সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

রাজধানী ঢাকাকে মুন্সিগঞ্জের সঙ্গে সংযুক্ত করতে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত হচ্ছে আরও একটি সেতু। সেতুর এক পাশে কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রাম এবং অন্য প্রান্তে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সৈয়দপুর গ্রাম। ৯১২.৩২ মিটার দৈর্ঘ্য ও ১০.৪ মিটার প্রস্থ সেতুটির ২৫ শতাংশের বেশি নির্মাণকাজ শেষ হয়েছে। তবে অধিগ্রহণের কাজে অগ্রগতি না দেখে দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় বাড়ি ও জমির মালিকেরা।
১৮০ কোটি টাকা ব্যয়ে দুই বছর সময়সীমায় সেতুটি নির্মাণ করছে মীর আক্তার হোসেন লিমিটেড। সেতুর ২০টি পিলারে ২১টি স্প্যান এবং দুটি অ্যাবাটমেন্ট ছাড়াও দুই পাশে রয়েছে ১ হাজার ২০০ মিটার অ্যাপ্রোচ সড়ক, যার ৫০০ মিটার কেরানীগঞ্জ এবং ৭০০ মিটার সিরাজদিখান অংশে। একটি দুই ব্যান্ড আন্ডারপাস এবং এক ব্যান্ডের চারটি কালভার্টও এ প্রকল্পের আওতাধীন। প্রায় ছয় মাস ধরে চলা সেতুসহ অবকাঠামোর কাজ এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে।
জানা যায়, সেতুটি নির্মাণ হলে কেরানীগঞ্জ, হেমায়েতপুর (সাভার), গাবতলী, মোহাম্মদপুরসহ উত্তরবঙ্গের সঙ্গে মুন্সিগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর, ফরিদপুর, শরীয়তপুর তথা দক্ষিণবঙ্গের সঙ্গে সহজ যোগাযোগ সৃষ্টি হবে। ঢাকা শহরের যানজটকে পাশ কাটিয়ে পদ্মা সেতুর মাধ্যমে উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে মিলিত করবে সেতুটি।
গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সেতুর কেরানীগঞ্জ অংশে এখনো দৃশ্যমান কোনো কাজ না হলেও সিরাজদিখান অংশে চলছে বিশাল কর্মযজ্ঞ। সেতুর পাইলের কাজ হয়েছে ২২৮টির মধ্যে ১৫৪টি, ২০ পিলারের মাঝে দাঁড়িয়ে গেছে ছয়টি, দুটি অ্যাবাটমেন্টের মধ্যে দাঁড়িয়ে গেছে একটি। কাজের অগ্রগতি আনুমানিক প্রায় ৩০ শতাংশের বেশি বলে জানিয়েছেন প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ।
প্রকল্পের আওতায় ৬ দশমিক ৮২ হেক্টর ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের কথা থাকলেও অধিগ্রহণের কোনো অগ্রগতি না দেখে হতাশ স্থানীয় বাড়ি ও জমি মালিকেরা।
নতুন সোনাকান্দা গ্রামের ভুক্তভোগী আবুল হোসেন বলেন, ‘প্রবাসের আয়ের সবটুকু দিয়ে কোটি টাকা ব্যয়ে বাড়ি বানিয়েছি। সেতুর লোকজন এসে মাঝেমধ্যেই জায়গা মেপে যায়। কিন্তু কোনো নোটিশ বা চিঠি দেয় না। আমাদের ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় আছি।’
সৈয়দপুর গ্রামের লিনা বেগম বলেন, ‘আমার বাড়ির ওপর দিয়ে ব্রিজ যাবে, বছরখানেক আগে একটা চিঠি পাইছিলাম, এর পর থেকে আর কোনো খবর নাই। ব্রিজের কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সঙ্গে দেনা-পাওনা নিয়ে কোনো কথা হচ্ছে না। আমরা দ্রুত এর একটা বিহিত চাই।’
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন জানান, প্রকল্পের প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ যাবে ইনশা আল্লাহ। আর জমি অধিগ্রহণের কাজ মুন্সিগঞ্জ অংশে এরই মধ্যে শেষ হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে যৌথ জরিপ শুরু হবে। আর কেরানীগঞ্জ অংশের অধিগ্রহণও শিগগির শুরু হবে। এতে চিন্তিত হওয়ার কিছু নেই।

রাজধানী ঢাকাকে মুন্সিগঞ্জের সঙ্গে সংযুক্ত করতে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত হচ্ছে আরও একটি সেতু। সেতুর এক পাশে কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রাম এবং অন্য প্রান্তে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সৈয়দপুর গ্রাম। ৯১২.৩২ মিটার দৈর্ঘ্য ও ১০.৪ মিটার প্রস্থ সেতুটির ২৫ শতাংশের বেশি নির্মাণকাজ শেষ হয়েছে। তবে অধিগ্রহণের কাজে অগ্রগতি না দেখে দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় বাড়ি ও জমির মালিকেরা।
১৮০ কোটি টাকা ব্যয়ে দুই বছর সময়সীমায় সেতুটি নির্মাণ করছে মীর আক্তার হোসেন লিমিটেড। সেতুর ২০টি পিলারে ২১টি স্প্যান এবং দুটি অ্যাবাটমেন্ট ছাড়াও দুই পাশে রয়েছে ১ হাজার ২০০ মিটার অ্যাপ্রোচ সড়ক, যার ৫০০ মিটার কেরানীগঞ্জ এবং ৭০০ মিটার সিরাজদিখান অংশে। একটি দুই ব্যান্ড আন্ডারপাস এবং এক ব্যান্ডের চারটি কালভার্টও এ প্রকল্পের আওতাধীন। প্রায় ছয় মাস ধরে চলা সেতুসহ অবকাঠামোর কাজ এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে।
জানা যায়, সেতুটি নির্মাণ হলে কেরানীগঞ্জ, হেমায়েতপুর (সাভার), গাবতলী, মোহাম্মদপুরসহ উত্তরবঙ্গের সঙ্গে মুন্সিগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর, ফরিদপুর, শরীয়তপুর তথা দক্ষিণবঙ্গের সঙ্গে সহজ যোগাযোগ সৃষ্টি হবে। ঢাকা শহরের যানজটকে পাশ কাটিয়ে পদ্মা সেতুর মাধ্যমে উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে মিলিত করবে সেতুটি।
গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সেতুর কেরানীগঞ্জ অংশে এখনো দৃশ্যমান কোনো কাজ না হলেও সিরাজদিখান অংশে চলছে বিশাল কর্মযজ্ঞ। সেতুর পাইলের কাজ হয়েছে ২২৮টির মধ্যে ১৫৪টি, ২০ পিলারের মাঝে দাঁড়িয়ে গেছে ছয়টি, দুটি অ্যাবাটমেন্টের মধ্যে দাঁড়িয়ে গেছে একটি। কাজের অগ্রগতি আনুমানিক প্রায় ৩০ শতাংশের বেশি বলে জানিয়েছেন প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ।
প্রকল্পের আওতায় ৬ দশমিক ৮২ হেক্টর ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের কথা থাকলেও অধিগ্রহণের কোনো অগ্রগতি না দেখে হতাশ স্থানীয় বাড়ি ও জমি মালিকেরা।
নতুন সোনাকান্দা গ্রামের ভুক্তভোগী আবুল হোসেন বলেন, ‘প্রবাসের আয়ের সবটুকু দিয়ে কোটি টাকা ব্যয়ে বাড়ি বানিয়েছি। সেতুর লোকজন এসে মাঝেমধ্যেই জায়গা মেপে যায়। কিন্তু কোনো নোটিশ বা চিঠি দেয় না। আমাদের ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় আছি।’
সৈয়দপুর গ্রামের লিনা বেগম বলেন, ‘আমার বাড়ির ওপর দিয়ে ব্রিজ যাবে, বছরখানেক আগে একটা চিঠি পাইছিলাম, এর পর থেকে আর কোনো খবর নাই। ব্রিজের কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সঙ্গে দেনা-পাওনা নিয়ে কোনো কথা হচ্ছে না। আমরা দ্রুত এর একটা বিহিত চাই।’
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন জানান, প্রকল্পের প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ যাবে ইনশা আল্লাহ। আর জমি অধিগ্রহণের কাজ মুন্সিগঞ্জ অংশে এরই মধ্যে শেষ হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে যৌথ জরিপ শুরু হবে। আর কেরানীগঞ্জ অংশের অধিগ্রহণও শিগগির শুরু হবে। এতে চিন্তিত হওয়ার কিছু নেই।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫