
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে হাতি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। হাতির ভয়ে রীতিমতো আতঙ্কে থাকতে হয় পথচারী ও ব্যবসায়ীদের।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পতনঊষার ইউনিয়নের বিভিন্ন বাজার ও সড়কে ঘুরে বেড়াচ্ছে চারটি হাতি। এসব হাতির ওপর বসে রয়েছেন চারজন মাহুত। হাতিগুলো শহীদনগর বাজারের দুই পাশের দোকান থেকে ভয় দেখিয়ে টাকা তুলছে। এ ছাড়া সড়কে গাড়ির গতিরোধ করেও টাকা নিচ্ছে। হাতির পিঠে বসে থাকা মাহুতেরা এভাবে টাকা নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতি মাসে কয়েকদিন এভাবে হাতি দিয়ে চাঁদাবাজি করা হয়। আমরা ভয়ে টাকা দিই। মাহুতেরা নানা রকমের শব্দ করে হাতিগুলো পরিচালিত করেন আর হাতি শুঁড় এগিয়ে দেয় দোকানদারের দিকে। কেউ স্বেচ্ছায়, আবার কেউ ভয়ে টাকা দেন। পরে চাঁদার টাকা হাতি শুঁড় দিয়ে তার মাহুতকে দেয়।
শহীদনগর বাজারের ব্যবসায়ী বেলাল মিয়া বলেন, বিভিন্ন উপজেলা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করা হচ্ছে। হাতি দিয়ে উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে সারা দিন চাঁদা তোলা হয়। কেউ কোনো প্রতিবাদ করলে উল্টো হুমকি দেওয়া হয়। বিষয়টি দেখার যেন কেউ নেই।
মাইক্রোবাসচালক জামাল মিয়া, সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেদ মিয়া বলেন, ‘সড়কের মাঝখানে হাতি দাঁড় করিয়ে চাঁদা তোলা হচ্ছে। আমাদের গাড়ির গতিরোধ করে টাকা দাবি করে, পরে আমরা ৪০ টাকা দিয়ে এসেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাহুত বলেন, ‘আমরা হাতি দিয়ে চাঁদাবাজি করি না। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় খাবারের জন্য কিছু টাকা নেওয়া হয়। তবে টাকা নেওয়ার সময় কাউকে জোর করা হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয়, তাই আমরা নিই।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী বলেন, হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে হাতি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। হাতির ভয়ে রীতিমতো আতঙ্কে থাকতে হয় পথচারী ও ব্যবসায়ীদের।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পতনঊষার ইউনিয়নের বিভিন্ন বাজার ও সড়কে ঘুরে বেড়াচ্ছে চারটি হাতি। এসব হাতির ওপর বসে রয়েছেন চারজন মাহুত। হাতিগুলো শহীদনগর বাজারের দুই পাশের দোকান থেকে ভয় দেখিয়ে টাকা তুলছে। এ ছাড়া সড়কে গাড়ির গতিরোধ করেও টাকা নিচ্ছে। হাতির পিঠে বসে থাকা মাহুতেরা এভাবে টাকা নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতি মাসে কয়েকদিন এভাবে হাতি দিয়ে চাঁদাবাজি করা হয়। আমরা ভয়ে টাকা দিই। মাহুতেরা নানা রকমের শব্দ করে হাতিগুলো পরিচালিত করেন আর হাতি শুঁড় এগিয়ে দেয় দোকানদারের দিকে। কেউ স্বেচ্ছায়, আবার কেউ ভয়ে টাকা দেন। পরে চাঁদার টাকা হাতি শুঁড় দিয়ে তার মাহুতকে দেয়।
শহীদনগর বাজারের ব্যবসায়ী বেলাল মিয়া বলেন, বিভিন্ন উপজেলা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করা হচ্ছে। হাতি দিয়ে উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে সারা দিন চাঁদা তোলা হয়। কেউ কোনো প্রতিবাদ করলে উল্টো হুমকি দেওয়া হয়। বিষয়টি দেখার যেন কেউ নেই।
মাইক্রোবাসচালক জামাল মিয়া, সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেদ মিয়া বলেন, ‘সড়কের মাঝখানে হাতি দাঁড় করিয়ে চাঁদা তোলা হচ্ছে। আমাদের গাড়ির গতিরোধ করে টাকা দাবি করে, পরে আমরা ৪০ টাকা দিয়ে এসেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাহুত বলেন, ‘আমরা হাতি দিয়ে চাঁদাবাজি করি না। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় খাবারের জন্য কিছু টাকা নেওয়া হয়। তবে টাকা নেওয়ার সময় কাউকে জোর করা হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয়, তাই আমরা নিই।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী বলেন, হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫