আরিফ আহম্মেদ, গৌরীপুর

করোনার সংক্রমণ কমে আসায় অধিকাংশ পেশার মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে এখনো দুর্দিন পিছু ছাড়েনি কুটির শিল্পের কারিগরদের। সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী দীর্ঘ লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। একদিকে বাজারে প্লাস্টিকজাত পণ্যের প্রসার, অপরদিকে উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে পারছেন না হস্তশিল্পের কারিগররা, চাহিদাও কম। স্ত্রী, সন্তান নিয়ে খেয়ে না খেয়ে জীবন কাটছে তাদের। প্রত্যন্ত এলাকা হওয়ায় প্রশাসনের সহযোগিতাও মেলেনি তাঁদের।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় ধান কাটা শুরু হলে বাজারে ব্যাপক চাহিদা থাকত খাঁচা ও খাদির। আর গরমে ব্যাপক চাহিদা ছিল হাতপাখার। এ শিল্পের সঙ্গে জড়িত কারিগররা সারা বছরই ব্যস্ত সময় পার করতেন বাঁশ আর বেতের বুননে। বিশেষ করে ফসলের মৌসুমে অর্থাৎ ধান কাটার সময় খাঁচা ও খাদির প্রচুর চাহিদা থাকত বাজারে। এ ছাড়া কারিগররা সারা বছরই খাঁচা বিক্রি করতে পারতেন। তখন কৃষকের গোয়াল ভর্তি ছিল গরু। সেই গরুর খাবার দেওয়া হতো খাঁচায়। ঘাস কাটা, খেড় টানা ও কৃষি কাজে খাঁচার ব্যবহার হতো।
কারিগররা বলছেন, এখন সময় পাল্টেছে, কৃষক আর গরু দিয়ে হাল চাষ করেন না। তাই গোয়াল ভর্তি গরুও নেই। আর ধান টানার খাদির জায়গা দখল করেছে প্লাস্টিকের তৈরি বালতি ও ড্রাম। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ থাকায় এখন চাহিদা কমে গেছে হাতপাখার।
এমনি আক্ষেপের কথা জানাচ্ছিলেন-ভাংনামারী ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত নওয়াজ আলীর ছেলে নবী হোসেন। ৭৫ বছরে পা দিয়ে আজও তিনি খাঁচা বুনে চলেছেন। ৫০ বছর ধরে খাঁচা তৈরি করছেন তিনি। তাঁর ভাই আলী হোসেনও একই পেশায় জড়িত। অন্য কোনো কাজ তাঁদের জানা নেই। এ কারণে বেত শিল্পের এই দুর্দিনেও তিনি খাঁচা বোনার কাজই করছেন। স্বামী-স্ত্রী দুজনেই বেত শিল্পের দক্ষ কারিগর। কিন্তু চাহিদা কম থাকায় পেট চালানোর মতো দৈনিক ২-৩টি খাঁচা বোনেন তাঁরা। এগুলো বিক্রি করে যা পান তা দেয়েই চলে সংসার।
নবী হোসেন চার ছেলে ও পাঁচ মেয়ের জনক। ছেলে-মেয়েরা বড় হয়েছে। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেরাও বিয়ে করে আলাদা থাকেন। নিজেদের কোনো জমিজমা নাই, দিনমজুরি করেন। এখন কাজ না থাকায় স্ত্রীকে নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। কোনো সুযোগ-সুবিধাও পান না। কেউ খোঁজও নেয় না কোনো দিন।
নবী হোসেন জানান, মানুষের বাড়ি থেকে বাঁশ কিনে বেত তুলে দৈনিক দুই-তিনটা খাঁচা বুনতে পারেন। একটি বাঁশে ৫-৬টি খাঁচা হয়। বিক্রি করে যা পান তা দিয়েই কোনো রকমে সংসার চলে তাদের। একটি খাঁচা বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ বলেন, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় কুঠির শিল্পের এসব কারিগরদের কথা তিনি জানতেন না। তাঁদের সমন্বয় করে একটি সমিতি গড়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি। এ ধরনের কুঠির শিল্পের কারিগরদের টিকিয়ে রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বাঁশ-বেত শিল্পের কারিগরদের বিষয়টি জানতাম না। খোঁজ-খবর নিচ্ছি। তাদের জন্য প্রশাসনিকভাবে কিছু করার চেষ্টা করব।

করোনার সংক্রমণ কমে আসায় অধিকাংশ পেশার মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে এখনো দুর্দিন পিছু ছাড়েনি কুটির শিল্পের কারিগরদের। সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী দীর্ঘ লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। একদিকে বাজারে প্লাস্টিকজাত পণ্যের প্রসার, অপরদিকে উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে পারছেন না হস্তশিল্পের কারিগররা, চাহিদাও কম। স্ত্রী, সন্তান নিয়ে খেয়ে না খেয়ে জীবন কাটছে তাদের। প্রত্যন্ত এলাকা হওয়ায় প্রশাসনের সহযোগিতাও মেলেনি তাঁদের।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় ধান কাটা শুরু হলে বাজারে ব্যাপক চাহিদা থাকত খাঁচা ও খাদির। আর গরমে ব্যাপক চাহিদা ছিল হাতপাখার। এ শিল্পের সঙ্গে জড়িত কারিগররা সারা বছরই ব্যস্ত সময় পার করতেন বাঁশ আর বেতের বুননে। বিশেষ করে ফসলের মৌসুমে অর্থাৎ ধান কাটার সময় খাঁচা ও খাদির প্রচুর চাহিদা থাকত বাজারে। এ ছাড়া কারিগররা সারা বছরই খাঁচা বিক্রি করতে পারতেন। তখন কৃষকের গোয়াল ভর্তি ছিল গরু। সেই গরুর খাবার দেওয়া হতো খাঁচায়। ঘাস কাটা, খেড় টানা ও কৃষি কাজে খাঁচার ব্যবহার হতো।
কারিগররা বলছেন, এখন সময় পাল্টেছে, কৃষক আর গরু দিয়ে হাল চাষ করেন না। তাই গোয়াল ভর্তি গরুও নেই। আর ধান টানার খাদির জায়গা দখল করেছে প্লাস্টিকের তৈরি বালতি ও ড্রাম। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ থাকায় এখন চাহিদা কমে গেছে হাতপাখার।
এমনি আক্ষেপের কথা জানাচ্ছিলেন-ভাংনামারী ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত নওয়াজ আলীর ছেলে নবী হোসেন। ৭৫ বছরে পা দিয়ে আজও তিনি খাঁচা বুনে চলেছেন। ৫০ বছর ধরে খাঁচা তৈরি করছেন তিনি। তাঁর ভাই আলী হোসেনও একই পেশায় জড়িত। অন্য কোনো কাজ তাঁদের জানা নেই। এ কারণে বেত শিল্পের এই দুর্দিনেও তিনি খাঁচা বোনার কাজই করছেন। স্বামী-স্ত্রী দুজনেই বেত শিল্পের দক্ষ কারিগর। কিন্তু চাহিদা কম থাকায় পেট চালানোর মতো দৈনিক ২-৩টি খাঁচা বোনেন তাঁরা। এগুলো বিক্রি করে যা পান তা দেয়েই চলে সংসার।
নবী হোসেন চার ছেলে ও পাঁচ মেয়ের জনক। ছেলে-মেয়েরা বড় হয়েছে। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেরাও বিয়ে করে আলাদা থাকেন। নিজেদের কোনো জমিজমা নাই, দিনমজুরি করেন। এখন কাজ না থাকায় স্ত্রীকে নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। কোনো সুযোগ-সুবিধাও পান না। কেউ খোঁজও নেয় না কোনো দিন।
নবী হোসেন জানান, মানুষের বাড়ি থেকে বাঁশ কিনে বেত তুলে দৈনিক দুই-তিনটা খাঁচা বুনতে পারেন। একটি বাঁশে ৫-৬টি খাঁচা হয়। বিক্রি করে যা পান তা দিয়েই কোনো রকমে সংসার চলে তাদের। একটি খাঁচা বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ বলেন, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় কুঠির শিল্পের এসব কারিগরদের কথা তিনি জানতেন না। তাঁদের সমন্বয় করে একটি সমিতি গড়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি। এ ধরনের কুঠির শিল্পের কারিগরদের টিকিয়ে রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বাঁশ-বেত শিল্পের কারিগরদের বিষয়টি জানতাম না। খোঁজ-খবর নিচ্ছি। তাদের জন্য প্রশাসনিকভাবে কিছু করার চেষ্টা করব।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫