Ajker Patrika

জীবনানন্দ দাশের লাবণ্য হলেন জয়া

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১: ০২
জীবনানন্দ দাশের লাবণ্য হলেন জয়া

কবি জীবনানন্দ দাশকে নিয়ে তৈরি হয়েছে ছবি। নাম ‘ঝরা পালক’। তাতে জীবনানন্দের স্ত্রী লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বেশ আগেই শুরু হয়েছিল ছবির শুটিং। এবার জানা গেল ‘ঝরা পালক’-এর মুক্তির তারিখ। আগামী ফেব্রুয়ারিতে কবির জন্মমাসে কলকাতার সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

‘ঝরা পালক’ ছবিতে জীবনানন্দ দাশের দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসু ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া কবি সজনীকান্ত দাসের চরিত্রে দেবশঙ্কর হালদার, কবি বুদ্ধদেব বসুর চরিত্রে কৌশিক সেন ও কাজী নজরুল ইসলামের চরিত্রে সুপ্রিয় দত্ত অভিনয় করেছেন।

কলকাতার পাশাপাশি বাংলাদেশেও ‘ঝরা পালক’ মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন ছবির পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘জীবনানন্দ দাশের জীবনের অনেকটা অংশজুড়ে বাংলাদেশ জড়িয়ে আছে। ফলে কাজটা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি আমরা।’

আজ বড়দিনে ছবির প্রোমো প্রকাশ করার কথা। সিনেমা হলে মুক্তির আগে আগামী বছরের জানুয়ারিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার প্রদর্শিত হবে ‘ঝরা পালক’।

এ ছবি সম্পর্কে জয়া আহসান বলেন, ‘প্রথাগত ভাবনা থেকে যেভাবে লাবণ্য দাশকে দেখা হয়, আসলে লাবণ্য তেমন ছিলেন না। তিনি অনেক বড় ইন্সপিরেশন ছিলেন জীবনানন্দ দাশের জন্য। ছবিতে সেসবই দেখানো হয়েছে।’

‘ঝরা পালক’ ছবিতে এই প্রথম একসঙ্গে অভিনয় করলেন ব্রাত্য বসু ও জয়া আহসান। জয়ার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে ব্রাত্য বলেন, ‘কবির দাম্পত্যে একইসঙ্গে যে নির্জনতা ও ভায়োলেন্স ছিল, তা আমার আর জয়ার রসায়নেও প্রতিফলিত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত