কুমিল্লা প্রতিনিধি

কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার মূল আসামি, অর্থ জোগানদাতা ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত কাউন্সিলরের পরিবার ও স্বজনেরা। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর ১৭ নম্বর ওয়ার্ড পাথুরিয়া পাড়ায় এক বিক্ষোভ সমাবেশে নিহতের পরিবারসহ এলাকাবাসী মূল আসামি শাহালম ও সোহেলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় নিহত কাউন্সিলরের প্রধান সহযোগী যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনা ঘটানোর জন্য অর্থের জোগানদাতা ও মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে হবে। সোহেল ভাই অধিক জনপ্রিয় হওয়ায় কেউ এ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হতে পারবেন না, তাই তাঁরা অর্থ জোগান দিয়ে পরিকল্পনা করে মাদক ব্যবসায়ীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অবিলম্বে মূল আসামিদের গ্রেপ্তার করে মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে হবে।
নিহত সোহেলের ছেলে সৈয়দ নাদিম বলেন, এ ঘটনায় যাঁরাই জড়িত থাকুক, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে হবে। একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এ হত্যার আড়ালের লোকদেরও খুঁজে বের করতে হবে।
এদিকে কাউন্সিলর সোহেল ও হরিপদ হত্যা মামলার এজাহারনামীয় ১১ আসামির মধ্যে সুমন, রকি, মাছুম, আলম ও জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার দুই আসামি সাব্বির ও সাজন পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে গত সোমবার দিনগত রাতে নিহত হয়েছেন। এতে ৩ পুলিশ আহত হয়েছে বলে জানা যায়। এ সময় গুলিসহ পিস্তল, একটি পাইপগান ও কার্তুজের খোসা জব্দ করা হয়। রাত ১টায় নগরীর সংরাইশ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল দাশ।
এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাব্বি ইসলাম অন্তু নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহারের বাকি আসামিদের ধরতে জেলা পুলিশ, এন্টি টেররিজম ইউনিট ও ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। অচিরেই তাঁদের গ্রেপ্তার করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহম্মেদ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, গতকাল মঙ্গলবার রাতে সরকারি কাজে বাধা, হত্যা ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিষয় নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পার্শ্ববর্তী ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার মূল আসামি, অর্থ জোগানদাতা ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত কাউন্সিলরের পরিবার ও স্বজনেরা। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর ১৭ নম্বর ওয়ার্ড পাথুরিয়া পাড়ায় এক বিক্ষোভ সমাবেশে নিহতের পরিবারসহ এলাকাবাসী মূল আসামি শাহালম ও সোহেলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় নিহত কাউন্সিলরের প্রধান সহযোগী যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনা ঘটানোর জন্য অর্থের জোগানদাতা ও মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে হবে। সোহেল ভাই অধিক জনপ্রিয় হওয়ায় কেউ এ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হতে পারবেন না, তাই তাঁরা অর্থ জোগান দিয়ে পরিকল্পনা করে মাদক ব্যবসায়ীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অবিলম্বে মূল আসামিদের গ্রেপ্তার করে মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে হবে।
নিহত সোহেলের ছেলে সৈয়দ নাদিম বলেন, এ ঘটনায় যাঁরাই জড়িত থাকুক, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে হবে। একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এ হত্যার আড়ালের লোকদেরও খুঁজে বের করতে হবে।
এদিকে কাউন্সিলর সোহেল ও হরিপদ হত্যা মামলার এজাহারনামীয় ১১ আসামির মধ্যে সুমন, রকি, মাছুম, আলম ও জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার দুই আসামি সাব্বির ও সাজন পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে গত সোমবার দিনগত রাতে নিহত হয়েছেন। এতে ৩ পুলিশ আহত হয়েছে বলে জানা যায়। এ সময় গুলিসহ পিস্তল, একটি পাইপগান ও কার্তুজের খোসা জব্দ করা হয়। রাত ১টায় নগরীর সংরাইশ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল দাশ।
এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাব্বি ইসলাম অন্তু নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহারের বাকি আসামিদের ধরতে জেলা পুলিশ, এন্টি টেররিজম ইউনিট ও ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। অচিরেই তাঁদের গ্রেপ্তার করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহম্মেদ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, গতকাল মঙ্গলবার রাতে সরকারি কাজে বাধা, হত্যা ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিষয় নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পার্শ্ববর্তী ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫