Ajker Patrika

লেপ তৈরিতে ব্যস্ত কারিগরেরা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ০২
লেপ তৈরিতে ব্যস্ত কারিগরেরা

রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ি বাজারে লেপ সেলাইয়ে ব্যস্ত জুলহাস মিয়া।      ছবি: আজকের পত্রিকা
কুড়িগ্রামের রৌমারীতে লেপ তৈরিতে ব্যস্ত কারিগরেরা। শীতের আগাম প্রস্তুতি হিসেবে নতুন লেপ বানাতে লেপ-তোশকের দোকানে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। অনেকেই আবার আসছেন পুরোনো লেপ মেরামত করতে।

উপজেলার বিভিন্ন লেপ-তোশকের দোকানে গিয়ে দেখা গেছে, লেপ বানাতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। কারিগরেরাও ব্যস্ত সময় পার করছেন এ কাজে।

দাঁতভাঙা বাজারে পুরোনো লেপ ঠিক করতে এসেছেন উপজেলার ধর্মপুর গ্রামে সর মজনু মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এবার তুলার দাম, কাপড়ের দাম ও মজুরির দাম বেশি। তাই পুরোনো লেপটা মেরামত করার জন্য এনেছি। গত বছর শিমুল তুলার কেজি ছিল ২৫০ টাকা এবার চাচ্ছে ৪৫০ টাকা। কাপড়ের দামও অনেক বেশি। কী আর করার শীত তো নিবারণ করতে হবে। তাই পুরাতনটাই ঠিক করে নিচ্ছি।’

রৌমারী বাজারের বড় কাপড় ব্যবসায়ী ও লেপ-তোশকের মহাজন আবু জার গীফ্ফারি জানান, গত বছরের তুলনায় এবারের শীতে লেপের চাহিদা বেশি। এই অঞ্চলে এখনো ধান কাটা পুরোপুরি শরু হয়নি। তাই গ্রামাঞ্চল থেকে লেপের চাহিদা তেমন আসছে না। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা আরও বাড়তে পারে এমনটাই আশা করছেন। তিনি বলেন, ‘এ বছর একটি লেপ তৈরি করতে ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। তোশক বানাতে খরচ পড়ছে ১ হাজার থেকে ৩ হাজার টাকা।’

দাঁতভাঙা বাজারের লেপ-তোশক ব্যবসায়ী রুহল আমিন বলেন, ‘প্রচলিত রীতি অনুযায়ী পৌষ ও মাঘ মাস শীতকাল। তবে এবার কার্তিক মাসের মাঝ থেকেই কিছুটা শীত অনুভব হচ্ছে। তাই শীত মোকাবিলায় আগাম লেপ তৈরি করে দোকানে মজুত করে রাখছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত