শামিমুজ্জামান, খুলনা

শিগগিরই চালু হতে যাচ্ছে বন্ধ হওয়া খুলনা খালিশপুরের রাষ্ট্রায়ত্ত পাটকল প্লাটিনাম জুবিলী জুট মিল। এটি বেসরকারিভাবে চালু হচ্ছে। ইতিমধ্যে ইজারার দুই বছরের টাকাও পেয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। পাটকল চালুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা।
খুলনা অঞ্চলের পাটকলগুলোতে দুই বছর ধরে নীরবতা বইছে। নেই কোলাহল, মেশিনের খুটখাট শব্দ। ২০২০ সালের ৩ জুলাই বিজেএমসির অধীনে থাকা ২৫টি সরকারি পাটকল বন্ধ করে দেয়। যার মধ্যে ছিল খুলনা-যশোর অঞ্চলের আলিম, কার্পেটিং, ক্রিসেন্ট, দৌলতপুর, ইস্টার্ন, জেজেআই, খালিশপুর, প্লাটিনাম, স্টার—এই নয়টি পাটকল। তারপর থেকে পাটকলগুলোতে এই চিত্র।
মিল বন্ধের পর শ্রমিকেরা বেকার হয়ে পড়েন। মিল চালুর দাবিতে রাজপথে মিছিল-সমাবেশ করেন তাঁরা। ২০২১ সালের এপ্রিলে সরকার ১৭টি পাটকলকে বেসরকারি খাতে ৫ থেকে ২০ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় প্লাটিনাম জুবিলী জুট মিল ইজারা সম্পন্ন হয়েছে। প্লাটিনামের ইজারা প্রতিষ্ঠান ফরচুন সুজ ইতিমধ্যে দুই বছরের ইজারাবাবদ ১০ কোটি ৪০ লাখ টাকা দিয়েছে।
এ ব্যাপারে বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয় কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, প্লাটিনাম জুবিলী জুট মিলের ইজারা বাবদ ১০ কোটি ৪০ কোটি টাকা প্রদান করেছে ফরচুন সুজ কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে, দ্রুত মিলটি চালু করবে। বন্ধ মিলগুলোও ইজারার মাধ্যমে চালুর প্রক্রিয়ায় রয়েছে।
পাটকল চালুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা। এ ব্যাপারে পাটকলের শ্রমিক মো. মিজানুর রহমান বলেন, মিল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন। খেয়ে না খেয়ে তাঁদের দিন কাটছে। মিল চালু হলে বেকারত্ব দূর হবে।
এই মিলের আরেক শ্রমিক আলমগীর হোসেন বলেন, মিল চালু হলে শ্রমিকেরা বেতন পাবেন। তাঁদের অভাব ঘুচবে।
এদিকে মিলগুলো চালুর খবরে স্বস্তি প্রকাশ করলেও বেসরকারিভাবে চালু হওয়ায় সঠিক মজুরি নিয়ে কিছুটা শঙ্কা শ্রমিক ও নেতাদের। এ ব্যাপারে পাট-সুতা বস্ত্রকল শ্রমিক কল্যাণ কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, মিল চালুর সংবাদে শ্রমিকেরা খুশি। তবে বেতন কাঠামো কী হবে, তা নিয়ে শঙ্কা রয়েছে।
মিল সরকারি-বেসরকারি যেভাবেই চালু হোক, যেন বেতন কাঠামো ঠিক থাকে। আর মিলগুলো চালুর খবরে আশাবাদী খুলনা অঞ্চলের পাট ব্যবসায়ীরাও। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী বলেন, মিল চালু হলে বেকার শ্রমিকদের যেমন কর্মসংস্থান হবে; তেমনি পাট ব্যবসায়ীদের সুদিন ফিরে আসবে।

শিগগিরই চালু হতে যাচ্ছে বন্ধ হওয়া খুলনা খালিশপুরের রাষ্ট্রায়ত্ত পাটকল প্লাটিনাম জুবিলী জুট মিল। এটি বেসরকারিভাবে চালু হচ্ছে। ইতিমধ্যে ইজারার দুই বছরের টাকাও পেয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। পাটকল চালুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা।
খুলনা অঞ্চলের পাটকলগুলোতে দুই বছর ধরে নীরবতা বইছে। নেই কোলাহল, মেশিনের খুটখাট শব্দ। ২০২০ সালের ৩ জুলাই বিজেএমসির অধীনে থাকা ২৫টি সরকারি পাটকল বন্ধ করে দেয়। যার মধ্যে ছিল খুলনা-যশোর অঞ্চলের আলিম, কার্পেটিং, ক্রিসেন্ট, দৌলতপুর, ইস্টার্ন, জেজেআই, খালিশপুর, প্লাটিনাম, স্টার—এই নয়টি পাটকল। তারপর থেকে পাটকলগুলোতে এই চিত্র।
মিল বন্ধের পর শ্রমিকেরা বেকার হয়ে পড়েন। মিল চালুর দাবিতে রাজপথে মিছিল-সমাবেশ করেন তাঁরা। ২০২১ সালের এপ্রিলে সরকার ১৭টি পাটকলকে বেসরকারি খাতে ৫ থেকে ২০ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় প্লাটিনাম জুবিলী জুট মিল ইজারা সম্পন্ন হয়েছে। প্লাটিনামের ইজারা প্রতিষ্ঠান ফরচুন সুজ ইতিমধ্যে দুই বছরের ইজারাবাবদ ১০ কোটি ৪০ লাখ টাকা দিয়েছে।
এ ব্যাপারে বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয় কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, প্লাটিনাম জুবিলী জুট মিলের ইজারা বাবদ ১০ কোটি ৪০ কোটি টাকা প্রদান করেছে ফরচুন সুজ কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে, দ্রুত মিলটি চালু করবে। বন্ধ মিলগুলোও ইজারার মাধ্যমে চালুর প্রক্রিয়ায় রয়েছে।
পাটকল চালুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা। এ ব্যাপারে পাটকলের শ্রমিক মো. মিজানুর রহমান বলেন, মিল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন। খেয়ে না খেয়ে তাঁদের দিন কাটছে। মিল চালু হলে বেকারত্ব দূর হবে।
এই মিলের আরেক শ্রমিক আলমগীর হোসেন বলেন, মিল চালু হলে শ্রমিকেরা বেতন পাবেন। তাঁদের অভাব ঘুচবে।
এদিকে মিলগুলো চালুর খবরে স্বস্তি প্রকাশ করলেও বেসরকারিভাবে চালু হওয়ায় সঠিক মজুরি নিয়ে কিছুটা শঙ্কা শ্রমিক ও নেতাদের। এ ব্যাপারে পাট-সুতা বস্ত্রকল শ্রমিক কল্যাণ কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, মিল চালুর সংবাদে শ্রমিকেরা খুশি। তবে বেতন কাঠামো কী হবে, তা নিয়ে শঙ্কা রয়েছে।
মিল সরকারি-বেসরকারি যেভাবেই চালু হোক, যেন বেতন কাঠামো ঠিক থাকে। আর মিলগুলো চালুর খবরে আশাবাদী খুলনা অঞ্চলের পাট ব্যবসায়ীরাও। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী বলেন, মিল চালু হলে বেকার শ্রমিকদের যেমন কর্মসংস্থান হবে; তেমনি পাট ব্যবসায়ীদের সুদিন ফিরে আসবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫