কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরের অধিকাংশ গবাদিপশু লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হচ্ছে। খামারিদের দাবি, উপজেলায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও প্রাণিসম্পদ অফিসের নেই কোনো তৎপরতা। এতে গ্রাম্য চিকিৎসকেরা আক্রান্ত পশুদের চিকিৎসা দিচ্ছেন নিষিদ্ধ ওষুধে।
কোটচাঁদপুর প্রাণিসম্পদ অফিসের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান বলেন, এলএসডি ভাইরাসজনিত চর্মরোগ। এ রোগে শুধু গরু ও মহিষ আক্রান্ত হয়, যা ৩ বছর আগে এ দেশে দেখা দিয়েছিল। গত ২ বছর দেখা না গেলেও এ বছরের জুলাই থেকে এর প্রাদুর্ভাব শুরু হয়। এর মধ্যে সেপ্টেম্বর মাসে বেশি গরু আক্রান্ত হয়েছে।
আতাউর রহমান আরও বলেন, ‘এই উপজেলায় ৩৯ হাজার ৭৮২টি গরু-মহিষ আছে। এগুলোর মধ্যে আমাদের রেকর্ড অনুযায়ী ৬৫৫টি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে হাতে গোনা কয়েকটি। তবে এর বাইরে আরও পশু আক্রান্ত ও মৃত্যু হতে পারে। তবে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। এ অফিসে যাঁরা বিভিন্ন প্রকল্পে কাজ করেন, তাঁরাও মানুষকে সচেতন করছেন।’
তবে এ কথা মানতে নারাজ উপজেলা তালসার গ্রামের আকিমুল ইসলাম সাজু। তিনি বলেন, ‘এ গ্রামের অনেক পশু আক্রান্ত হয়েছে। মারাও গেছে বেশ কয়েকটি। এ ছাড়া এখনো বাড়িতে ভুগছে অনেক পশু। এ পশুগুলোর চিকিৎসা দিচ্ছেন সার্টিফিকেটবিহীন স্থানীয় পশুচিকিৎসকেরা।’
সাজু আরও বলেন, এ রোগের প্রাদুর্ভাব বাড়ার পর থেকে প্রাণিসম্পদ অফিসের কাউকে দেখা যায়নি তালসারে। এ ছাড়া সচেতনতামূলক কোনো সভাও চোখে পড়েনি।
এ রোগের চিকিৎসা নিয়ে অফিসের এলডিডিপি প্রকল্পের বকুল আহম্মেদ বলেন, ‘এই ইউনিয়নে শতকরা ৭০-৮০টি গরুর এ রোগ ধরা পড়েছে। এতে মূলত ইরাসেফ ২ গ্রাম, পিপাভেট, কিটোফেন, ডেক্সামেট দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ চিকিৎসায় ভালো হতে কোনো গরুর তিন দিন, কোনো সাত দিন, আবার কোনো গরুর বেশি দিন সময় লাগছে।’
চিকিৎসা ব্যয় প্রসঙ্গে বকুল আহম্মেদ বলেন, ‘সব মিলিয়ে দিন ৪০০ থেকে ৪৫০ টাকা লাগছে। কিটোপ্রোফেন, অ্যান্টিবায়োটিক আর ডেক্সামেট ব্যবহার করছি। এ রোগে এসব ওষুধ ব্যবহার নিষিদ্ধ হলেও কেন ব্যবহার করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব না দিলে গরুর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই ব্যবহার করা।’
উপজেলা প্রাণিসম্পদ অফিসের ইআইপি প্রকল্পের রানা আহম্মেদও বলেছেন একই কথা। তিনিও নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন এ রোগের গরুগুলোকে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত) ডা. রেজাউল করিম বলেন, ‘এ রোগে আক্রান্তের সংখ্যা বেশি। তবে মৃত্যুহার কম। এ রোগে ছোট বাছুরের মৃত্যুঝুঁকি বেশি থাকে।’
রেজাউল করিম আরও বলেন, এ রোগের তেমন কোনো চিকিৎসা নেই। সাপোর্টিং চিকিৎসা দিয়ে পশুকে সুস্থ করতে হবে। আর স্থানীয় চিকিৎসকদের নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে।’

ঝিনাইদহের কোটচাঁদপুরের অধিকাংশ গবাদিপশু লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হচ্ছে। খামারিদের দাবি, উপজেলায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও প্রাণিসম্পদ অফিসের নেই কোনো তৎপরতা। এতে গ্রাম্য চিকিৎসকেরা আক্রান্ত পশুদের চিকিৎসা দিচ্ছেন নিষিদ্ধ ওষুধে।
কোটচাঁদপুর প্রাণিসম্পদ অফিসের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান বলেন, এলএসডি ভাইরাসজনিত চর্মরোগ। এ রোগে শুধু গরু ও মহিষ আক্রান্ত হয়, যা ৩ বছর আগে এ দেশে দেখা দিয়েছিল। গত ২ বছর দেখা না গেলেও এ বছরের জুলাই থেকে এর প্রাদুর্ভাব শুরু হয়। এর মধ্যে সেপ্টেম্বর মাসে বেশি গরু আক্রান্ত হয়েছে।
আতাউর রহমান আরও বলেন, ‘এই উপজেলায় ৩৯ হাজার ৭৮২টি গরু-মহিষ আছে। এগুলোর মধ্যে আমাদের রেকর্ড অনুযায়ী ৬৫৫টি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে হাতে গোনা কয়েকটি। তবে এর বাইরে আরও পশু আক্রান্ত ও মৃত্যু হতে পারে। তবে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। এ অফিসে যাঁরা বিভিন্ন প্রকল্পে কাজ করেন, তাঁরাও মানুষকে সচেতন করছেন।’
তবে এ কথা মানতে নারাজ উপজেলা তালসার গ্রামের আকিমুল ইসলাম সাজু। তিনি বলেন, ‘এ গ্রামের অনেক পশু আক্রান্ত হয়েছে। মারাও গেছে বেশ কয়েকটি। এ ছাড়া এখনো বাড়িতে ভুগছে অনেক পশু। এ পশুগুলোর চিকিৎসা দিচ্ছেন সার্টিফিকেটবিহীন স্থানীয় পশুচিকিৎসকেরা।’
সাজু আরও বলেন, এ রোগের প্রাদুর্ভাব বাড়ার পর থেকে প্রাণিসম্পদ অফিসের কাউকে দেখা যায়নি তালসারে। এ ছাড়া সচেতনতামূলক কোনো সভাও চোখে পড়েনি।
এ রোগের চিকিৎসা নিয়ে অফিসের এলডিডিপি প্রকল্পের বকুল আহম্মেদ বলেন, ‘এই ইউনিয়নে শতকরা ৭০-৮০টি গরুর এ রোগ ধরা পড়েছে। এতে মূলত ইরাসেফ ২ গ্রাম, পিপাভেট, কিটোফেন, ডেক্সামেট দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ চিকিৎসায় ভালো হতে কোনো গরুর তিন দিন, কোনো সাত দিন, আবার কোনো গরুর বেশি দিন সময় লাগছে।’
চিকিৎসা ব্যয় প্রসঙ্গে বকুল আহম্মেদ বলেন, ‘সব মিলিয়ে দিন ৪০০ থেকে ৪৫০ টাকা লাগছে। কিটোপ্রোফেন, অ্যান্টিবায়োটিক আর ডেক্সামেট ব্যবহার করছি। এ রোগে এসব ওষুধ ব্যবহার নিষিদ্ধ হলেও কেন ব্যবহার করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব না দিলে গরুর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই ব্যবহার করা।’
উপজেলা প্রাণিসম্পদ অফিসের ইআইপি প্রকল্পের রানা আহম্মেদও বলেছেন একই কথা। তিনিও নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন এ রোগের গরুগুলোকে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত) ডা. রেজাউল করিম বলেন, ‘এ রোগে আক্রান্তের সংখ্যা বেশি। তবে মৃত্যুহার কম। এ রোগে ছোট বাছুরের মৃত্যুঝুঁকি বেশি থাকে।’
রেজাউল করিম আরও বলেন, এ রোগের তেমন কোনো চিকিৎসা নেই। সাপোর্টিং চিকিৎসা দিয়ে পশুকে সুস্থ করতে হবে। আর স্থানীয় চিকিৎসকদের নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫