রিমন রহমান, রাজশাহী

খাবার নিয়ে অপেক্ষায় কয়েকজন তরুণ। ঠিক দেড়টা নাগাদ সারি সারি রিকশা এসে থামতে শুরু করল। বুফে থেকে যেভাবে খাবার নেওয়া হয়, সেভাবেই লাইন ধরে ওয়ান টাইম থালায় খাবার নিতে শুরু করলেন রিকশা-অটোরিকশার চালকেরা। মুরগির মাংস, সবজি আর ডাল দিয়ে ভরপেট খেয়ে প্রত্যকে দিলেন ১৫ টাকা করে।
রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি এলাকায় সার্কিট হাউস সড়কের পাশে গতকাল শনিবার দুপুরে এমন দৃশ্যই দেখা গেল। ‘ফুড ফর রাইডার্স’ নামের একটি নতুন সংগঠন এভাবে মাত্র ১৫ টাকায় ভরপেট খাওয়াচ্ছে নিম্ন আয়ের মানুষের। ২ ফেব্রুয়ারি থেকে চলছে এ কার্যক্রম। রোজ বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত একই স্থানে এভাবে খাওয়ানো হয়।
শনিবার ১৫ টাকায় পেটপুরে খেয়ে গোদাগাড়ীর কদমশহর গ্রামের রিকশাচালক নাসির উদ্দিন বললেন, ‘১৫ টাকায় খাওয়া আছে মামা? হোটেলে মাংসই ১৫ টাকা ল্যাই। সে জায়গায় এখানে তো ১৫ টাকায় মাংস, ডাইল, সবজি দিয়্যা ভাত। খাইতে বইস্যা ভাত যত খুশি তত। কোনো বাধা নাই। এই যুগে এ রকুম তো পাওয়া যায় না।’
পাশেই খাচ্ছিলেন পবার মুরারীপুর গ্রামের অটোরিকশাচালক জিয়ারুল ইসলাম বললেন, ‘খাবারের মান খুব ভালো। একেবারে বাড়ির মতো।’ একই কথা বললেন গোদাগাড়ীর খেতুর গ্রামের রিকশাচালক শফিকুল ইসলাম। বললেন, ‘গরিবের লাইগ্যা এখনো মানুষ আছে!’
কয়েকজন স্বেচ্ছাসেবককে নিয়ে ‘ফুড ফর রাইডার্স’ করেছেন ইমতিয়াজ দীপন। কো-ফাউন্ডার হিসেবে আছেন নাইমুল ইসলাম সাকিব। ইমতিয়াজ জানালেন, শহরে তাঁর একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর লাভের একটি অংশ তিনি রিকশা-অটোরিকশার চালক, খাবার ডেলিভারি রাইডার্স ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের জন্য রেখে তা দিয়ে খাওয়াচ্ছেন। একেবারে বিনা পয়সায় দিলে অনেকেই খেতে আসবেন না ভেবে ১৫ টাকা নেওয়া হচ্ছে। ফলে যাঁরা খাচ্ছেন, তাঁরা কিনেই খাচ্ছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবেই এখানে আসছেন। তাঁদের সঙ্গে কেউ চাল, ডাল কিংবা খাবার দিয়ে এ কার্যক্রমে যোগ দিতে চাইলে সঙ্গে নেবেন। তবে নগদ টাকা নেবেন না।
ইমতিয়াজ জানান, প্রতিদিন ভাত, ডাল আর সবজি থাকেই। আর সপ্তাহে তিন দিন থাকে মুরগির মাংস। এ ছাড়া দুই দিন মাছ এবং এক দিন থাকে ডিম। তাঁর রেস্তোরাঁতেই এসব রান্না হয়। কার্যক্রম শুরুর প্রথম দিনই তাঁরা ৫০ জনকে খাওয়ান। তারপর থেকে ৭০ জন করে আসছেন। এসব খাবারের জন্য তাঁদের ব্যয় হয় ৫০ থেকে ৬০ টাকা। ওয়ান টাইম গ্লাস আর থালার জন্য খরচ আরও ২ টাকা। করোনা পরিস্থিতির উন্নতি হলে ওয়ান টাইম থালা-গ্লাস বাদ দেবেন। তখন খরচটা আরেকটু কমবে। তাঁরা এভাবেই নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে চান।

খাবার নিয়ে অপেক্ষায় কয়েকজন তরুণ। ঠিক দেড়টা নাগাদ সারি সারি রিকশা এসে থামতে শুরু করল। বুফে থেকে যেভাবে খাবার নেওয়া হয়, সেভাবেই লাইন ধরে ওয়ান টাইম থালায় খাবার নিতে শুরু করলেন রিকশা-অটোরিকশার চালকেরা। মুরগির মাংস, সবজি আর ডাল দিয়ে ভরপেট খেয়ে প্রত্যকে দিলেন ১৫ টাকা করে।
রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি এলাকায় সার্কিট হাউস সড়কের পাশে গতকাল শনিবার দুপুরে এমন দৃশ্যই দেখা গেল। ‘ফুড ফর রাইডার্স’ নামের একটি নতুন সংগঠন এভাবে মাত্র ১৫ টাকায় ভরপেট খাওয়াচ্ছে নিম্ন আয়ের মানুষের। ২ ফেব্রুয়ারি থেকে চলছে এ কার্যক্রম। রোজ বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত একই স্থানে এভাবে খাওয়ানো হয়।
শনিবার ১৫ টাকায় পেটপুরে খেয়ে গোদাগাড়ীর কদমশহর গ্রামের রিকশাচালক নাসির উদ্দিন বললেন, ‘১৫ টাকায় খাওয়া আছে মামা? হোটেলে মাংসই ১৫ টাকা ল্যাই। সে জায়গায় এখানে তো ১৫ টাকায় মাংস, ডাইল, সবজি দিয়্যা ভাত। খাইতে বইস্যা ভাত যত খুশি তত। কোনো বাধা নাই। এই যুগে এ রকুম তো পাওয়া যায় না।’
পাশেই খাচ্ছিলেন পবার মুরারীপুর গ্রামের অটোরিকশাচালক জিয়ারুল ইসলাম বললেন, ‘খাবারের মান খুব ভালো। একেবারে বাড়ির মতো।’ একই কথা বললেন গোদাগাড়ীর খেতুর গ্রামের রিকশাচালক শফিকুল ইসলাম। বললেন, ‘গরিবের লাইগ্যা এখনো মানুষ আছে!’
কয়েকজন স্বেচ্ছাসেবককে নিয়ে ‘ফুড ফর রাইডার্স’ করেছেন ইমতিয়াজ দীপন। কো-ফাউন্ডার হিসেবে আছেন নাইমুল ইসলাম সাকিব। ইমতিয়াজ জানালেন, শহরে তাঁর একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর লাভের একটি অংশ তিনি রিকশা-অটোরিকশার চালক, খাবার ডেলিভারি রাইডার্স ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের জন্য রেখে তা দিয়ে খাওয়াচ্ছেন। একেবারে বিনা পয়সায় দিলে অনেকেই খেতে আসবেন না ভেবে ১৫ টাকা নেওয়া হচ্ছে। ফলে যাঁরা খাচ্ছেন, তাঁরা কিনেই খাচ্ছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবেই এখানে আসছেন। তাঁদের সঙ্গে কেউ চাল, ডাল কিংবা খাবার দিয়ে এ কার্যক্রমে যোগ দিতে চাইলে সঙ্গে নেবেন। তবে নগদ টাকা নেবেন না।
ইমতিয়াজ জানান, প্রতিদিন ভাত, ডাল আর সবজি থাকেই। আর সপ্তাহে তিন দিন থাকে মুরগির মাংস। এ ছাড়া দুই দিন মাছ এবং এক দিন থাকে ডিম। তাঁর রেস্তোরাঁতেই এসব রান্না হয়। কার্যক্রম শুরুর প্রথম দিনই তাঁরা ৫০ জনকে খাওয়ান। তারপর থেকে ৭০ জন করে আসছেন। এসব খাবারের জন্য তাঁদের ব্যয় হয় ৫০ থেকে ৬০ টাকা। ওয়ান টাইম গ্লাস আর থালার জন্য খরচ আরও ২ টাকা। করোনা পরিস্থিতির উন্নতি হলে ওয়ান টাইম থালা-গ্লাস বাদ দেবেন। তখন খরচটা আরেকটু কমবে। তাঁরা এভাবেই নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে চান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫