পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, টাকা না দিলে পণ্য খালাসের ফাইলে স্বাক্ষর মেলে না, রাজস্ব পরিশোধের পরও অতিরিক্ত টাকা দিতে হয়। আর টাকা না দিলে করা হয় হয়রানি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘কিছুদিন ধরে বাড়তি টাকা দিতে হচ্ছে। স্টেশনে ডেপুটি কমিশনার না থাকায় বেপরোয়া হয়ে উঠেছেন কিছু কর্মকর্তা ও কর্মচারী। ঘুষ না দিলে সরকারি বিধি-বিধান দেখিয়ে ফাইল আটক ও হয়রানি করা হয়।’
শুল্ক স্টেশনের সূত্র দাবি করেছে, রংপুর সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নামে ব্যবসায়ীদের জিম্মি করে ভুটান থেকে আনা জিপসাম, চুনাপাথর ও পাউডারে প্রতি টনে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। বিধি মোতাবেক সরকারি রাজস্ব পরিশোধ করার পরও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
এ ছাড়া পণ্য রপ্তানির গাড়ি থেকেও নেওয়া হয় টাকা, গাড়িতে ঘোষণার বেশি পণ্য আনা হলে জরিমানা করার নিয়ম আছে। কিন্তু তা না করে টাকা নিয়ে গাড়ি থেকে গাড়িতে লোড-আনলোডের সবুজ সংকেত দিচ্ছেন বলে একাধিক রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এতে কর্মকর্তাদের এমন কার্যকলাপে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এ বছর ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে সংশ্লিষ্ট সচেতন ব্যক্তিদের।
সম্প্রতি বুড়িমারী শুল্ক স্টেশনের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা শুল্ক স্টেশনের রপ্তানি ও আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পাথরের রপ্তানি মূল্য বাড়িয়ে দেন। এতে বাংলাদেশি আমদানিকারকেরা লোকসানের আশঙ্কায় পাথর আমদানি করছেন না। ফলে বুড়িমারী স্থলবন্দরে পাথর আসছে কম।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘গত সপ্তাহে জিপসাম ও ডলোমাইড পাউডারের ট্রাক রাজস্ব কর্মকর্তারা কাগজে সমস্যা বলে আটক করেন। অতিরিক্ত টাকা দেওয়ার পর গাড়িগুলো খালাসের ফাইলে স্বাক্ষর করেন।’
এ বিষয়ে রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবির মিনা ও আবু তাহের মিয়া বলেন, ‘কাউকে কোনো ধরনের হয়রানি বা অনিয়ম করা হয় না। কে অভিযোগ করেছে নাম বলেন। জানামতে এ ধরনের কোনো সুযোগ নাই।’
বুড়িমারী শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার (অতিরিক্ত) সাজ্জাদ হোসেন বলেন, ‘আপনি জানালেন। শুনলাম। আমি অন্যায়কারীকে ছাড় দেব না। সরকারি স্বার্থ অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, টাকা না দিলে পণ্য খালাসের ফাইলে স্বাক্ষর মেলে না, রাজস্ব পরিশোধের পরও অতিরিক্ত টাকা দিতে হয়। আর টাকা না দিলে করা হয় হয়রানি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘কিছুদিন ধরে বাড়তি টাকা দিতে হচ্ছে। স্টেশনে ডেপুটি কমিশনার না থাকায় বেপরোয়া হয়ে উঠেছেন কিছু কর্মকর্তা ও কর্মচারী। ঘুষ না দিলে সরকারি বিধি-বিধান দেখিয়ে ফাইল আটক ও হয়রানি করা হয়।’
শুল্ক স্টেশনের সূত্র দাবি করেছে, রংপুর সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নামে ব্যবসায়ীদের জিম্মি করে ভুটান থেকে আনা জিপসাম, চুনাপাথর ও পাউডারে প্রতি টনে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। বিধি মোতাবেক সরকারি রাজস্ব পরিশোধ করার পরও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
এ ছাড়া পণ্য রপ্তানির গাড়ি থেকেও নেওয়া হয় টাকা, গাড়িতে ঘোষণার বেশি পণ্য আনা হলে জরিমানা করার নিয়ম আছে। কিন্তু তা না করে টাকা নিয়ে গাড়ি থেকে গাড়িতে লোড-আনলোডের সবুজ সংকেত দিচ্ছেন বলে একাধিক রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এতে কর্মকর্তাদের এমন কার্যকলাপে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এ বছর ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে সংশ্লিষ্ট সচেতন ব্যক্তিদের।
সম্প্রতি বুড়িমারী শুল্ক স্টেশনের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা শুল্ক স্টেশনের রপ্তানি ও আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পাথরের রপ্তানি মূল্য বাড়িয়ে দেন। এতে বাংলাদেশি আমদানিকারকেরা লোকসানের আশঙ্কায় পাথর আমদানি করছেন না। ফলে বুড়িমারী স্থলবন্দরে পাথর আসছে কম।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘গত সপ্তাহে জিপসাম ও ডলোমাইড পাউডারের ট্রাক রাজস্ব কর্মকর্তারা কাগজে সমস্যা বলে আটক করেন। অতিরিক্ত টাকা দেওয়ার পর গাড়িগুলো খালাসের ফাইলে স্বাক্ষর করেন।’
এ বিষয়ে রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবির মিনা ও আবু তাহের মিয়া বলেন, ‘কাউকে কোনো ধরনের হয়রানি বা অনিয়ম করা হয় না। কে অভিযোগ করেছে নাম বলেন। জানামতে এ ধরনের কোনো সুযোগ নাই।’
বুড়িমারী শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার (অতিরিক্ত) সাজ্জাদ হোসেন বলেন, ‘আপনি জানালেন। শুনলাম। আমি অন্যায়কারীকে ছাড় দেব না। সরকারি স্বার্থ অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫