তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

অসময়ে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ঝাঁকে-ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশসহ সামুদ্রিক মাছ। ছোট-বড় ইলিশ যাচ্ছে ঢাকা, চাঁদপুর, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায়। এ ছাড়া স্থানীয় বাজারেও দেখা মিলছে প্রচুর ইলিশ। এমন সময়ে ইলিশের ছড়াছড়িতে অবাক ক্রেতারা। বাজারে চাহিদাও রয়েছে ব্যাপক, দামও ক্রেতাদের নাগালে।
জেলে ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস ইলিশের ভরা মৌসুম। তবে গতবার ভরা মৌসুমে ইলিশের দেখা পাননি জেলেরা। পৌষ-মাঘ মাসে মেঘনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। ফলে জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
রোববার সকালে শশীগঞ্জ মাছঘাট ও বাজার ঘুরে দেখা গেছে, ২৫০-৪০০ গ্রাম ওজনের প্রতি হালি ইলিশ ৫০০ থেকে ৮০০ টাকা, ৪৫০-৭০০ গ্রামের প্রতি হালি ৯০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, ৭৫০-৯০০ গ্রাম ওজনের প্রতি হালি ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, এক কেজির ওপরে প্রতি হালি ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বর্ষা মৌসুমে এক কেজির বেশি ওজনের ইলিশের হালি ছিল ৪ হাজার থেকে ৬ হাজার টাকা। এ তথ্য নিশ্চিত করেছেন মৎস্য আড়তদার সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন।
শশীগঞ্জ ঘাটের জেলে মফিজ মাঝি জানান, ছয় জেলে মিলে একদিন মাছ ধরে ১৯ হাজার ৫০০ টাকা বিক্রি করেছেন।
আলাউদ্দিন মাঝি, জামাল মাঝি, মতিন মাঝিসহ কয়েকজন জানান, তাঁরা দৈনিক ২০-২৫ হাজার টাকার মাছ বিক্রি করছেন। বর্ষা মৌসুমে দৈনিক সর্বোচ্চ ১০ হাজার টাকার মাছও বিক্রি করতে পারেননি তাঁরা।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুম, অভয়াশ্রম, জাটকা রক্ষা অভিযান, অবৈধ জাল উচ্ছেদের অভিযান ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা অভিযান সফলভাবে বাস্তবায়ন হয়েছে। নিষেধাজ্ঞার সময় জেলেরা সব ধরনের মাছ শিকার থেকে বিরত ছিলেন। ফলে এখন জেলেদের জালে বেশি ইলিশ ধরা পড়ছে।’

অসময়ে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ঝাঁকে-ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশসহ সামুদ্রিক মাছ। ছোট-বড় ইলিশ যাচ্ছে ঢাকা, চাঁদপুর, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায়। এ ছাড়া স্থানীয় বাজারেও দেখা মিলছে প্রচুর ইলিশ। এমন সময়ে ইলিশের ছড়াছড়িতে অবাক ক্রেতারা। বাজারে চাহিদাও রয়েছে ব্যাপক, দামও ক্রেতাদের নাগালে।
জেলে ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস ইলিশের ভরা মৌসুম। তবে গতবার ভরা মৌসুমে ইলিশের দেখা পাননি জেলেরা। পৌষ-মাঘ মাসে মেঘনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। ফলে জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
রোববার সকালে শশীগঞ্জ মাছঘাট ও বাজার ঘুরে দেখা গেছে, ২৫০-৪০০ গ্রাম ওজনের প্রতি হালি ইলিশ ৫০০ থেকে ৮০০ টাকা, ৪৫০-৭০০ গ্রামের প্রতি হালি ৯০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, ৭৫০-৯০০ গ্রাম ওজনের প্রতি হালি ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, এক কেজির ওপরে প্রতি হালি ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বর্ষা মৌসুমে এক কেজির বেশি ওজনের ইলিশের হালি ছিল ৪ হাজার থেকে ৬ হাজার টাকা। এ তথ্য নিশ্চিত করেছেন মৎস্য আড়তদার সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন।
শশীগঞ্জ ঘাটের জেলে মফিজ মাঝি জানান, ছয় জেলে মিলে একদিন মাছ ধরে ১৯ হাজার ৫০০ টাকা বিক্রি করেছেন।
আলাউদ্দিন মাঝি, জামাল মাঝি, মতিন মাঝিসহ কয়েকজন জানান, তাঁরা দৈনিক ২০-২৫ হাজার টাকার মাছ বিক্রি করছেন। বর্ষা মৌসুমে দৈনিক সর্বোচ্চ ১০ হাজার টাকার মাছও বিক্রি করতে পারেননি তাঁরা।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুম, অভয়াশ্রম, জাটকা রক্ষা অভিযান, অবৈধ জাল উচ্ছেদের অভিযান ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা অভিযান সফলভাবে বাস্তবায়ন হয়েছে। নিষেধাজ্ঞার সময় জেলেরা সব ধরনের মাছ শিকার থেকে বিরত ছিলেন। ফলে এখন জেলেদের জালে বেশি ইলিশ ধরা পড়ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫