নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক দফা, অসহযোগ ও নির্বাচন বর্জনের পক্ষে লাগাতার কর্মসূচি পালন করেও ক্ষমতাসীনদের তাদের পথ থেকে সরাতে পারেনি বিএনপি। তারা ঠিকই নির্বাচন করে বেরিয়ে গেল। তারপরও রাজপথ ছাড়বে না বিএনপি। ভোট শেষে এখন আবার কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি।
গত রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। তবে এই নির্বাচন প্রত্যাখ্যান করে তা বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। এই দাবি আদায়ে করণীয় নির্ধারণে ভোটের দিন রোববার রাতেই বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে নির্বাচন বিষয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ তুলে ধরার পাশাপাশি সার্বিক মূল্যায়ন করা হয়। সেখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেন নেতারা।
ভোটের পরদিন গতকাল রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। প্রায় আড়াই মাস পর সেখানে গেলেন দলের নেতারা।
সংবাদ সম্মেলনে আগের রাতের বৈঠকের সিদ্ধান্ত এবং নির্বাচন নিয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হয়।
সেখানে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। নির্বাচনকে প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানান তাঁরা।
এই দাবির পক্ষে সংবাদ সম্মেলন থেকে দুই দিনের গণসংযোগ কর্মসূচির ঘোষণা আসে। আজ মঙ্গলবার ও কাল বুধবার সারা দেশে এই কর্মসূচি পালিত হবে বলে জানান মঈন খান।
এই নেতা বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়েই জনগণের অধিকার রক্ষার আন্দোলনে রাজপথে নেমেছি। আমরা রাজপথে আছি এবং ভবিষ্যতেও আমরা রাজপথে থাকব; যত দিন না সত্যিকার অর্থে জনগণের অধিকার আমরা জনগণের হাতে তুলে দিতে পারব। এটাই বিএনপির প্রতিজ্ঞা।’
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘মূলত আমরা নির্বাচনের আহ্বান জানিয়ে অসহযোগের আহ্বান জানিয়েছিলাম। এই ভোট বর্জন হয়েছে। আমরা গণতান্ত্রিক দল শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। আমরা নির্বাচনে বাধা দিতে যাইনি। তারা (সরকার) নিজেরা বাধা দিয়েছে, বিভিন্ন জায়গায় গোলাগুলি করেছে, মানুষের প্রাণ ক্ষয় হয়েছে, আহত হয়েছে, ভাঙচুর হয়েছে—সবই হয়েছে তারা তারা।’
এদিকে বিএনপির পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে দলটির একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, আন্দোলন এবং নির্বাচনে এর প্রভাব নিয়ে দলের অভ্যন্তরে পর্যালোচনা চলছে। ভোট বর্জনের পক্ষে ভোটারদের এত বিপুল সমর্থনও কেন কাজে লাগানো গেল না। স্থায়ী কমিটির বৈঠকে সে নিয়ে পর্যালোচনা করে প্রকৃত কারণ চিহ্নিত করা এবং সে অনুযায়ী করণীয় ঠিক করার তাগিদ দেওয়া হয়। এই অবস্থায় অন্য কর্মসূচিতে যাওয়ার আগে আবার গণসংযোগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এক দফা, অসহযোগ ও নির্বাচন বর্জনের পক্ষে লাগাতার কর্মসূচি পালন করেও ক্ষমতাসীনদের তাদের পথ থেকে সরাতে পারেনি বিএনপি। তারা ঠিকই নির্বাচন করে বেরিয়ে গেল। তারপরও রাজপথ ছাড়বে না বিএনপি। ভোট শেষে এখন আবার কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি।
গত রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। তবে এই নির্বাচন প্রত্যাখ্যান করে তা বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। এই দাবি আদায়ে করণীয় নির্ধারণে ভোটের দিন রোববার রাতেই বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে নির্বাচন বিষয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ তুলে ধরার পাশাপাশি সার্বিক মূল্যায়ন করা হয়। সেখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেন নেতারা।
ভোটের পরদিন গতকাল রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। প্রায় আড়াই মাস পর সেখানে গেলেন দলের নেতারা।
সংবাদ সম্মেলনে আগের রাতের বৈঠকের সিদ্ধান্ত এবং নির্বাচন নিয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হয়।
সেখানে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। নির্বাচনকে প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানান তাঁরা।
এই দাবির পক্ষে সংবাদ সম্মেলন থেকে দুই দিনের গণসংযোগ কর্মসূচির ঘোষণা আসে। আজ মঙ্গলবার ও কাল বুধবার সারা দেশে এই কর্মসূচি পালিত হবে বলে জানান মঈন খান।
এই নেতা বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়েই জনগণের অধিকার রক্ষার আন্দোলনে রাজপথে নেমেছি। আমরা রাজপথে আছি এবং ভবিষ্যতেও আমরা রাজপথে থাকব; যত দিন না সত্যিকার অর্থে জনগণের অধিকার আমরা জনগণের হাতে তুলে দিতে পারব। এটাই বিএনপির প্রতিজ্ঞা।’
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘মূলত আমরা নির্বাচনের আহ্বান জানিয়ে অসহযোগের আহ্বান জানিয়েছিলাম। এই ভোট বর্জন হয়েছে। আমরা গণতান্ত্রিক দল শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। আমরা নির্বাচনে বাধা দিতে যাইনি। তারা (সরকার) নিজেরা বাধা দিয়েছে, বিভিন্ন জায়গায় গোলাগুলি করেছে, মানুষের প্রাণ ক্ষয় হয়েছে, আহত হয়েছে, ভাঙচুর হয়েছে—সবই হয়েছে তারা তারা।’
এদিকে বিএনপির পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে দলটির একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, আন্দোলন এবং নির্বাচনে এর প্রভাব নিয়ে দলের অভ্যন্তরে পর্যালোচনা চলছে। ভোট বর্জনের পক্ষে ভোটারদের এত বিপুল সমর্থনও কেন কাজে লাগানো গেল না। স্থায়ী কমিটির বৈঠকে সে নিয়ে পর্যালোচনা করে প্রকৃত কারণ চিহ্নিত করা এবং সে অনুযায়ী করণীয় ঠিক করার তাগিদ দেওয়া হয়। এই অবস্থায় অন্য কর্মসূচিতে যাওয়ার আগে আবার গণসংযোগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫