Ajker Patrika

রাজধানীতে মহাসমাবেশের ডাক চরমোনাইর পীরের

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩৯
রাজধানীতে মহাসমাবেশের ডাক চরমোনাইর পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ মার্চ ‘ইসলামী শিক্ষা সংকোচনের ষড়যন্ত্র এবং মাদকের বিস্তার প্রতিরোধে’ ঢাকায় এ মহাসমাবেশ করবে দলটি। গতকাল শনিবার চরমোনাইর মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ওলামা-বুদ্ধিজীবী সম্মেলনে সভাপতির বক্তব্যে ওই মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা দেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ওলামা-বুদ্ধিজীবী সম্মেলনে চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, স্কুল-কলেজ থেকে ইসলামী শিক্ষা তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে।

চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দলীয় সরকারের অধীনে আগামী দিনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। কারণ, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখা গেছে জনগণ ভোট দিতে পারেনি আবার প্রার্থীরাও মনোনয়ন পত্র জমা দিতে বাধাগ্রস্ত হয়েছেন।’

ওলামা-বুদ্ধিজীবী সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দীন আহম্মেদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম, সাবেক সাংসদ ডা. আক্কাস আলী সরকার, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন প্রমুখ।

মাহফিল মিডিয়া উপকমিটির সহসমন্বয়কারী কে এম শরিয়তুল্লাহ জানান, সোমবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত