কুবি প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোটের মাঠে টাকা লেনদেনের সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে আটকের পর পুলিশের গাড়ি থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে গেছেন সংগঠনে নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটক-সংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে ভোটের মাঠে টাকার লেনদেন করার সন্দেহে ইলিয়াসকে আটক করেন ২৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালত। পরে ঘটনাস্থলে মিছিল নিয়ে উপস্থিত হয়ে পুলিশের গাড়ি থেকে ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ঘটনার পরপরই ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ-মিছিলে অস্থিতিশীল হয়ে ওঠে। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা, সহকারী প্রক্টর মাহবুবুল হক ভূঁইয়া, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাত ২৪ নম্বর ওয়ার্ড পরিদর্শনে এলে ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন তাঁর সঙ্গে দেখা করেন। মেয়রপ্রার্থী রিফাত চলে যাওয়ার পর ইলিয়াসকে তল্লাশি করে প্রায় ৭০ হাজার টাকা পান ম্যাজিস্ট্রেট। পরে সন্দেহের ভিত্তিতে তাঁকে আটক করে গাড়িতে তোলা হয়।
ইলিয়াস হোসেন বলেন, ‘সব প্রার্থী ও এজেন্টদের মধ্যে একজনও যদি বলতে পারেন, আমি কোনো প্রার্থীর পক্ষে ১০০ টাকা দেওয়ার জন্য বলে থাকি, তাহলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। অথচ তিনি (ম্যাজিস্ট্রেট) কেন আমাকে বললেন, আমি ভোট কিনেছি? কী কারণে আমাকে চার্জ করলেন? আমি জেলা প্রশাসক বরাবর লিখিত দেব।’
ইলিয়াস বলেন, ‘আমি এখানে (প্রধান ফটক) এসেছিলাম নাশতা করতে, আর তিনি (ম্যাজিস্ট্রেট) আমাকে এখান থেকে ধরে নিয়ে গেছেন। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর ছাত্রলীগের সভাপতি। আমার কাছে ২০, ৫০ হাজার টাকা থাকা কি দোষের কিছু?’
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
এদিকে পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগ আলোচনায় বসে। আলোচনা শেষে কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ‘নির্বাচন উপলক্ষে প্রার্থী, ভোটার, প্রশাসন সবাই কাজ করছে। সেখানে কিছু তথ্যগত ভুল থাকায় এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা ছাত্রদের সঙ্গে বসেছিলাম। তাঁদের যদি কোনো বক্তব্য থাকে, তাঁরা লিখিত দিলে আমরা তদন্ত করে দেখব।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোটের মাঠে টাকা লেনদেনের সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে আটকের পর পুলিশের গাড়ি থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে গেছেন সংগঠনে নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটক-সংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে ভোটের মাঠে টাকার লেনদেন করার সন্দেহে ইলিয়াসকে আটক করেন ২৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালত। পরে ঘটনাস্থলে মিছিল নিয়ে উপস্থিত হয়ে পুলিশের গাড়ি থেকে ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ঘটনার পরপরই ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ-মিছিলে অস্থিতিশীল হয়ে ওঠে। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা, সহকারী প্রক্টর মাহবুবুল হক ভূঁইয়া, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাত ২৪ নম্বর ওয়ার্ড পরিদর্শনে এলে ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন তাঁর সঙ্গে দেখা করেন। মেয়রপ্রার্থী রিফাত চলে যাওয়ার পর ইলিয়াসকে তল্লাশি করে প্রায় ৭০ হাজার টাকা পান ম্যাজিস্ট্রেট। পরে সন্দেহের ভিত্তিতে তাঁকে আটক করে গাড়িতে তোলা হয়।
ইলিয়াস হোসেন বলেন, ‘সব প্রার্থী ও এজেন্টদের মধ্যে একজনও যদি বলতে পারেন, আমি কোনো প্রার্থীর পক্ষে ১০০ টাকা দেওয়ার জন্য বলে থাকি, তাহলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। অথচ তিনি (ম্যাজিস্ট্রেট) কেন আমাকে বললেন, আমি ভোট কিনেছি? কী কারণে আমাকে চার্জ করলেন? আমি জেলা প্রশাসক বরাবর লিখিত দেব।’
ইলিয়াস বলেন, ‘আমি এখানে (প্রধান ফটক) এসেছিলাম নাশতা করতে, আর তিনি (ম্যাজিস্ট্রেট) আমাকে এখান থেকে ধরে নিয়ে গেছেন। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর ছাত্রলীগের সভাপতি। আমার কাছে ২০, ৫০ হাজার টাকা থাকা কি দোষের কিছু?’
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
এদিকে পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগ আলোচনায় বসে। আলোচনা শেষে কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ‘নির্বাচন উপলক্ষে প্রার্থী, ভোটার, প্রশাসন সবাই কাজ করছে। সেখানে কিছু তথ্যগত ভুল থাকায় এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা ছাত্রদের সঙ্গে বসেছিলাম। তাঁদের যদি কোনো বক্তব্য থাকে, তাঁরা লিখিত দিলে আমরা তদন্ত করে দেখব।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫