
আষাঢ় পেরিয়ে শ্রাবণ। ভরা বর্ষাতেও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। ফলে কয়েক দিনের তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে ব্যাহত হচ্ছে আমনের চারা রোপণ। এদিকে গত দুদিনের সামান্য বৃষ্টিপাতে জমিতে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের কমলগঞ্জের কৃষকেরা।
কৃষকেরা জানান, মৌসুমের শুরুতে দাবদাহের কারণে চারা রোপণ করতে পারেননি। গত দুই দিনের বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া স্বস্তি ফিরেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমনের চারা রোপণ শেষ হবে বলে জানান তাঁরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ১৭ হাজার ২৭৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ২০ হেক্টর, দেশি জাতের ধান ১৩০ হেক্টর ও উফশী জাতের ধান ১৭ হাজার ১২৫ হেক্টর।
চলতি মৌসুমে আমন ধান চাষ করতে এক হাজার কৃষককে সরকারিভাবে উফশী ধানের পাঁচ কেজি বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়েছে।
কমলগঞ্জের পৌর এলাকা, শমশেরনগর, আলীনগর ও পতনঊষার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে আমন ধানের চারা রোপণ করছেন চাষিরা। আবহাওয়া ভালো থাকলে আগামী ১৫ দিনের মধ্যে আমনের চারা রোপণ শেষ হবে। পানির অভাবে বীজতলা তৈরি করতে সাময়িক সমস্যা হলেও এখন পর্যাপ্ত পানি থাকায় জমিতে চারা রোপণ করতে সমস্যা হচ্ছে না।
উপজেলার পৌর এলাকার কৃষক সালাম মিয়া বলেন, ‘আমি আউশ ধানের আগাছা পরিষ্কার করে আমন ধানের চারা রোপণ করছি। শ্রমিক–সংকটে চারা রোপণ করতে কিছুটা বিলম্ব হয়।’ একরপ্রতি জমিতে প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা খরচ হয় বলেও জানান তিনি।
পতনঊষার ইউনিয়নের কৃষক সিদ্দিকুর রহমান বলেন, ‘ছয় একর জমি আমন চাষের জন্য তৈরি করেছি। গতকাল থেকে জমিতে চারা রোপণও শুরু করি। কয়েক দিনের মধ্যে চারা রোপণ শেষ হবে।’
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, অনাবৃষ্টির কারণে আমন চাষবাদে কিছুটা বিলম্ব হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এখন পর্যাপ্ত পানি আছে জমিতে। এ উপজেলায় বেশির ভাগ জমিতে আউশ, আমন ও বোরো ধান চাষ করা যায়। আবহাওয়া ভালো থাকলে আমন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হবে বলে তিনি মনে করেন।

আষাঢ় পেরিয়ে শ্রাবণ। ভরা বর্ষাতেও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। ফলে কয়েক দিনের তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে ব্যাহত হচ্ছে আমনের চারা রোপণ। এদিকে গত দুদিনের সামান্য বৃষ্টিপাতে জমিতে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের কমলগঞ্জের কৃষকেরা।
কৃষকেরা জানান, মৌসুমের শুরুতে দাবদাহের কারণে চারা রোপণ করতে পারেননি। গত দুই দিনের বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া স্বস্তি ফিরেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমনের চারা রোপণ শেষ হবে বলে জানান তাঁরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ১৭ হাজার ২৭৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ২০ হেক্টর, দেশি জাতের ধান ১৩০ হেক্টর ও উফশী জাতের ধান ১৭ হাজার ১২৫ হেক্টর।
চলতি মৌসুমে আমন ধান চাষ করতে এক হাজার কৃষককে সরকারিভাবে উফশী ধানের পাঁচ কেজি বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়েছে।
কমলগঞ্জের পৌর এলাকা, শমশেরনগর, আলীনগর ও পতনঊষার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে আমন ধানের চারা রোপণ করছেন চাষিরা। আবহাওয়া ভালো থাকলে আগামী ১৫ দিনের মধ্যে আমনের চারা রোপণ শেষ হবে। পানির অভাবে বীজতলা তৈরি করতে সাময়িক সমস্যা হলেও এখন পর্যাপ্ত পানি থাকায় জমিতে চারা রোপণ করতে সমস্যা হচ্ছে না।
উপজেলার পৌর এলাকার কৃষক সালাম মিয়া বলেন, ‘আমি আউশ ধানের আগাছা পরিষ্কার করে আমন ধানের চারা রোপণ করছি। শ্রমিক–সংকটে চারা রোপণ করতে কিছুটা বিলম্ব হয়।’ একরপ্রতি জমিতে প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা খরচ হয় বলেও জানান তিনি।
পতনঊষার ইউনিয়নের কৃষক সিদ্দিকুর রহমান বলেন, ‘ছয় একর জমি আমন চাষের জন্য তৈরি করেছি। গতকাল থেকে জমিতে চারা রোপণও শুরু করি। কয়েক দিনের মধ্যে চারা রোপণ শেষ হবে।’
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, অনাবৃষ্টির কারণে আমন চাষবাদে কিছুটা বিলম্ব হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এখন পর্যাপ্ত পানি আছে জমিতে। এ উপজেলায় বেশির ভাগ জমিতে আউশ, আমন ও বোরো ধান চাষ করা যায়। আবহাওয়া ভালো থাকলে আমন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হবে বলে তিনি মনে করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫