নাটোর ও বাগাতিপাড়া প্রতিনিধি

নাটোর ও বাগাতিপাড়া পৌরসভা নির্বাচন আজ রোববার। পৌরসভা দুটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছেন কর্তৃপক্ষ। এ ছাড়া ভোটের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ২৮টি বুথে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া নাটোর পৌরসভায় ৩০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জানা গেছে, নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিল পদে ৬৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০টি ভোটকেন্দ্রে ৩০ হাজার ৬৮১ জন পুরুষ এবং ৩২ হাজার ৮০৫ জন নারী ভোটাধিকার প্রয়োগ করবেন।
অপর দিকে, বাগাতিপাড়া পৌরসভায় কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে মোট ৮ হাজার ৫৮৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে মামলা জটিলতা কাটিয়ে নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচন দীর্ঘ ১৬ বছরের আজ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে পৌর এলাকার সচেতন মানুষসহ সবার মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীসহ বিদ্রোহী প্রার্থী রয়েছেন একজন। এ ছাড়া ওই পদে সদ্য বহিষ্কৃত বিএনপির দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বারইপাড়া মহল্লার রুহুল আমিন বাবু বলেন, দীর্ঘদিন পরে ভোট হওয়ায় তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকে ঘিরে সারা পৌরসভায় এক উৎসবের আমেজ বিরাজ করছিল।
বাগাতিপাড়ায় মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনকে ঘিরে পৌরসভাজুড়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী বলেন, বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের মধ্যে ৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা ব্যবস্থা কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি কেন্দ্রেই সার্বক্ষণিক একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। সঙ্গে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা থাকবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বলেন, ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নাটোর ও বাগাতিপাড়া পৌরসভা নির্বাচন আজ রোববার। পৌরসভা দুটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছেন কর্তৃপক্ষ। এ ছাড়া ভোটের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ২৮টি বুথে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া নাটোর পৌরসভায় ৩০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জানা গেছে, নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিল পদে ৬৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০টি ভোটকেন্দ্রে ৩০ হাজার ৬৮১ জন পুরুষ এবং ৩২ হাজার ৮০৫ জন নারী ভোটাধিকার প্রয়োগ করবেন।
অপর দিকে, বাগাতিপাড়া পৌরসভায় কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে মোট ৮ হাজার ৫৮৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে মামলা জটিলতা কাটিয়ে নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচন দীর্ঘ ১৬ বছরের আজ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে পৌর এলাকার সচেতন মানুষসহ সবার মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীসহ বিদ্রোহী প্রার্থী রয়েছেন একজন। এ ছাড়া ওই পদে সদ্য বহিষ্কৃত বিএনপির দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বারইপাড়া মহল্লার রুহুল আমিন বাবু বলেন, দীর্ঘদিন পরে ভোট হওয়ায় তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকে ঘিরে সারা পৌরসভায় এক উৎসবের আমেজ বিরাজ করছিল।
বাগাতিপাড়ায় মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনকে ঘিরে পৌরসভাজুড়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী বলেন, বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের মধ্যে ৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা ব্যবস্থা কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি কেন্দ্রেই সার্বক্ষণিক একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। সঙ্গে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা থাকবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বলেন, ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫