রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মতিউর রহমান তপন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান।
তবে চারঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘ভোট কারচুপির অভিযোগ সঠিক নয়। সংবাদ সম্মেলনে এখন অভিযোগ করেও লাভ নেই। ভোট পুনরায় গণনা চাইলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে হবে। আদালত সিদ্ধান্ত দিলে গণনা করা হবে।’
গত রোববার সরদহ ইউপি নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান মধুকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফলে বলা হয়, তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাসানুজ্জামান ৬ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। আর মতিউর রহমান পেয়েছেন ৫ হাজার ৫৪৬ ভোট।
সংবাদ সম্মেলনে মতিউর রহমান তপন বলেন, ভোটের দিন লাইনে ভোটার থাকলেও দুটি কেন্দ্রে ব্যালট ছিল না। বিজয়ী প্রার্থীর আপন চাচাতো ভাইসহ দলীয় লোকেরাই ছিলেন প্রিসাইডিং কর্মকর্তা। এগুলো পরিবর্তনের জন্য লিখিত অভিযোগ করা হলেও তা করা হয়নি। ভোটের দিন জোর করে দুপুরেই হাতুড়ি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
মতিউর দাবি করেন, ভোটের দিন ৬টি কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে ছিলেন ১ হাজার ২০০ ভোটে। এরপর আর অন্য কেন্দ্রগুলো থেকে ফলাফল আসছিল না। ভোট কারচুপি হয়েছে। ভোট পুনরায় গণনা হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এ নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু বলেন, ‘আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ করছি, রাজশাহীতে আওয়ামী লীগ জামায়াতকে স্পেস দিতে রাজি আছে, কিন্তু ১৪ দলের মধ্যে সমন্বয় করে নির্বচন করার ক্ষেত্রে তাঁদের অনেক আপত্তি। পবার হড়গ্রাম ইউনিয়নে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদকে স্পেস করে দেওয়া হয়েছে। তাঁরা আমাদের সঙ্গে পাশবিক আচরণ করছে। আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন। আজকে যখন রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দলের সংলাপ আছে, ঠিক এমন দিনে এমন একটি ঘটনার কথা আপনাদের বলতে হচ্ছে।’
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাজমুল করিম অপু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মতিউর রহমান তপন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান।
তবে চারঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘ভোট কারচুপির অভিযোগ সঠিক নয়। সংবাদ সম্মেলনে এখন অভিযোগ করেও লাভ নেই। ভোট পুনরায় গণনা চাইলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে হবে। আদালত সিদ্ধান্ত দিলে গণনা করা হবে।’
গত রোববার সরদহ ইউপি নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান মধুকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফলে বলা হয়, তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাসানুজ্জামান ৬ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। আর মতিউর রহমান পেয়েছেন ৫ হাজার ৫৪৬ ভোট।
সংবাদ সম্মেলনে মতিউর রহমান তপন বলেন, ভোটের দিন লাইনে ভোটার থাকলেও দুটি কেন্দ্রে ব্যালট ছিল না। বিজয়ী প্রার্থীর আপন চাচাতো ভাইসহ দলীয় লোকেরাই ছিলেন প্রিসাইডিং কর্মকর্তা। এগুলো পরিবর্তনের জন্য লিখিত অভিযোগ করা হলেও তা করা হয়নি। ভোটের দিন জোর করে দুপুরেই হাতুড়ি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
মতিউর দাবি করেন, ভোটের দিন ৬টি কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে ছিলেন ১ হাজার ২০০ ভোটে। এরপর আর অন্য কেন্দ্রগুলো থেকে ফলাফল আসছিল না। ভোট কারচুপি হয়েছে। ভোট পুনরায় গণনা হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এ নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু বলেন, ‘আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ করছি, রাজশাহীতে আওয়ামী লীগ জামায়াতকে স্পেস দিতে রাজি আছে, কিন্তু ১৪ দলের মধ্যে সমন্বয় করে নির্বচন করার ক্ষেত্রে তাঁদের অনেক আপত্তি। পবার হড়গ্রাম ইউনিয়নে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদকে স্পেস করে দেওয়া হয়েছে। তাঁরা আমাদের সঙ্গে পাশবিক আচরণ করছে। আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন। আজকে যখন রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দলের সংলাপ আছে, ঠিক এমন দিনে এমন একটি ঘটনার কথা আপনাদের বলতে হচ্ছে।’
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাজমুল করিম অপু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫