ত, সাধু ও লালন অনুসারীর পদচারণে।
জানামতে, চৈত্রের এক দোলপূর্ণিমার দিনে দুরারোগ্য ব্যাধি নিয়ে লালন সাঁইয়ের আবির্ভাব ঘটেছিল ছেঁউড়িয়ার কালীগঙ্গা নদীর ঘাটে। এর পর থেকে তিনি সেখানেই থেকে যান। তাই দেহত্যাগের পর তাঁর স্মৃতি ধরে রাখা এবং বাণী প্রচারের জন্য অনুসারীরা এই দিনটিতে তাঁকে বিশেষভাবে স্মরণ করেন। সেই ধারাবাহিকতায় এবার বসেছে লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবসের বিশাল আয়োজন।
আজ সকালে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে বাউল সাধুসঙ্গ। চলবে ১৯ অক্টোবর বা ৩ কার্তিক পর্যন্ত। উৎসবকে কেন্দ্র করে লালনের মাজার সাজানো হয়েছে বর্ণিল সাজে। মাজারের ভেতরে বসেছে বাউল ফকিরদের আসর আর কালীগঙ্গা নদীর পারে বসেছে বিশাল মেলা। লালন মঞ্চ প্রস্তুত করা হয়েছে আলোচনা সভা এবং রাতভর লালন গানের জন্য। সিসি ক্যামেরাসহ রয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।
এখানে আসা লালনের ভক্ত ও অনুসারীদের বিশ্বাস, সাধু দর্শনে মনের ময়লা কেটে যায়। তাই সাধুসঙ্গ করতে তাঁরা বারবার ফিরে আসেন সাঁইজির বারামখানায়।
ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুগুরুরা এসে জড়ো হয়েছেন ছেঁউড়িয়ায়। গতকাল রোববার বিকেলে গিয়ে দেখা যায়, বাউলসম্রাটের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই স্মরণোৎসব কেন্দ্রের এক দিকে চলছে শিল্পীদের শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে সাধুগুরুরা ব্যস্ত সময় পার করছেন তাঁদের প্রাণপুরুষকে স্মরণ করতে। সেই সঙ্গে লালন মেলাকে কেন্দ্র করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন কালীগঙ্গা নদীর পারের বিস্তীর্ণ জায়গাজুড়ে।
লালন মাজারের খাদেম মশিউর রহমান রাজন বলেন, এবার বেশ কয়েক দিন আগে থেকেই লালনের অনুসারীরা এসে ছেঁউড়িয়ায় এই আখড়াবাড়িতে ভিড় জমিয়েছেন। আশা করা যায়, এবারের তিরোধান দিবসে ফকির লালন সাঁইকে স্মরণ করতে অনেক বেশি সাধুগুরু এবং তাঁর অনুসারীরা এখানে জড়ো হবেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে স্মরণোৎসব সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। সাধুগুরুদের থাকা-খাওয়াসহ নিরাপত্তায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।
কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘লালন স্মরণোৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখো মানুষ এখানে আসবেন। এই উৎসবে যোগদানে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সে জন্য তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, সাধুগুরুদের থাকা-খাওয়াসহ সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূল মঞ্চে যেমন থাকবে আলোচনা সভা, তেমনি রাতভর দেশবরেণ্য লালনশিল্পীরা তাঁদের গান পরিবেশন কবেন।
আজ সন্ধ্যায় লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫