সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর বাজার থেকে ফৈনপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় ইটের সলিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় গর্তের। দুর্ভোগ নিয়ে চলাচল করে মানুষ ও যানবাহন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর অধিকাংশ স্থানে ইটের কোনো অস্তিত্ব নেই। মাঝেমধ্যে কিছু অংশে থাকলেও বেশির ভাগ স্থানেই ইট নেই। এতে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। তাই রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর।
একাধিক বাসিন্দা জানান, রাস্তার অবস্থা খুব খারাপ, তাঁরা কষ্টে আছেন। রিকশা কিংবা ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়া আর কোনো যানবাহন এই পথে চলাচল করে না। রাস্তার যে অবস্থা, তাতে রিকশায় উঠলে কী পরিমাণ যে ঝাঁকি সইতে হয়, তা বলার নয়। রাস্তাটি নির্মাণে ব্যবহৃত ইট উঠে গিয়ে ধুলা ওড়ে। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কারের দাবি জানান তাঁরা।
ফৈনপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ‘এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। রিকশায় যাওয়াই যায় না, বিভিন্ন অংশের ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। রিকশায় গেলে ঝাঁকুনি খেতে হয়। তাই বেশির ভাগ সময়ই হেঁটে যাওয়া-আসা করি। আমরা এই রাস্তাটি পাকা করার দাবি জানাচ্ছি। তা না হলে আমাদের দুর্ভোগ নিয়েই চলাচল করতে হবে।’
গৃহিণী মরিয়ম আক্তার বলেন, ফৈনপুর থেকে রিকশায় শেখরনগর আসতে খুব কষ্ট হয়। রিকশার ঝাঁকুনিতে কোমরে ব্যথা হয়। তারপরও যাওয়া-আসা করতে হয়। রাস্তাটি অনেক বছর ধরে খানাখন্দে ভরে গেছে, কারও নজরে পড়ে না।
অটোরিকশার চালক মো. মনির শেখ বলেন, ‘এই রাস্তার বিভিন্ন অংশে ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে, অনেক ঝাঁকুনি হয়। যাত্রীরা যেতে চায় না, অনেক কষ্ট হয়।’
শেখরনগর ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. হেলাল খান বলেন, শেখরনগর-ফৈনপুর রাস্তাটি প্রায় ১৫ বছর আগে ইটের সলিং হয়েছিল, এখন রাস্তাটি বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে খানাখন্দে ভরে গেছে। রাস্তাটি পাকা করা জরুরি। তা না হলে আসছে বৃষ্টির দিনে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়ে যাবে।
শেখরনগর ইউপির চেয়ারম্যান দেবব্রত সরকার (টুটুল) বলেন, রাস্তাটি মেরামতের জন্য আমরা ১ লাখ ৩০ হাজার টাকার মতো বরাদ্দ দিয়েছি। এ ছাড়া সাংসদের মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি, সেটা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর বাজার থেকে ফৈনপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় ইটের সলিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় গর্তের। দুর্ভোগ নিয়ে চলাচল করে মানুষ ও যানবাহন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর অধিকাংশ স্থানে ইটের কোনো অস্তিত্ব নেই। মাঝেমধ্যে কিছু অংশে থাকলেও বেশির ভাগ স্থানেই ইট নেই। এতে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। তাই রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর।
একাধিক বাসিন্দা জানান, রাস্তার অবস্থা খুব খারাপ, তাঁরা কষ্টে আছেন। রিকশা কিংবা ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়া আর কোনো যানবাহন এই পথে চলাচল করে না। রাস্তার যে অবস্থা, তাতে রিকশায় উঠলে কী পরিমাণ যে ঝাঁকি সইতে হয়, তা বলার নয়। রাস্তাটি নির্মাণে ব্যবহৃত ইট উঠে গিয়ে ধুলা ওড়ে। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কারের দাবি জানান তাঁরা।
ফৈনপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ‘এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। রিকশায় যাওয়াই যায় না, বিভিন্ন অংশের ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। রিকশায় গেলে ঝাঁকুনি খেতে হয়। তাই বেশির ভাগ সময়ই হেঁটে যাওয়া-আসা করি। আমরা এই রাস্তাটি পাকা করার দাবি জানাচ্ছি। তা না হলে আমাদের দুর্ভোগ নিয়েই চলাচল করতে হবে।’
গৃহিণী মরিয়ম আক্তার বলেন, ফৈনপুর থেকে রিকশায় শেখরনগর আসতে খুব কষ্ট হয়। রিকশার ঝাঁকুনিতে কোমরে ব্যথা হয়। তারপরও যাওয়া-আসা করতে হয়। রাস্তাটি অনেক বছর ধরে খানাখন্দে ভরে গেছে, কারও নজরে পড়ে না।
অটোরিকশার চালক মো. মনির শেখ বলেন, ‘এই রাস্তার বিভিন্ন অংশে ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে, অনেক ঝাঁকুনি হয়। যাত্রীরা যেতে চায় না, অনেক কষ্ট হয়।’
শেখরনগর ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. হেলাল খান বলেন, শেখরনগর-ফৈনপুর রাস্তাটি প্রায় ১৫ বছর আগে ইটের সলিং হয়েছিল, এখন রাস্তাটি বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে খানাখন্দে ভরে গেছে। রাস্তাটি পাকা করা জরুরি। তা না হলে আসছে বৃষ্টির দিনে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়ে যাবে।
শেখরনগর ইউপির চেয়ারম্যান দেবব্রত সরকার (টুটুল) বলেন, রাস্তাটি মেরামতের জন্য আমরা ১ লাখ ৩০ হাজার টাকার মতো বরাদ্দ দিয়েছি। এ ছাড়া সাংসদের মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি, সেটা প্রক্রিয়াধীন রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫