সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মান ভালো না হওয়ায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ আলু কিনে বাড়ি নিয়ে কেটে আবার ফেরত দিচ্ছেন কৃষকেরা। এ ছাড়া বেশি দামে বেসরকারি কোম্পানির বীজ আলু কিনছেন। কিন্তু দাম কম থাকার পরও বিএডিসির আলু কেউ কিনতে চান না। এতে এবারও লোকসানের মুখে পড়েছেন ডিলাররা।
গতকাল মঙ্গলবার সিরাজদিখান বাজারে দেখা যায়, বিএডিসির ডিলারদের গুদামে যথেষ্ট পরিমাণ কাটা বীজ আলু রয়েছে। বিক্রি করার পর এসব বীজ ফেরত দিয়ে গেছেন কৃষকেরা। এতে কাটা আলুতে পচন ধরেছে। এর ফলে লোকসান হয়েছে ডিলারদের। তবে বেসরকারি কোম্পানির বীজ আলুর ডিলারদের দোকানের চিত্র ছিল ভিন্ন।
উপজেলার বিএডিসির ডিলারদের সূত্রে জানা যায়, এ উপজেলায় ৫০ জন বিএডিসির ডিলার রয়েছেন। তাঁরা ১ হাজার টন আলু বিক্রি করেছেন। এর মধ্যে প্রায় ৩০ লাখ টাকার লোকসান হয়েছে। এ ছাড়া অনেক ডিলারের দোকানে কাটা আলু রয়েছে।
একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, বিএডিসির বীজ আলুর মান ভালো নয়। গাছগুলোতে জটলা ও আলুতে দাদ হয়। ফলন কম হওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ জন্য বিএডিসির আলুবীজ কিনছেন না কৃষকেরা। বিএডিসির বীজ আলুর দাম কম হওয়ার পরও অন্য কোম্পানির বীজ কিনছেন তাঁরা।
বিএডিসির বীজ আলুর ডিলার মেসার্স অপু ট্রেডার্সের মালিক মো. মোতাহার হোসেন বলেন, ‘বিএডিসি থেকে ৩০ টন বীজ আলু বরাদ্দ পেয়েছি। তাঁর মধ্যে ২ টন নষ্ট হয়েছে। গুদামে থাকায় পচন ধরেছে, আবার অনেকে কেনার পর খারাপ হওয়ায় ফেরত দিয়ে গেছেন।’
তালুকদার ট্রেডার্সের মালিক মো. মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, ‘আমি ২১৫ টন বীজ আলু বরাদ্দ পেয়েছি। এই আলু বিক্রি করতে ঘাম বের হয়ে গেছে।’
মুন্সিগঞ্জ বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক মো. মনির হোসেন বলেন, ‘অন্যান্য কোম্পানির বীজ আলু থেকে বিএডিসির বীজের মান ভালো। এটা বোঝানোর জন্য আমরা জেলার বিভিন্ন এলাকায় বিএডিসির বীজ আলুর প্রদর্শনী করেছি।’

মান ভালো না হওয়ায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ আলু কিনে বাড়ি নিয়ে কেটে আবার ফেরত দিচ্ছেন কৃষকেরা। এ ছাড়া বেশি দামে বেসরকারি কোম্পানির বীজ আলু কিনছেন। কিন্তু দাম কম থাকার পরও বিএডিসির আলু কেউ কিনতে চান না। এতে এবারও লোকসানের মুখে পড়েছেন ডিলাররা।
গতকাল মঙ্গলবার সিরাজদিখান বাজারে দেখা যায়, বিএডিসির ডিলারদের গুদামে যথেষ্ট পরিমাণ কাটা বীজ আলু রয়েছে। বিক্রি করার পর এসব বীজ ফেরত দিয়ে গেছেন কৃষকেরা। এতে কাটা আলুতে পচন ধরেছে। এর ফলে লোকসান হয়েছে ডিলারদের। তবে বেসরকারি কোম্পানির বীজ আলুর ডিলারদের দোকানের চিত্র ছিল ভিন্ন।
উপজেলার বিএডিসির ডিলারদের সূত্রে জানা যায়, এ উপজেলায় ৫০ জন বিএডিসির ডিলার রয়েছেন। তাঁরা ১ হাজার টন আলু বিক্রি করেছেন। এর মধ্যে প্রায় ৩০ লাখ টাকার লোকসান হয়েছে। এ ছাড়া অনেক ডিলারের দোকানে কাটা আলু রয়েছে।
একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, বিএডিসির বীজ আলুর মান ভালো নয়। গাছগুলোতে জটলা ও আলুতে দাদ হয়। ফলন কম হওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ জন্য বিএডিসির আলুবীজ কিনছেন না কৃষকেরা। বিএডিসির বীজ আলুর দাম কম হওয়ার পরও অন্য কোম্পানির বীজ কিনছেন তাঁরা।
বিএডিসির বীজ আলুর ডিলার মেসার্স অপু ট্রেডার্সের মালিক মো. মোতাহার হোসেন বলেন, ‘বিএডিসি থেকে ৩০ টন বীজ আলু বরাদ্দ পেয়েছি। তাঁর মধ্যে ২ টন নষ্ট হয়েছে। গুদামে থাকায় পচন ধরেছে, আবার অনেকে কেনার পর খারাপ হওয়ায় ফেরত দিয়ে গেছেন।’
তালুকদার ট্রেডার্সের মালিক মো. মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, ‘আমি ২১৫ টন বীজ আলু বরাদ্দ পেয়েছি। এই আলু বিক্রি করতে ঘাম বের হয়ে গেছে।’
মুন্সিগঞ্জ বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক মো. মনির হোসেন বলেন, ‘অন্যান্য কোম্পানির বীজ আলু থেকে বিএডিসির বীজের মান ভালো। এটা বোঝানোর জন্য আমরা জেলার বিভিন্ন এলাকায় বিএডিসির বীজ আলুর প্রদর্শনী করেছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫