Ajker Patrika

মার্কেটিংয়ে ডিগ্রি না থাকায় আক্ষেপ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮: ২৮
মার্কেটিংয়ে ডিগ্রি না থাকায় আক্ষেপ শিক্ষামন্ত্রীর

মার্কেটিং বিষয়ে ডিগ্রি না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মার্কেটিং বিষয়ে পড়াশোনা করলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশকে আরও ভালোভাবে তুলে ধরতে পারতাম।’

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডা. দীপু মনি এর আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সে সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘কথায় কথায় বিরোধী দল বলত দেশ বিক্রি করে দিয়েছি। তো কত টাকায় বিক্রি হলো? আমার একসময় মনে হলো, আসলে এটা তো গালি না। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজ ছিল আসলে সারা দুনিয়ার কাছে দেশটাকে বিক্রি করা। আমার দেশে কী আছে, আমার দেশ কেমন—সেটাকে সবচেয়ে ভালোভাবে বিশ্বের কাছে তুলে ধরা। তবে আমার যদি মার্কেটিং বিষয়ে একটা ডিগ্রি থাকত, তাহলে সে কাজটি আরও ভালোভাবে করতে পারতাম।’

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত