আনোয়ার হোসেন, মনিরামপুর

দাখিল পাসের পর ইউটিউবের মাধ্যমে মাল্টা চাষের সঙ্গে পরিচিত হন শরিফুল ইসলাম।। ২০১৭ সালের শেষের দিকে শুরু করেন মাল্টা চাষ। তিন বছরের মাথায় সফলতা আসে শরিফুলের। বর্তমানে পড়াশোনার পাশাপাশি মাসে ২০ হাজার টাকা আয় করছেন তিনি।
যশোরের মনিরামপুরের পলাশী গ্রামের আব্দুস সবুরের ছেলে শরিফুল। রাজগঞ্জ-পুলেরহাট সড়ক লাগোয়া পূর্বপাশে পলাশী কলেজের উত্তরে তাঁর রয়েছে বড় মাল্টা বাগান। মাত্র ১০ হাজার টাকায় মাল্টা চাষ শুরু করে এখন তাঁর দুই বিঘা জমিতে ২৬০টি মাল্টা গাছ রয়েছে। যার মধ্যে ৩০ শতাংশ জমিতে রয়েছে ৭০টি ফলন্ত মাল্টা গাছ। যা থেকে এ বছর ২ লাখ টাকার ওপরে মাল্টা বিক্রি হবে। বাকি ৯০টা গাছে ভবিষ্যতে মাল্টার ফলন আসবে এমনটি আশা করছেন শিক্ষিত এ যুবক।
শরিফুলের খেতের মাল্টা খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাক। কমাস আগে তিনি যশোরে একটি অনুষ্ঠানে যোগ দেন। তখন কৃষি বিভাগের কর্মকর্তারা শরিফুলের খেতের মাল্টা দিয়ে মন্ত্রীকে আপ্যায়ন করেন। মাল্টা খেয়ে মন্ত্রী খুশি হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরিফুলের বাগানে সৌর বিদ্যুতে চালিত ড্রিপ সেচ প্রদর্শনী দিয়েছেন। যা দিয়ে বিনা খরচায় খেতে সেচ দিতে পারেন তিনি।
শরিফুল ইসলাম বলেন, ২০১৪ সালে দাখিল পাশ করার পর পারিবারিকভাবে কৃষি কাজের সঙ্গে জড়াই। যতবার সবজি চাষ করেছি কোনো না কোনো ভাবে লসের মুখে পড়েছি। লাভবান হতে পারিনি। এরপর অনেক খোঁজাখুঁজি করে মাল্টা চাষের সন্ধান পাই। বাড়িতে মাল্টা চাষের কথা বললে কেউ রাজি হননি। মাল্টা টক, ভালো ফলন হবে না। এসব বলে আমাকে বাধা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০১৭ সালের দিকে খেতে লাউয়ের চাষ করেছিলাম। লাউয়ের ক্ষতি না হয় সেটা মাথায় রেখে পরিবারের অমতে ১০ হাজার টাকায় ৮০টা মাল্টার চারা কিনে লাগাই। দুই বছর পর গাছে ফলন আসে। পরিপক্ব মাল্টা খুব মিষ্টি হয়। এরপর বাড়ির সবাই মাল্টা খেয়ে খুশি হন। তখন থেকে সবজি চাষ ছেড়ে মাল্টার সঙ্গে লেগে পড়ি।
শরিফুল ইসলাম বলেন, জানুয়ারির দিকে মাল্টা গাছে ফুল আসে। সেপ্টেম্বরের মাঝামাঝি মাল্টা তোলা যায়। গত বছর দেড় লাখ টাকার মাল্টা বিক্রি করেছি। প্রতিকেজি মাল্টা ১০০-১৫০ টাকায় বিক্রি হয়েছে। এ পর্যন্ত মাল্টা বাজারে নিতে হয়নি। খেত থেকে তুলে রাস্তার ধারে বসলে বিক্রি হয়ে যায়। দিনে ২ থেকে আড়াই মণ ফল বিক্রি হয়েছে। এবার মাল্টার ফলন অনেক বেশি। দামও বেশি পাব বলে আশা করি। সব মিলে দুই লাখের ওপর বিক্রি হবে।
সফল এ উদ্যোক্তা বলেন, লেখাপড়া শেষ করে কি করব। চাকরি হবে কি না। এ সব নিয়ে এখন আর চিন্তা করি না। মাল্টা ও কমলা চাষের পাশাপাশি নার্সারি করেছি। নার্সারিতে ২৫-৩০ প্রকারের ফলের চারা রয়েছে। ১৫ কাঠা জমিতে পটলের চাষ আছে। এসব থেকে থেকে মাসে গড়ে ২০ হাজার টাকা আয় আছে। এ বছর ঝিকরগাছা মাদ্রাসা থেকে কামিল শেষ হচ্ছে। লেখাপড়া শেষ হওয়ার আগে আমি নিজে স্বাবলম্বী হতে পেরে আনন্দিত।
রোহিতা ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা তুহিন বিশ্বাস বলেন, মাল্টা চাষ করে শরিফুল সাড়া ফেলেছেন। অল্পদিনে তিনি চাষে সফলতা পেয়েছেন। এক সময় যে ছেলে চাকরির কথা ভাবতেন। তিনি এখন অনেকের জন্য অনুকরণীয়। শরিফুলের মাল্টা খেত দেখে অনেক যুবক উদ্বুদ্ধ হচ্ছেন। আমরা কৃষি বিভাগ তাঁকে সার্বিক সহযোগিতা দিয়ে আসছি।

দাখিল পাসের পর ইউটিউবের মাধ্যমে মাল্টা চাষের সঙ্গে পরিচিত হন শরিফুল ইসলাম।। ২০১৭ সালের শেষের দিকে শুরু করেন মাল্টা চাষ। তিন বছরের মাথায় সফলতা আসে শরিফুলের। বর্তমানে পড়াশোনার পাশাপাশি মাসে ২০ হাজার টাকা আয় করছেন তিনি।
যশোরের মনিরামপুরের পলাশী গ্রামের আব্দুস সবুরের ছেলে শরিফুল। রাজগঞ্জ-পুলেরহাট সড়ক লাগোয়া পূর্বপাশে পলাশী কলেজের উত্তরে তাঁর রয়েছে বড় মাল্টা বাগান। মাত্র ১০ হাজার টাকায় মাল্টা চাষ শুরু করে এখন তাঁর দুই বিঘা জমিতে ২৬০টি মাল্টা গাছ রয়েছে। যার মধ্যে ৩০ শতাংশ জমিতে রয়েছে ৭০টি ফলন্ত মাল্টা গাছ। যা থেকে এ বছর ২ লাখ টাকার ওপরে মাল্টা বিক্রি হবে। বাকি ৯০টা গাছে ভবিষ্যতে মাল্টার ফলন আসবে এমনটি আশা করছেন শিক্ষিত এ যুবক।
শরিফুলের খেতের মাল্টা খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাক। কমাস আগে তিনি যশোরে একটি অনুষ্ঠানে যোগ দেন। তখন কৃষি বিভাগের কর্মকর্তারা শরিফুলের খেতের মাল্টা দিয়ে মন্ত্রীকে আপ্যায়ন করেন। মাল্টা খেয়ে মন্ত্রী খুশি হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরিফুলের বাগানে সৌর বিদ্যুতে চালিত ড্রিপ সেচ প্রদর্শনী দিয়েছেন। যা দিয়ে বিনা খরচায় খেতে সেচ দিতে পারেন তিনি।
শরিফুল ইসলাম বলেন, ২০১৪ সালে দাখিল পাশ করার পর পারিবারিকভাবে কৃষি কাজের সঙ্গে জড়াই। যতবার সবজি চাষ করেছি কোনো না কোনো ভাবে লসের মুখে পড়েছি। লাভবান হতে পারিনি। এরপর অনেক খোঁজাখুঁজি করে মাল্টা চাষের সন্ধান পাই। বাড়িতে মাল্টা চাষের কথা বললে কেউ রাজি হননি। মাল্টা টক, ভালো ফলন হবে না। এসব বলে আমাকে বাধা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০১৭ সালের দিকে খেতে লাউয়ের চাষ করেছিলাম। লাউয়ের ক্ষতি না হয় সেটা মাথায় রেখে পরিবারের অমতে ১০ হাজার টাকায় ৮০টা মাল্টার চারা কিনে লাগাই। দুই বছর পর গাছে ফলন আসে। পরিপক্ব মাল্টা খুব মিষ্টি হয়। এরপর বাড়ির সবাই মাল্টা খেয়ে খুশি হন। তখন থেকে সবজি চাষ ছেড়ে মাল্টার সঙ্গে লেগে পড়ি।
শরিফুল ইসলাম বলেন, জানুয়ারির দিকে মাল্টা গাছে ফুল আসে। সেপ্টেম্বরের মাঝামাঝি মাল্টা তোলা যায়। গত বছর দেড় লাখ টাকার মাল্টা বিক্রি করেছি। প্রতিকেজি মাল্টা ১০০-১৫০ টাকায় বিক্রি হয়েছে। এ পর্যন্ত মাল্টা বাজারে নিতে হয়নি। খেত থেকে তুলে রাস্তার ধারে বসলে বিক্রি হয়ে যায়। দিনে ২ থেকে আড়াই মণ ফল বিক্রি হয়েছে। এবার মাল্টার ফলন অনেক বেশি। দামও বেশি পাব বলে আশা করি। সব মিলে দুই লাখের ওপর বিক্রি হবে।
সফল এ উদ্যোক্তা বলেন, লেখাপড়া শেষ করে কি করব। চাকরি হবে কি না। এ সব নিয়ে এখন আর চিন্তা করি না। মাল্টা ও কমলা চাষের পাশাপাশি নার্সারি করেছি। নার্সারিতে ২৫-৩০ প্রকারের ফলের চারা রয়েছে। ১৫ কাঠা জমিতে পটলের চাষ আছে। এসব থেকে থেকে মাসে গড়ে ২০ হাজার টাকা আয় আছে। এ বছর ঝিকরগাছা মাদ্রাসা থেকে কামিল শেষ হচ্ছে। লেখাপড়া শেষ হওয়ার আগে আমি নিজে স্বাবলম্বী হতে পেরে আনন্দিত।
রোহিতা ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা তুহিন বিশ্বাস বলেন, মাল্টা চাষ করে শরিফুল সাড়া ফেলেছেন। অল্পদিনে তিনি চাষে সফলতা পেয়েছেন। এক সময় যে ছেলে চাকরির কথা ভাবতেন। তিনি এখন অনেকের জন্য অনুকরণীয়। শরিফুলের মাল্টা খেত দেখে অনেক যুবক উদ্বুদ্ধ হচ্ছেন। আমরা কৃষি বিভাগ তাঁকে সার্বিক সহযোগিতা দিয়ে আসছি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫