খান রফিক, বরিশাল

বরিশালে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তিতে হঠাৎ গতি বেড়েছে। বেশ কিছু মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, কয়েকটি রায়ের জন্য অপেক্ষমাণ, আবার কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে।
বিএনপি নেতাদের অভিযোগ, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতা-কর্মীদের হয়রানি করতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, যেহেতু তাঁরা বাদী নন, তাই এ মামলাগুলোকে রাজনৈতিক বলার সুযোগ নেই।
বিএনপির নেতা-কর্মী ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল নগরীতে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৫৭টি রাজনৈতিক মামলা রয়েছে। এগুলোর বেশির ভাগই ২০১৪ সালের পর বিশেষ ক্ষমতা আইনের ১৫-এর ৩ ধারায় হয়েছে, যা অন্তর্ঘাতমূলক সহিংস অপরাধ।
বরিশাল নগরে বিএনপির মামলা পর্যালোচনার দায়িত্বে রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ইমন। তিনি আজকের পত্রিকাকে জানান, বরিশাল মহানগরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৫৭টি মামলার মধ্যে ৩টি রায়ের জন্য অপেক্ষমাণ। বাকিগুলোর অধিকাংশেরই সাক্ষী ডাকা হচ্ছে। ইমন বলেন, ‘ইদানীং মামলাগুলোর গতি যেন বাড়ছে। পুলিশ সাক্ষী নিয়ে আসছে। মনে হচ্ছে, আসন্ন ভোটের কারণে বিরোধী নেতাদের মামলাগুলো বাড়তি মনিটরিংয়ে রাখছে সরকার।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসীন মন্টু বলেন, যাঁদের নামে রাজনৈতিক মামলাগুলো হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরিন, যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন।
আফরোজা খানম নাসরিন আজকের পত্রিকাকে জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এ পর্যন্ত ৯ বার কারাভোগ করেছেন। গত বৃহস্পতিবারও বাস পোড়ানো মামলায় হাজিরা দিয়েছেন। ২০১৩ সালে দায়ের করা ওই মামলাটির হঠাৎ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ওই মামলায় তখনকার ওসি গোলাম কবির সাক্ষ্য দিতে এসেছিলেন। গত ৯ অক্টোবর অপর একটি মামলায় হাজিরা দিতে গিয়ে দেখেন, যাঁরা না এসে সময় চেয়ে আবেদন করেছিলেন, তাঁদের আবেদন নাকচ করে পরোয়ানা জারি করা হয়েছে।
তবে মামলার বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, তারা (বিএনপি) বিভিন্ন সময়ে ফৌজদারি অপরাধ করেছে বলে মামলা হয়েছে। পুলিশ মামলা করেছে। মামলাগুলো তো আওয়ামী লীগ করেনি। তাই এগুলোকে রাজনৈতিক মামলা বলার সুযোগ নেই। সরকার এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপও করছে না।

বরিশালে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তিতে হঠাৎ গতি বেড়েছে। বেশ কিছু মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, কয়েকটি রায়ের জন্য অপেক্ষমাণ, আবার কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে।
বিএনপি নেতাদের অভিযোগ, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতা-কর্মীদের হয়রানি করতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, যেহেতু তাঁরা বাদী নন, তাই এ মামলাগুলোকে রাজনৈতিক বলার সুযোগ নেই।
বিএনপির নেতা-কর্মী ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল নগরীতে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৫৭টি রাজনৈতিক মামলা রয়েছে। এগুলোর বেশির ভাগই ২০১৪ সালের পর বিশেষ ক্ষমতা আইনের ১৫-এর ৩ ধারায় হয়েছে, যা অন্তর্ঘাতমূলক সহিংস অপরাধ।
বরিশাল নগরে বিএনপির মামলা পর্যালোচনার দায়িত্বে রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ইমন। তিনি আজকের পত্রিকাকে জানান, বরিশাল মহানগরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৫৭টি মামলার মধ্যে ৩টি রায়ের জন্য অপেক্ষমাণ। বাকিগুলোর অধিকাংশেরই সাক্ষী ডাকা হচ্ছে। ইমন বলেন, ‘ইদানীং মামলাগুলোর গতি যেন বাড়ছে। পুলিশ সাক্ষী নিয়ে আসছে। মনে হচ্ছে, আসন্ন ভোটের কারণে বিরোধী নেতাদের মামলাগুলো বাড়তি মনিটরিংয়ে রাখছে সরকার।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসীন মন্টু বলেন, যাঁদের নামে রাজনৈতিক মামলাগুলো হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরিন, যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন।
আফরোজা খানম নাসরিন আজকের পত্রিকাকে জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এ পর্যন্ত ৯ বার কারাভোগ করেছেন। গত বৃহস্পতিবারও বাস পোড়ানো মামলায় হাজিরা দিয়েছেন। ২০১৩ সালে দায়ের করা ওই মামলাটির হঠাৎ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ওই মামলায় তখনকার ওসি গোলাম কবির সাক্ষ্য দিতে এসেছিলেন। গত ৯ অক্টোবর অপর একটি মামলায় হাজিরা দিতে গিয়ে দেখেন, যাঁরা না এসে সময় চেয়ে আবেদন করেছিলেন, তাঁদের আবেদন নাকচ করে পরোয়ানা জারি করা হয়েছে।
তবে মামলার বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, তারা (বিএনপি) বিভিন্ন সময়ে ফৌজদারি অপরাধ করেছে বলে মামলা হয়েছে। পুলিশ মামলা করেছে। মামলাগুলো তো আওয়ামী লীগ করেনি। তাই এগুলোকে রাজনৈতিক মামলা বলার সুযোগ নেই। সরকার এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপও করছে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫