Ajker Patrika

বাড়ছে করোনার সংক্রমণ

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৪: ৫৮
বাড়ছে করোনার সংক্রমণ

মৌলভীবাজারে বেড়েছে করোনার সংক্রমণ। গত তিন দিনে জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৩ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ১৮ জানুয়ারি ৯৭ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা পজিটিভ আসে।

১৭ জানুয়ারি ১০৩ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজিটিভ হন। ১৬ জানুয়ারি ৭০ জনের নমুনা পরীক্ষায় আটজন করোনা পজিটিভ হন। তিন দিনেই ২৭০ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের শরীরে করোনা রোগী শনাক্ত হন।

জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৯৭। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭ হাজার ৪৮৭ জন, মৃত্যুবরণ করেছেন মোট ৭২ জন।

মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আবারও করোনা সংক্রমণ বাড়ছে। প্রতিদিন নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হচ্ছে। অক্রান্তে সংখ্যা ১০ থেকে ২৫ শতাংশে ওঠানামা করছে।

হঠাৎ করে করোনা বেড়ে যাওয়ায় আতঙ্ক বেড়েছে মানুষের মধ্যে। তবে অধিকাংশ মানুষ মানছেন না বিধিনিষেধ। মাস্কসহ স্বাস্থ্যবিধি মানছেন না। এমন অবস্থায় সংক্রমণের দ্রুত বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন সচেতন নাগরিকেরা।

জেলা পুলিশ সুপার মো. জাকারিয়া বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছি, বিভিন্ন সুরক্ষা সামগ্রীও বিতরণ করছি, পাশাপাশি যানবাহনে অধিক গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত