দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় দুই পক্ষে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দাগনভূঞা বাজারের ইসাক শপিং কমপ্লেক্সের উত্তর ও দক্ষিণ পাশে দফায় দফায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রমতে, বর্তমানে দাগনভূঞায় কিশোর গ্যাংয়ের চারটি গ্রুপ রয়েছে। এর মধ্যে দুটি গ্রুপের নাম রোমান সংখ্যায় আর দুটির ইংরেজি সংখ্যায়। বাজারের বিভিন্ন অলিগলিতে এসব নামে দেয়াল লিখন রয়েছে। এ ছাড়া রয়েছে ফেসবুক গ্রুপ। এই গ্রুপ থেকে আসে তাদের বিভিন্ন কার্যক্রমের নির্দেশনা।
অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয় ও দাগনভূঞা একাডেমির কিছু ছাত্র এসব কিশোর গ্যাংয়ের সদস্য। গত বৃহস্পতিবার বাজারে কয়েক দফা মারামারির পর মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মারামারির ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন, বৃহস্পতিবার এক মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে বাজারের ইসাক মার্কেটের ভেতরে থাকা কয়েকজন ক্রেতার সঙ্গে ধাক্কাধাক্কি। তাতে কয়েকজন সামান্য আহত হয়। এ নিয়ে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।
দাগনভূঞা বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. ইসমাইল জানান, যে সময়ে তারা বিদ্যালয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই ছোট বয়সে এরা বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এ ধরনের কিশোর অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা উচিত।
মোহাম্মদ রানা নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দাগনভূঞা এফটিসি সিটি সেন্টার এবং স্টক মার্কেটের সামনে এই কিশোরদের আড্ডা চলে। বৃহস্পতিবারের ঘটনা প্রমাণ করে, ভবিষ্যতে এরা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। তাদের এখনই দমন করা দরকার।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থপ্রতিম দেব আজকের পত্রিকাকে জানান, এ এলাকায় সম্প্রতি কিছু কিশোরের তৎপরতা বেড়েছে। দাগনভূঞা থানা-পুলিশ সেই কিশোরদের খোঁজখবর নিচ্ছে। শিগগিরই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা করেন।

ফেনীর দাগনভূঞায় দুই পক্ষে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দাগনভূঞা বাজারের ইসাক শপিং কমপ্লেক্সের উত্তর ও দক্ষিণ পাশে দফায় দফায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রমতে, বর্তমানে দাগনভূঞায় কিশোর গ্যাংয়ের চারটি গ্রুপ রয়েছে। এর মধ্যে দুটি গ্রুপের নাম রোমান সংখ্যায় আর দুটির ইংরেজি সংখ্যায়। বাজারের বিভিন্ন অলিগলিতে এসব নামে দেয়াল লিখন রয়েছে। এ ছাড়া রয়েছে ফেসবুক গ্রুপ। এই গ্রুপ থেকে আসে তাদের বিভিন্ন কার্যক্রমের নির্দেশনা।
অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয় ও দাগনভূঞা একাডেমির কিছু ছাত্র এসব কিশোর গ্যাংয়ের সদস্য। গত বৃহস্পতিবার বাজারে কয়েক দফা মারামারির পর মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মারামারির ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন, বৃহস্পতিবার এক মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে বাজারের ইসাক মার্কেটের ভেতরে থাকা কয়েকজন ক্রেতার সঙ্গে ধাক্কাধাক্কি। তাতে কয়েকজন সামান্য আহত হয়। এ নিয়ে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।
দাগনভূঞা বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. ইসমাইল জানান, যে সময়ে তারা বিদ্যালয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই ছোট বয়সে এরা বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এ ধরনের কিশোর অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা উচিত।
মোহাম্মদ রানা নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দাগনভূঞা এফটিসি সিটি সেন্টার এবং স্টক মার্কেটের সামনে এই কিশোরদের আড্ডা চলে। বৃহস্পতিবারের ঘটনা প্রমাণ করে, ভবিষ্যতে এরা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। তাদের এখনই দমন করা দরকার।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থপ্রতিম দেব আজকের পত্রিকাকে জানান, এ এলাকায় সম্প্রতি কিছু কিশোরের তৎপরতা বেড়েছে। দাগনভূঞা থানা-পুলিশ সেই কিশোরদের খোঁজখবর নিচ্ছে। শিগগিরই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫