
ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনের পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’। ১৩, ১৪ ও ১৫ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল। কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং, আর্টসহ সব ধরনের বিনোদন নিয়ে ফেস্টিভ্যালটি আয়োজন করতে যাচ্ছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
তিন দিনের এ উৎসবের অন্যতম আয়োজন কনসার্ট। এতে পারফর্ম করবে দেশের ৩২টি ব্যান্ড। প্রথম দিনের লাইনআপে আছে ব্যান্ড ইন্দালো, বাংলা ফাইভ, লেভেল ফাইভ, ওউনড, অড সিগনেচার, হাতিরপুল সিজনস, ড্যাডস ইন দ্য পার্ক, রায়হান ইসলাম শুভ্র, কে পপ পারফরম্যান্স, ফিরোজ জং ও ওল্ড ঢাকা ডায়েরিস।
দ্বিতীয় দিন ১৪ জুলাই মঞ্চ মাতাবে আরও ১১ ব্যান্ড। তালিকায় আছে আর্টসেল, ক্রিপটিক ফেট, শাফায়েত অ্যান্ড ব্ল্যাক জ্যাং, অ্যাশেজ, পাওয়ারসার্জ, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, সাবকনসাস, ইনকোর, নেইভ ও মেসিয়ানিক এরা। উৎসবের শেষ দিন পারফর্ম করবে ১০টি ব্যান্ড। তালিকায় আছে অ্যাভয়েড রাফা, ওয়ারফেজ, ব্ল্যাক, আর্বোভাইরাস, কার্নিভাল, মেকানিক্স, ব্ল্যাক জ্যাং, আপেক্ষিক, এ কে রাহুল ও শাফায়েত।
সম্প্রতি মুক্তি পেয়েছে সামার কনের অফিশিয়াল থিম সং এস্কেপ। থিম সংয়ে হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের সঙ্গে যুক্ত হয়েছেন শিশির আহমেদ, রায়েফ আল হাসান রাফা ও ব্ল্যাক জ্যাং। আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘ফেস্টিভ্যালে শিশুদের জন্য বিশেষ কিডস জোনের ব্যবস্থা থাকবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিভাবকেরা তাঁদের সন্তানকে রেখে ফেস্টিভ্যালের অন্যান্য প্রোগ্রাম উপভোগ করতে পারবেন। তা ছাড়া আমরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছি, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে। আশা করি ঢাকা সামার কন বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।’

ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনের পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’। ১৩, ১৪ ও ১৫ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল। কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং, আর্টসহ সব ধরনের বিনোদন নিয়ে ফেস্টিভ্যালটি আয়োজন করতে যাচ্ছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
তিন দিনের এ উৎসবের অন্যতম আয়োজন কনসার্ট। এতে পারফর্ম করবে দেশের ৩২টি ব্যান্ড। প্রথম দিনের লাইনআপে আছে ব্যান্ড ইন্দালো, বাংলা ফাইভ, লেভেল ফাইভ, ওউনড, অড সিগনেচার, হাতিরপুল সিজনস, ড্যাডস ইন দ্য পার্ক, রায়হান ইসলাম শুভ্র, কে পপ পারফরম্যান্স, ফিরোজ জং ও ওল্ড ঢাকা ডায়েরিস।
দ্বিতীয় দিন ১৪ জুলাই মঞ্চ মাতাবে আরও ১১ ব্যান্ড। তালিকায় আছে আর্টসেল, ক্রিপটিক ফেট, শাফায়েত অ্যান্ড ব্ল্যাক জ্যাং, অ্যাশেজ, পাওয়ারসার্জ, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, সাবকনসাস, ইনকোর, নেইভ ও মেসিয়ানিক এরা। উৎসবের শেষ দিন পারফর্ম করবে ১০টি ব্যান্ড। তালিকায় আছে অ্যাভয়েড রাফা, ওয়ারফেজ, ব্ল্যাক, আর্বোভাইরাস, কার্নিভাল, মেকানিক্স, ব্ল্যাক জ্যাং, আপেক্ষিক, এ কে রাহুল ও শাফায়েত।
সম্প্রতি মুক্তি পেয়েছে সামার কনের অফিশিয়াল থিম সং এস্কেপ। থিম সংয়ে হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের সঙ্গে যুক্ত হয়েছেন শিশির আহমেদ, রায়েফ আল হাসান রাফা ও ব্ল্যাক জ্যাং। আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘ফেস্টিভ্যালে শিশুদের জন্য বিশেষ কিডস জোনের ব্যবস্থা থাকবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিভাবকেরা তাঁদের সন্তানকে রেখে ফেস্টিভ্যালের অন্যান্য প্রোগ্রাম উপভোগ করতে পারবেন। তা ছাড়া আমরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছি, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে। আশা করি ঢাকা সামার কন বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫